হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি diy পোস্ট শেয়ার করে নেবো। এটি আসলে আমাদের অ্যাডমিন/মডারেটর দের স্পেশ্যাল কন্টেস্ট হিসেবে তৈরি করা। নরমালি আমার diy করা হয় না, এই কনটেস্ট এর কারণে করা আর কি। এ আসলে করতে গেলে অনেক মুশকিল একটা ব্যাপার আমার কাছে, প্রচুর টাইম লাগে আমার এইসব করতে। গতবার যেমন একটা করেছিলাম, ওইরকম একটা কিছু করবো বলে প্রথমে ভেবেছিলাম, সেটা যদিও আমি ক্লে দিয়েই করার চিন্তা করেছিলাম। কিন্তু ক্লে হাতের কাছে না থাকায়, অন্য কিছু ভাবতে বসে গিয়েছিলাম, আসলে কি করা যা।
আমার এই নিয়ে ২ দিন কেটে গিয়েছিলো আসলে, কি করবো ভেবেই পাচ্ছিলাম না, কারণ স্পেশ্যাল বলে কিছু তো একটা করতে হবে। তবে অনেক ভাবার পরে মাথায় একটা আসলো যে, আমরা তো সবাই এই সম্প্রদায়ের একটা পরিবারের মতো। তো সেই যখন তৃতীয় বর্ষ উপলক্ষে এইবার নানা আয়োজনের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠান করা হচ্ছে, তো সেই হিসেবে ভাবলাম আমি একটা সবার জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করি। মানে এটা জাস্ট একটা কল্পনীয় বিষয়ের মতো তৈরি করেছি। অর্থাৎ আমি এখানে আমার বাংলা ব্লগের নামে একটি ফার্ম হাউস তৈরি করেছি, যেখানে আমার বাংলা ব্লগের সমস্ত মেম্বাররা থাকবে।
তবে এই ফার্ম হাউসের মূল বিষয় হলো যে, এখানে জাস্ট অনুষ্ঠান পারপাসে সবাই আসবে আর বিভিন্ন উৎসব উদযাপন করবে। এটা যেমন কাল্পনিক ভাবে তৈরি করেছি, তেমনি যদি বাস্তবে এইরকম একটা কিছু হতো তাহলে কেমন হতো! এখানে ফার্ম হাউসের পুরো থিমটা আসলে সবকিছুই আনুষ্ঠানিক ভাবে সাজানোর ব্যবস্থা করেছিলাম। যেমন এখানে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠসূচি সহ পুরো বিষয়গুলো পরিচালনার জন্য একটি মঞ্চ তৈরি করেছিলাম এবং সেখানে একজন পরিচালনা করছে এবং পাশে কেকের ব্যবস্থাও করে দিয়েছিলাম। এছাড়া সবাই যে ফার্ম হাউসের ভিতরে মঞ্চের সামনে বসে পুরো অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করছে, এইরকম জাস্ট একটা থিম তৈরি করে দিয়েছিলাম। আসলে মনের মধ্যে যা এসেছে এই বিষয়ে পর পর তাই করে দিয়েছি।
![]() |
---|
![]() |
- |
![]() |
- |
❣এখন যেভাবে তৈরি করলাম তার ধাপসমূহ নিচের দিকে তুলে ধরলাম---
☬১ম ধাপ:☬
![]() |
---|
➤পুরো কার্বোর্ডটিকে প্রথমে কেটে কেটে ঘরের এর সাইজ মতো তৈরি করে নিয়েছিলাম।
☬২য় ধাপ:☬
![]() |
---|
➤এরপর কেটে রাখা কার্ডবোর্ডগুলো গ্লু গানের আঠা দিয়ে পর পর লাগিয়ে একটা ফার্ম হাউসের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।
☬৩য় ধাপ:☬
![]() |
---|
➤এরপর আবার কিছু কার্ডবোর্ড সাইজ মতো করে কেটে নিয়েছিলাম।
☬৪র্থ ধাপ:☬
![]() |
---|
➤এইবার এই কেটে রাখা কার্ডবোর্ড দিয়ে পরে একটি ছোট ঘরের মতো দেখতে করে নিয়েছিলাম একইভাবে গ্লু গানের আঠা লাগিয়ে।
☬৫ম ধাপ:☬
![]() |
---|
➤এরপর দুটি কার্ডবোর্ড টেপ দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছিলাম অর্থাৎ ফার্ম হাউসটি যেখানে অবস্থান করবে তার একটি এরিয়া মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।
☬৬ষ্ঠ ধাপ:☬
![]() |
---|
➤এরপর সেই এরিয়ায় ফার্ম হাউসটি অবস্থান করিয়েছিলাম।
☬৭ম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কার্ডবোর্ড জোড়া লাগিয়ে যে এরিয়া তৈরি করেছিলাম সেটিতে সবুজ এক্রেলিক কালার করে দিয়েছিলাম।
☬৮ম ধাপ:☬
![]() |
---|
➤এরপর যে দুটি ফার্ম হাউসের মতো তৈরি করেছিলাম তার গায়ে ব্রাউন কালার এবং চালে অ্যাশ কালার করে দিয়েছিলাম।
☬৯ম ধাপ:☬
![]() |
---|
➤এরপর আবার একটি কার্ডবোর্ড কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম চেয়ার এর মতো বানানোর জন্য।
☬১০ম ধাপ:☬
![]() |
---|
➤এরপর গ্লু গান দিয়ে খানিকটা খোপ খোপ মতো করে তৈরি করে নিয়েছিলাম অর্থাৎ যেমনটা আমরা বিভিন্ন হলে দেখে থাকি।
☬১১ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর বাকিটা একইভাবে তৈরি করে মাঝে আরো কিছু টুকরো করে রাখা কার্ডবোর্ড জোড়া লাগিয়ে চেয়ারের মতো দেখতে ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।
☬১২ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর আরো কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম মঞ্চ তৈরি করার কাজে ব্যবহারের জন্য।
☬১৩ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কার্ডবোর্ডের এরিয়ার মধ্যে চেয়ারগুলো সেট করে বসিয়ে দিয়েছিলাম এবং যে কার্ডবোর্ড কেটেছিলাম মঞ্চ তৈরি করার জন্য সেটি নরমালি সামনে সেট করে রেখেছিলাম।
☬১৪ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর প্লেটে কিছু এক্রেলিক কালার ঢেলে নিয়েছিলাম।
☬১৫ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর সেই এক্রেলিক কালারের মধ্যে থেকে বসার সিটটাকে ব্লু কালার করেছিলাম এবং হেলান দেওয়ার স্থানগুলোতে সাদা কালার করে দিয়েছিলাম।
☬১৬ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর সিটে বসানোর জন্য কাগজে কিছু মেয়ে এবং ছেলে মানুষের ছবি এঁকে নিয়েছিলাম এবং সেইভাবে কাইচি দিয়ে কেটে নিয়েছিলাম মাপ মতো।
☬১৭ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কেটে নেওয়া মানুষগুলোতে ভিন্ন ভিন্ন মোম রং করে দিয়েছিলাম।
☬১৮ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর রং করার পরে প্রত্যেকটি সিটে একজন একজন করে পর পর বসিয়ে দিয়েছিলাম।
☬১৯ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কিছু রঙিন কাগজ কেটে নিয়েছিলাম মঞ্চ তৈরি করে নেওয়ার জন্য।
☬২০ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কালো কাগজটিতে "আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন" লেখাটা সাদা মার্কার পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম এবং সেটি আঠা দিয়ে মঞ্চের ভিতরে গায়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপর মঞ্চের সামনে একটি থার্মোকল নির্দিষ্ট মাপে কেটে বসিয়ে দিয়েছিলাম।
☬২১ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর সবুজ কালারের কাগজে কিছু ডিজাইন করে মঞ্চের দুই পাশে লাগিয়ে দিয়েছিলাম এবং একজন মানুষের মতো দেখতে দাঁড় করিয়ে দিয়েছিলাম অর্থাৎ একজন অনুষ্ঠানটি পরিচালনা করছে এমনটা বোঝাতে।
☬২২ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর থার্মোকল কেকের সাইজে কেটে তার উপর সাদা কাগজ লাগিয়ে এর গায়ে ব্রাউন কালার লাগিয়ে দিয়েছিলাম অর্থাৎ এটি যাতে চকোলেট কালারের মতো দেখতে লাগে। এরপর একটি রঙিন কাগজ দিয়ে কেকের উপরে মোমবাতির মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।
☬২৩ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর মঞ্চ পুরো সাজিয়ে তৈরি করার পরে আর বসার চেয়ারগুলো অর্থাৎ তাতে লোকজন বসে অনুষ্ঠান দেখছে এমনভাবে কার্ডবোর্ডের এরিয়ায় সেট করে দিয়েছিলাম। এরপর ছোট ফার্ম হাউসের গায়ে একটা স্টিমিট লোগো এবং একটি কমিউনিটির লোগো, যাতে ৩ সংখ্যা দিয়ে তৈরি করেছিলাম, সেটি লাগিয়ে দিয়েছিলাম । এরপর কালো এক্রেলিক কালার দিয়ে দরোজার মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।
☬২৪ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কিছু থার্মোকল ফার্ম হাউসের পাঁচিলের সাইজ মতো করে কেটে নিয়েছিলাম।
☬২৫ তম ধাপ:☬
![]() |
---|
➤এরপর কিছু নারিকেলের শলা দিয়ে থার্মোকল ফার্ম হাউসের চারিপাশে পাঁচিলের মতো দেখতে লাগিয়ে দিয়েছিলাম। এরপর সেখানে একটি ছোট গেটের মতো দেখতে করে দিয়েছিলাম এবং সেই গেটের উপরে "সকলকে স্বাগতম" এই অনুষ্ঠানে বোঝাতে লিখে লাগিয়ে দিয়েছিলাম।
☬২৬ তম ধাপ:☬
![]() |
---|
![]() |
- |
➤এরপর একটি পেয়ারার ডাল কেটে নিয়ে এসে ফার্ম হাউসের পাশে বসিয়ে দিয়েছিলাম। এরপর ফার্ম হাউসের চালে "আমার বাংলা ব্লগ" ফার্ম হাউস কথাটা লিখে দিয়েছিলাম। এরপর সেই আর্টিফিসিয়াল প্লান্ট এক সাইডে সেট করে দিয়েছিলাম এবং পরে গেটের মুখের ওখানে ঘাসের ম্যাট বসিয়ে দিয়েছিলাম।
☬২৭ তম ধাপ:☬
![]() |
---|
![]() |
- |
➤এরপর যেহেতু রাত্রিগত অনুষ্ঠান তাই পুরো ফার্ম হাউসটিকে একটি লাইটিং এর মাধ্যমে সাজানোর ব্যবস্থা করে দিয়েছিলাম।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/813259193313394728.gif)
![](https://steemitimages.com/0x0/https://cdn.discordapp.com/emojis/779167798706438164.gif)