ডাই প্রজেক্টঃ কাপড়ের গাজর তৈরি।

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। ২রা চৈত্র বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

ca17.jpg

ca14.jpg

ca18.jpg

আগামীকাল ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে কাপড় দিয়ে গাজর তৈরি। আজকাল কাপড় দিয়ে বানানোএ ধরনের বিভিন্ন জিনিস সুপার শপগুলোতে দেখতে পাওয়া যায়। যা শিশুদের সফট খেলনা হিসাবে বিক্রি করা হয়। শিশুদের জ্ন্য নিরাপদ এ ধরনের খেলনা গুলো। তাই বেশ জনপ্রিয়তা পাচ্ছে এ ধরনের খেলনা। তাই আমি আজ কাপড় দিয়ে গাজরের খেলনা বানালাম। কাপড়ের গাজর বানাতে আমি ব্যবহার করেছি কমলা রং এর কাপড় ,সবুজ রং এর উল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম, কাপড়ের গাজর। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

ca1.jpg

১।কমলা রং এর
২।সুতা
৩। সুঁই
৪।সবুজ রং এর উল
৫।কাঁচি
৬। তুলা

তৈরির প্রক্রিয়া

ধাপ-১

ca2.jpg

প্রথমে কমলা রং এর কাপড় তিন কোনা করে কেটে নিয়েছি গাজর বানানোর জন্য।

ধাপ-২

ca3.jpg

ca4.jpg

সাইড সেলাই করে নিয়েছি। এবং উল্টিয়ে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

ca5.jpg

ca6.jpg

তুলা ঢুকিয়ে নিয়েছি টাইট করে।

ধাপ-৪

ca7.jpg

ca9.jpg

খোলা অংশটি সেলাই করে বন্ধ করে নিয়েছি।

ধাপ-৫

ca10.jpg

এবার সবুজ রং এর উল কয়েক বার পেঁচিয়ে নিয়েছি,গাজরের পাতা বানানোর জন্য।

ধাপ-৬

ca11.jpg

ca12.jpg

সবুজ উল বানানো গাজরের সাথে সেলাই করে নিয়েছি। এবং সবুজ উল সাইজ মতো কেটে নিয়েছি। ব্যস তৈরি আমার কাপড়ের গাজর।

উপস্থাপন

ca15.jpg

ca17.jpg

ca13.jpg

আশাকরি আজ আমার কাপড় দিয়ে বানানো গাজর আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৬ই মার্চ, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
43 Comments