||শেয়ার করুন বৃষ্টির দিনে ঘটে যাওয়া আপনার একটি স্মরণীয় ঘটনা||

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Polish_20230811_222232992.jpg

ছবি সোর্স

বর্তমানে বাংলাদেশে চলতেছে বর্ষা মৌসুম৷ প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে৷ প্রতিদিনই আকাশ কালো মেঘে আচ্ছন্ন থাকে। এর মাঝে কখনও বৃষ্টি হয় আবার কখনও হয় না৷ আমাদের প্রত্যেকের জীবনে এই বৃষ্টি নিয়ে কিছু স্মৃতি রয়েছে৷ আজকের কন্টেস্টটি মূলত এই বৃষ্টিকে কেন্দ্র করেই৷ শেয়ার করুন বৃষ্টির দিনে ঘটে যাওয়া আপনার একটি স্মরণীয় ঘটনা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • শেয়ার করুন বৃষ্টির দিনে ঘটে যাওয়া আপনার একটি স্মরণীয় ঘটনা।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টে #steemexclusive, #sft-rain ট্যাগ ব্যবহার করতে হবে।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit

  • 3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১২ স্টীম
২য় পুরষ্কার৮ স্টীম
৩য় পুরষ্কার৫ স্টীম
৪র্থ পুরষ্কার৩ স্টীম
৫ম পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১১-০৮-২০২৩ থেকে ২৩-০৮-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ২৩ আগষ্ট রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments