নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ময়দানের কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
বর্ষায় প্রকৃতি হয়ে ওঠে সবচেয়ে সুন্দর। এই সময় প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে।কখনও আবার রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি। এই বর্ষায় চারিদিকে তাকালে যেন মনে হয় গাছপালাগুলো জীবন্ত হয়ে উঠেছে । গাছপালাগুলো যেন ফিরে পায় তরতাজা নতুন জীবন।বিশেষ করে এই বর্ষা উপলব্ধি করা যায় গ্রাম্য প্রকৃতিতে কিন্তু আমাদের এই শহর কলকাতায় গ্রাম্য প্রকৃতি খুঁজে তো সেই ভাবে পাওয়া যাবে না ,তাই মাঝে মাঝেই মন চায় সেরকম খোলা জায়গায় ঘুরে আসি ।তাই কিছুদিন আগে ময়দানে ঘুরতে গিয়েছিলাম। আর তখন সবে সবে বৃষ্টি থেমেছে ।আর চারিদিকে তো সবুজ খোলা মাঠ কি যে অপরূপ সুন্দর লাগছিল চারিপাশটা! যেন মনে হচ্ছিল সারা বিকেল তাকিয়ে শুধু প্রকৃতিটাকে উপভোগ করি।
বর্ষায় সবথেকে ভালো লাগে বৃষ্টি শেষ হয়ে গেলে আকাশ যখন ঝলমল করে ওঠে ।সেই মেঘ কিন্তু দেখতে সবচেয়ে সুন্দর লাগে।
আমি যখন ময়দানে গিয়েছিলাম তখন পড়ন্ত বিকেল বেলায় ভিজে মাঠে অনেক ছেলেরা তখন ফুটবল খেলছে ।কেউ কেউ বসে সময় কাটাচ্ছে ।সবাই যেন মনে হচ্ছে প্রকৃতিকে নিজেদের মতন করে উপভোগ করছে।
আজ সেই বর্ষার প্রকৃতিরই কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |