স্বাগতম সবাইকে
আমাদের কমিউনিটিতে অনেক নতুন সদস্য যোগ হয়েছেন। অনেকেই হয়তো জানেন না কিভাবে Power Up করতে হয়। এটি অত্যান্ত একটি গুুত্বপূর্ণ বিষয়। আশাকরি পুরোটা মনোযোগ দিয়ে পড়বেন।
Power Up কি?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে Power Up কি?
Steem কে Steem power এ রুপান্তর করাই হচ্ছে Power Up ।
Power Up এর গুরুত্ব কি?
Power Up অনেক গুরুত্বপূর্ণ। Steemit team এর সকল উদ্দেশ্যর মধ্যে একটি হলো প্রত্যেক Steemit ব্যবহারকারী যাতে Power Up করে। আপাতত মনে করেন Power Up না করার কারণেই steemcurator01 আমাদের সাপোর্ট দিচ্ছে না। এ বিষয়ে বাকিটা আগামীকাল বিস্তারিত ভাবে পোস্ট করব।
যেভাবে Power Up করবেন
বর্তমানে প্রত্যেকেই ৫০/৫০ Power Up পোস্ট করে থাকেন। এ কারনে একাউন্টে Steem power অনেক কম ঢুকে এবং SBD(STEEM DOLLARS) বেশি ঢুকে। এই কারনেই বর্তমানে নতুন মেম্বারদের Steem power অনেক কম। যারা SBD কে Steem এ রুপান্তর করতে জানেনা তাদের জন্য প্রথমে SBD থেকে Steem এ রুপান্তর করার প্রক্রিয়া দেখাচ্ছি। SBD থেকে Steem এ রুপান্তর করার পরেই আপনি Power Up করতে পারবেন।
যেভাবে SBD থেকে Steem এ রুপান্তর করবেন:
ধাপ ১:
নিম্নে দেয়া ছবির মত আপনার প্রোফাইলে ক্লিক করুন। এরপর Wallet এ ক্লিক করুন
ধাপ ২:
সব ঠিকমত করে থাকলে আপনাকে আপনার Steemit Wallet এর পেইজে নিয়ে যাবে। সেখানে নিম্নোক্ত ছবির মত চিহ্নিত স্থানে ক্লিক করুন।
ধাপ ৩:
উপরোক্ত কাজ করার পর নিম্নোক্ত ছবির মত একটি পেজ চলে আসবে। আপনাকে sign in এ ক্লিক করতে হবে।
ধাপ ৪:
Sign in এ ক্লিক করার পর নিম্নোক্ত ছবির মত আরেকটি পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার একাউন্টের User name এবং Posting key প্রদান করতে হবে। এরপর log in এ ক্লিক করতে হবে।
ধাপ ৫:
এরপর নিম্নোক্ত ছবির মত একটি পেজ চলে আসবে। আপনাকে STEEM DOLLARS এর চিহ্নিত জায়গাটিতে ক্লিক করতে হবে ।
ধাপ ৬:
উপরোক্ত কাজটি ঠিকমতো করার পর নিম্নোক্ত ছবির মত কিছু অপশন আসবে। আপনাকে Market এ ক্লিক করতে হবে।
ধাপ ৭:
Market এ ক্লিক করার পর আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। এবার এটি একটি গুুরুত্বপূর্ণ ধাপ। নিম্নের ছবিতে চিহ্নিত Price এর ঘরে Lowest Ask এ প্রদান করা সংখ্যাগুলো বসাতে হবে। Lowest Ask এর সংখ্যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তাই আপনার পেজে প্রবেশের পড়ে যে lowest ask সংখ্যা দেখাবে তাই Price এর ঘরে বসাবেন। এরপরে Total এর ঘরে আপনার বর্তমান SBD এর সংখ্যা বসাবেন। তারপর Buy Steem এ ক্লিক করবেন।
ধাপ ৮:
Ok তে ক্লিক করুন।
ধাপ ৯:
এরপর আপনাকে আপনার user name এবং active key প্রদান করতে হবে। তারপর sign in এ ক্লিক করতে হবে।
ধাপ ১০:
এরপর পুনরায় Buy Steem এ ক্লিক করতে হবে। এভাবে আপনি SBD থেকে Steem এ রুপান্তর করতে পারবেন।
যেভাবে Power Up করবেন:
ধাপ ১:
এবার আশা যাক আসল বিষয়ে। Power Up করতে আপনার Steemit wallet এ login করুন। এরপর নিম্নোক্ত ছবির মত চিহ্নিত স্থানে ক্লিক করুন।
ধাপ ২:
উপরোক্ত ধাপ ঠিকভাবে করে থাকলে নিম্নোক্ত ছবির মত একটি পেজ আসবে। আপনাকে Power Up এ ক্লিক করতে হবে।
ধাপ ৩:
এরপর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে আপনাকে আপনার একাউন্টের user name এবং Amount এর ঘরে Steem এর সংখ্যা বসাতে হবে। তারপর Power Up এ ক্লিক করতে হবে।
ধাপ ৪:
এরপর ok তে ক্লিক করুন।
ধাপ ৫:
Ok তে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে আপনাকে একাউন্ট user name এবং active key অথবা master password প্রদান করতে হবে। এরপর sign in এ ক্লিক করতে হবে। এভাবে আপনি Power Up করতে পারবেন। বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কমেন্টে জানান। আমি সহায়তা করার চেষ্টা করবো।