প্রতিযোগিতার ১২তম সপ্তাহ - দর্শনীয় স্থান

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Picsart_23-04-19_01-37-56-513.jpg

আমাদের দেশে কিংবা বহির্বিশ্বে অনেক দর্শনীয় স্থান রয়েছে৷ হয়তো আমরা অনেকেই অনেক দর্শনীয় স্থান সম্পর্কে শুনেছি তবে কখনও যাই নি৷ তবে আমাদের সে সকল দর্শনীয় স্থান সম্বন্ধে অবিজ্ঞতা রয়েছে৷ এখানে আপনার অবিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার পছন্দনীয় যেকোন একটি দর্শনীয় স্থানের বিবরণ দিতে হবে।

প্রতিযোগিতার রুসলঃ
  • স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সদস্য ছাড়াও যে কেউ পোস্ট করতে পারবে। তবে এচিভমেন্ট-১ ভেরিফাইড হতে হবে।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট গ্রহণযোগ্য হবে না।

  • আপনার নিজের তোলা ছবি শেয়ার করলে ভালো হয়৷ যদি ছবি না থাকে তাহলে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করতে হবে। নিচের উল্লেখিত সাইট থেকেই শুধুমাত্র ছবি নিতে পারবেন৷ এর বাইরের ছবি গ্রহণযোগ্য হবে না৷

https://pixabay.com/
https://www.pexels.com/
https://unsplash.com/

  • শুধু মাত্র বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন এবং রিস্টিম করুন।

  • আপনার পোস্ট এর লিংক এই পোস্টের নিচে শেয়ার করতে হবে৷

  • অন্তত দুইজন জন সদস্যকে ইনভাইট করুন। উদাহরণ, @toufiq777, @sohanurrahman

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টিম পরিমান
১ম পুরষ্কার৫ স্টিম
২য় পুরষ্কার৩ স্টিম
৩য় পুরষ্কার২ স্টিম
৪র্থ পুরষ্কার১.২ স্টিম
৫ম পুরষ্কার০.৮ স্টিম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১৯-০৪-২০২৩ থেকে ২৬-০৪-২০২৩ তারিখ বিকাল ৬ টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ২৬ তারিখ রাত ৯ টায় হ্যাংআউটে ঘোষণা করা হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।

Cc-
@disconnect


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

vote for @bangla.witness witnesses on steemit wallet- https://steemitwallet.com/~witnesses


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments