Steemit Promotional Video Through Youtube

YouTube এর মাধ্যমে Steemit জন্য প্রচারমূলক ভিডিও

20221019_015507_0000.png

Cover photo design by Canva

আসসালামু আলাইকুম । আমার নাম জয়নাল আবেদীন। বাংলাদেশ থেকে লিখছি। এই কমিউনিটিতে আজকেই জয়েন করলাম এবং এটা আমার প্রথম পোস্ট।

আমরা যারা স্টিমিট নিয়ে কাজ করি তারা সকলেই জানি এটার পাওয়ার কি? এখানে সফলতা পাওয়াটা নির্ভর করছে আমাদের উপর। আমি চাইলেই এখানে সফল হতে পারি আমার ব্যর্থ হতে পারি।

সাম্প্রতিক সময়ে স্টিমিটকে প্রমোশন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগে আমিও অংশগ্রহণ করলাম ইউটিউব ভিডিও করার মাধ্যমে।

ইউটিউব ছাড়াও আরো অনেক মাধ্যম রয়েছে যেখানে আমরা এটার প্রচার প্রসার করতে পারি। যেমন ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম এবং Tik Tak-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি একটি বড় ভূমিকা পালন করতে পারে।

এটার যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে। এই কারণেই @xpilar ইউটিউবে ভিডিও প্রচার সংক্রান্ত একটি প্রতিযোগিতার ঘোষণা করেছে।

এবং সেই প্রতিযোগিতায় আমি একজন অংশগ্রহণকারী। ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি সেখানে আমরা অনেক তথ্য পাই এবং শ্রোতার কাছে সহজেই পৌঁছাতে পারি। যার কারনে এটি একটি প্রচারণার উত্তম মাধ্যম বলে আমার মনে হয়।

আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি যেখানে স্টিমিটের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমাদের নিজের ভাষায়।

হ্যালাও বন্ধুরা, আপনি কি একজন গৃহিণী, একজন ছাত্র, চাকরিজীবি অথবা ব্যবসায়ী যায় হোন না কেন আপনি চাইলে আপনার প্রতিদিনের নিয়মিত কাজগুলো শেষ করার পর ব্লগিং করার মাধ্যমে আপনার সংসারের জন্য বাড়তি কিছু আয় করতে পারেন। যেটা হয়তোবা হতে পারে আপনার ভবিষ্যতের সঞ্চয় বিপদের বন্ধু। যদি করতে আপনার কোন প্রয়োজন হবে না বিনিয়োগ করার প্রয়োজন শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি যেটা আপনাকে নিয়ে যেতে পারে বহুদূর। এখন সিদ্ধান্ত আপনার আপনি এই বাড়তি ইনকাম করতে চান কি চান না।

অনলাইনে ইনকাম করা যায় এটি হয়তো বা আপনি অনেকবার শুনেছেন অনেকের কাছে। আবার হয়তো এমনও শুনেছেন এসব ভুয়া কথাবার্তা। এখানে ইনকাম করতে হলে টাকা দেওয়া লাগে এ ধরনের হাজারো নেতিবাচক কথাবার্তা আপনি হয়তোবা শুনেছেন কিন্তু আপনি কি আসলে নিজে কখনো চেষ্টা করে দেখেছেন বিষয়গুলো আসলে কেমন, আসলে আপনি পারবেন কিনা আপনার দ্বারা আসলে হবে কিনা যদি উত্তর না হয়ে থাকে তাহলে এখনো সময় আছে। সময় শেষ হয়ে গেছে তা কিন্তু না। আপনি যখন থেকে শুরু করবেন আপনার ইনকামের সময় তখন থেকেই শুরু হবে। শুধু দরকার শুরু করাটা একবারে শুরু করে দিতে পারলেই কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না।

এই পোষ্টের মাধ্যমে আমি আপনাকে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি যেটা হয়তোবা আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করতে পারে যদি আপনি চান।
স্ট্রিমিটএটি একটি 100% সত্যিকারের সাইট, এছাড়াও Binance, Bittrex, Polonex এবং আরও অনেক কিছুর মতো সমস্ত বড় এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

এখান থেকে আয় করতে আপনার খুব বেশি কিছু করতে হবে না। শুধু দরকার পড়বে নিয়মিতভাবে এখানে লেখালেখি করা।

আপনি যখন এই প্ল্যাটফর্মটা ভিজিট করবেন বিভিন্ন জনের পোস্ট গুলো দেখবেন তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন কি পরিমান ইনকাম এখান থেকে করা সম্ভব শুধুমাত্র লেখালেখির মাধ্যমে।

এখানে একাউন্ট খোলার জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না। শুধু দরকার একটা ইমেইল এড্রেস একটা মোবাইল ফোন একটা মোবাইল নাম্বার আর ইন্টারনেট এগুলোই থাকলে আপনি শুরু করতে পারেন আপনার ব্লগিং।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি আসলে লিখবটা কি?৷ এখানে এটার উত্তর হিসেবে আমি আপনাকে বলতে চাই আপনি কি জানেন? কি পারেন? সে বিষয়টা একটু চিন্তা করেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন কি কি করেছেন সেগুলো চিন্তা করুন এবং এই বিষয়গুলোই আপনি এখানে লেখালেখি করবেন। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন! আপনি যদি কবিতা লিখতে ভালোবাসেন! আপনি যদি ভ্রমন করতে ভালোবাসেন! আপনি যদি ক্রিকেট পছন্দ করেন বা অন্য যে কোন খেলা পছন্দ করেন। আমার যদি রান্না করতে বেশি ভালো লাগে।

এই বিষয়গুলো নিয়ে আপনি প্রতিদিন চাইলে এখানে লিখতে পারেন। আপনার এই লেখা পড়ে দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে। আপনি এখানে বিভিন্নভাবে ইনকাম করতে পারেন হয়তো প্রথম দিকে আপনার লেখার অভ্যাস না থাকার কারণে ভালো লিখতে পারছেন না বা পারবেন না। আপনার জন্য সাজেশন হলো আমিও অন্যের পোস্টগুলো বেশি বেশি করে দেখুন।

তারা কি লেখেছে? কি বিষয় নিয়ে লেখেছে? এগুলো যখন আপনি উপলব্ধি করবেন তখন আপনার ভিতরেই স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তখন আপনি লিখতে বসলে বিভিন্ন কথাবার্তা আপনার মাথায় ঘুরপাক খাবে। সে ঘুরপাক খাওয়া শব্দগুলোকে আপনি এই প্লাটফর্মে লিখনের মাধ্যমে ব্যবহার করুন। এতে আপনার হয়ে যাবে লাখ টাকা ইনকাম।

স্টিমিটে দেখবেন বেশিরভাগ পোস্ট ইংরেজিতে। তার মানে এই নয় যে আপনাকে ইংলিশে লিখতে হবে। আপনি যেই ভাষায় ভালো পারেন সে ভাষাতেই লিখুন। ভাষার এখানে কোন সীমাবদ্ধতা তৈরি করবে না।

এখন আপনার মনে আর একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে। টাকা পয়সা এখান থেকে ইনকাম করলাম, সেই টাকাগুলো তোলার মাধ্যম কি বা এই টাকাগুলোই বা কিভাবে আসে ইত্যাদি ইত্যাদি। টাকা তোলার মাধ্যম হচ্ছে এখানে বিভিন্ন রকমের এক্সচেঞ্জার রয়েছে। এই এক্সচেঞ্জার গুলোর কাছ থেকে আমরা সহজে আমাদের আয়গুলো ক্যাশ টাকা নিয়ে এক্সচেঞ্জ করে দিতে পারি বৈধ উপায়।

এই প্ল্যাটফর্মটি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে কাজ করে, তাই এটি এক ধরনের ক্রিপ্টো কারেন্সি।

Steemit প্ল্যাটফর্মের ভিতরে অনেক গুলো কমিউনিটি রয়েছে। সবগুলো কমিউনিটির মূল উদ্দেশ্য হলো স্টিমিটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের কমিউনিটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা।

আমি 2017 সালে এই প্ল্যাটফর্মে কাজ শুরু করি। কিন্তু মাঝখানে অনেকদিন কাজ বন্ধ রাখি কারণ তখন আমাদেরকে এটার গুরুত্ব বোঝানোর মত কেউ ছিল না।
এখন যেটা আপনারা সহজেই পাচ্ছেন। তখন যদি গুরুত্বটা বুঝতাম আজকে হয়তো মাসে লাখ টাকা এখান থেকে ইনকাম করতাম। আমার পোষ্টের সাথে বেশ কয়েকটি youtube টিউটোরিয়াল লিংক শেয়ার করলাম যেটা দেখে নতুন ব্যবহারকারীরা অনেক কিছু জানতে পারবে

শীঘ্রই দেখা হবে, সবাই। দেখার জন্য ধন্যবাদ।.

এখানে আমার ভিডিও লিঙ্ক:






ধন্যবাদ সবাইকে

20221005_204407_0000.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments