প্রতিযোগিতার ৬ষ্ঠ তম সপ্তাহ - ঐতিহ্যবাহী লোকসংগীত

আসসালামু আলাইকুম?
প্রিয় ষ্টীম বাসী সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


এত কমিউনিটি থেকে যে লোকসংগীত এর আয়োজন করা হয়েছে। আমি সেই লোকসংগীত এর কনটেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে।

গানটির নাম - পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই।


গানটি লেখক,গীতিকার এবং সুরকার -আব্দুল লতিফ।


গানটি গেয়েছেন বাংলাদেশের লোকসংগীত এর শিল্পী-আব্দুল আলিম।


লিরিক্স

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমিতো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমিতে সেই ঘরের মালিক নই

ও সেই ঘরখানা যার জমিদারী
আমি পাইনা তাহার হুকুমজারী
ও সেই ঘরখানা যার জমিদারী
আমি পাইনা তাহার হুকুমজারী

আমি পাইনা জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই
আমি পাইনা জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই

আমিতো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই
আমিতো সেই ঘরের মালিক নই

জমিদারের ইচ্ছে মত দেইনা জমি চাষ
তাইতো ফসল ফলে নারে দুঃখ বারোমাস
জমিদারের ইচ্ছে মত দেইনা জমি চাষ
তাইতো ফসল ফলে নারে দুঃখ বারোমাস

আমি খাজনা পাতি সবই দিলাম
তবো জমি আমার হইলো নিলাম
ওরে আমি খাজনা পাতি সবই দিলাম
তবো জমি আমার হইলো নিলাম

আমি চলি যে তার মন যোগাইয়া
চলি যে তার মন যোগাইয়া
দাখিলায় মিলেনা সই হায়রে
দাখিলায় মিলেনা সই

আমিতো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই
আমিতো সেই ঘরের মালিক নই।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
18 Comments