animals-photography...(part 15)

I would like to thank @muzack1 for organising the 15 version of the contest. I'm pleased to participate the contest as I also love pet photography. I would start my post inviting three of my friends @crismenia @sur-riti @ @yoyopk

Since I'm from Indian State of West Bengal and comfortable in expressing my views in my mother language called Bengali. Hope you will understand our limitations.

এর নাম দিয়েছি ঘ্যাঁচোড়। বয়স প্রায় দু মাস। ওর আরও দুটো ভাই বোন ছিল। যখন থেকে দেখছি, তিনটেই হাড় জিরজিরে। সারাক্ষণ ধুঁকছে। তিনটেকেই খাওয়াচ্ছিলাম। ওদের মাকেও। দুটো টিঁকল না।

IMG-20231108-0001.jpg

যাই হোক, এটা এখন দৌড়ে বেড়াচ্ছে। লাঞ্চ আর ডিনার আমার কাছে। যখনই দরজা খোলার আওয়াজ পায় দৌড়ে এসে বাড়ীর ভেতরে ঢুকে পড়ে। ধাক্কা দিয়ে বের করতে হয়। তবে শিক্ষা হচ্ছেই না। তাই 'ঘ্যাঁচোড়'।

IMG-20231108-0002.jpg

ঘ্যাঁচোড় দু দিন ধরে রাত্তিরবেলা আমার বাড়ীর কার্ণিশ উঠে ঘুমোচ্ছে। কলকে গাছ বেয়ে ওঠানামা করে। গাছ আর কার্ণিশের মাঝখানে অনেকটাই ফাঁক। সেটা লাফিয়ে যায়।

IMG-20231108-0003.jpg

এতদিনে বুঝেছে যে দরজার চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢোকা যাবে না। দরজা কোনও কারণে খোলা থাকলে বাইরে বসে মিহি সুরে ডাকাডাকি করতে থাকে।

IMG-20231108-0004.jpg

বিড়াল নিয়ে অনেক সামাজিক অন্ধ কুসংস্কার ও অবৈজ্ঞানিক বিশ্বাস আছে। বিশেষ করে সাদা বিড়ালকে নানা ভাবে শুভ ও অশুভ ইঙ্গিত বহন করে। বিড়াল রাস্তা পারাপাডর করলে সেই পথ কেটে যাওয়াটা খুব অশুভ। বিড়ালকে আবার পূর্বজন্মের সঙ্গে যুক্ত করে দেখা হয়। বিড়াল নাকি তেরোবার জন্মায়।

IMG-20231108-0005.jpg

Thank you for visiting my post.

Regards,
impersonal
08.11.23

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments