প্রতিযোগিতার ৬ষ্ঠ তম সপ্তাহ - ঐতিহ্যবাহী লোকসংগীত বলবো না গো আর কোনদিন

প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম ও হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরাম। সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।প্রতিযোগিতার ৬ষ্ঠ তম সপ্তাহ - ঐতিহ্যবাহী লোকসংগীত নিয়ে আমার আজকের অংশগ্রহণ। ঐতিহ্যবাহী লোকসংগীত প্রতিযোগিতায় আমি বাউল শিল্পী সুকুমার রায়ের লেখা গান বলবো না গো আর কোনদিন গানে বলব আশা করি সকলের ভাল লাগবে।


গানঃ বলবো না গো আর কোনদিন
শিল্পীঃ বাউল সুকুমার
লিরিক্সঃ বলবো না গো আর কোনদিন

বলবো না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

বলেছিলে গো ভালবাসি গো

আজ কেন গো এমনও হল (২)

এমনও হল এমনও হল

বলবো না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

ভালবাসা কভু না অপরাধ

তাই নিয়ে গো, কেন প্রতীবাদ (২)

কেন প্রতীবাদ, কেন প্রতীবাদ

বলব না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

ভালবাসা তে যে পেয়েছি আঁঘাত

সেই অনল দে‌হে জ্বলে বারমাস (২)

বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বলবো না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

বলবো না গো আর কোনদিন

ভালবাস তুমি মোরে

গান গেয়ে নিজের অনুভূতিঃ

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিযোগিতার ৬ষ্ঠ তম সপ্তাহ - ঐতিহ্যবাহী লোকসংগীত নিয়ে সুন্দর একটি বিনোদনমুলক প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমাদের সকলের মাঝে কোন না কোন প্রতিভা আছে আমরা এই প্রতিযোগিতায় মাধ্যমে প্রচার করতে পারি। আমি এর আগে কখনও কোন অনুষ্ঠানে কিংবা স্কুলে গান বলি নাই তবে এই লোকসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাল লাগছে। গান গেয়েছি নিজের মত করে জানি না কেমন হয়েছে তবে চেষ্টা চালিয়ে গেছি।




আমার পরিচয়
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ রাহুল । আমার স্টিমিট ইউজার নেম @rahul989। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা শেষ করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। অংকন করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
H2
H3
H4
3 columns
2 columns
1 column
21 Comments