প্রতিযোগীতার সপ্তাহ -০৬ ঐতিহ্যবাহী লোকসংগীত

আসসালামু আলাইকুম,, আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি লোকসংগীত প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।এটা আমার প্রথম গান,যানি না কেমন হবে,

আমার সংগীত

দমকা হাওয়া গান [লিরিক্স]



আম বাগানে ইটের ভাটা,
হচ্ছে আমার মিছে হাটা,
আম বাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছে হাটা।

বন্ধু তুমি ঝরের দিনের আমের মত না,
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না,
বন্ধু তুমি ঝরের দিনের আমের মতো না,দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না।

নদীর বুকে দালান কোঠা
তোমার মুখে দালান আটা
নদীর বুকে দালান কোঠা তোমার মুখে দালান আটা
বন্ধু তুমি ভরানদীর জোয়ার ভাটা না
ক্ষনে ঢেউ আসে তুমি আসো না বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না।

গানে গানে হচ্ছে কথা
তাবীজ কবজ সবই বৃথা
গানে গানে হচ্ছে কথা তাবীজ কবজ সবই বৃথা
বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না
গানো পোকা চেঁচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি আমার হাতের দোতারাটানা গলানো পোকা চেঁচায় তবু তুমি আসো না।

বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না
ক্ষনে ক্ষনে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ঝরের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না।

বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না..



H2
H3
H4
3 columns
2 columns
1 column
21 Comments