প্রতিযোগিতার সপ্তাহ-০৬- ঐতিহ্যবাহী লোকসংগীত নিথুয়া পাথারে

আসসালামু আলাইকুম

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি@rahulkazi বাংলাদেশের নাগরিক



  • ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
  • রোজ মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র মনপুরা এর একটি গান নিথুয়া পাথারে গানটি পরিবেশন করব।আশা করি আপনাদের সবাইকে ভাল লাগবে পোস্টটি।


বাংলাদেশের বিখ্যাত লোকসংগীত নিথুয়া পাথারে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

২০০৯ সালে মুক্তি পায় বাংলাদেশের এক বিখ্যাত চলচ্চিত্র মনপুরা।ছবিটি পরিচালনা করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম।মুখ্য চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।সেই ছবির একটি বিখ্যাত গান হল নিথুয়া পাথারে।গানটি গিয়েছিলেন আমার খুব প্রিয় একজন গায়ক ও নাট্যকার ফজলুর রহমান বাবু।সেই ছোটবেলায় গানটি শুনেছিলাম।সেই সময় অনেক বিখ্যাত হয়ে উঠেছিল এই গানটি।মূলত এই ছবির গানগুলোর জন্যই ছবিটি অনেক বিখ্যাত হয়েছিল। তার মধ্যে একটি গান হল নিথুয়া পাথারে।

গানের লিরিক্স

নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধরো, বন্ধু, আমার কেহ নাই
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধরো, বন্ধু, আমার কেহ নাই
ধরো, বন্ধু, আমার কেহ নাই
তোলো, বন্ধু, আমার কেহ নাই

চিকন ধুতিখানি পরিতে না জানি
না জানি বান্ধিতে কেশ
চিকন ধুতিখানি পরিতে না জানি
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ

অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনের শেষ
অল্প বয়সে পিরিতি করিয়া
হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ

প্রেমের মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
প্রেমের মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর

নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে
ধরো, বন্ধু, আমার কেহ নাই
ধরো, বন্ধু, আমার কেহ নাই
তোলো, বন্ধু, আমার কেহ নাই
ধরো, বন্ধু, আমার কেহ নাই
তোলো, বন্ধু, আমার কেহ নাই

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddg2GkCFtKmi6cbphX9fNgqfCQNdnVewko7br14tPtDqbJDf1jh36SuCBHFBiUvbB93hbxocjuBYWraGwe...2sHmsCSENhCkNBWdUwwXe9Heo5665iMiXnScaBf1MjDjFYVFrqzNE72D93f57wtnVuMceCRzhxQCso2DTYV1LKQ5etjFntGbwDKqacMuR9STAcBnMzFx5Fmg9U.png

Regard's:@rahulkazi


FB_IMG_1676114008859.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

received_836337680845096.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
27 Comments