প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
শুভ সন্ধ্যা! বসন্তের উষ্ণ পরশ ও অভিনন্দন জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আজকে মোম রং ও পোস্টার রং মিলিয়ে আঁকা ভোরের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করতে চলে এসেছি। আমি পেইন্টিং আর আর্ট করতে খুব পছন্দ করি। তাইতো সময় পেলেই চলে আসি বিভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে। আজ সকাল থেকে ভাবছি পোস্ট নিয়ে। এরপর চিন্তা করলাম বেশ কিছুদিন হয়েছে পেইন্টিং করা হয়না। তাছাড়া বর্তমানে ইভেন্ট সপ্তাহ চলছে কিন্তু সময়ের জন্য কোনো কিছু তৈরিও করা হচ্ছে না। সেই কথা চিন্তা করে মূলত এই পেইন্টিং করা। যদি আমার পেইন্টিং তেমন বেশি সুন্দর হয়নি। তবে তাই বলে তো বসে থাকা যাবে না। তারজন্য যেমন এঁকেছি তাই শেয়ার করে নিলাম।
পেইন্টিং করার সময় ছেলে এত বিরক্ত শুরু করেছে কোনো ভাবেই করা সম্ভব হচ্ছিল না। তাই মনে যা আসছিলো সেটাই রং তুলির সাহায্য রূপ দিয়ে দিলাম। অনেক কষ্ট করে এঁকেছি বলে শেয়ার করে নিলাম। যেকোনো কাজ নিরিবিলি বসে মন দিয়ে করলে খুব সুন্দর হয়। কিন্তু আমাদের কি সেই উপায় আছে ছোট বাচ্চা থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। খাতা কলম নিয়ে বসলেই সব কিছু নিয়ে যাবে। আজকে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছি আর এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব ভালো লাগে। যাই হোক অনেক কথা বলেছি তাহলে চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা আর্ট পেপার
২. মোম রং
৩. মাস্কিং টেপ
৪. পোস্টার রং
৫. তুলি
পেইন্টিং করার ধাপসমূহ
☀️১ম ধাপ☀️
প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো।
☀️২য় ধাপ☀️
এবার মাঝখান থেকে কমলা কালার দিয়ে নেবো।
☀️৩য় ধাপ☀️
এখন এর নিচে সাদা ও হালকা হলুদ কালার দিয়ে দেবো।
☀️৪র্থ ধাপ☀️
এবার টিস্যু দিয়ে সবগুলো কালার মিশিয়ে নেবো।
☀️৫ম ধাপ☀️
এখন উপরে কালো,কমলা ও লাল কালার দিয়ে দেবো। এরপর টিস্যু দিয়ে মিশিয়ে নেবো।
☀️৬ষ্ট ধাপ☀️
এবার দুটি গাছ এঁকে নেব।
☀️ ৭ম ধাপ☀️
এখন ভোরবেলার চাঁদ এঁকে নেব।
☀️ শেষ ধাপ☀️
সবশেষে এবার উড়ে যাওয়া কিছু পাখি এঁকে নেব।এরপর মাস্কিং টেপ খুলে নেব। তাহলেই হয়ে যাবে মোম রং ও পোস্টার রং দিয়ে আঁকা ভোরবেলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
এখন সেই পেইন্টিং এর মধ্যে আমার সাইন দিয়ে দিলাম। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।