Hello Steemit friends |
---|
My username is @muktaseo and I'm from Dhaka,🇧🇩 Bangladesh. |
---|
আমার আপনার চেয়ে আপন যে জন
কাজী নজরুল ইসলাম
প্রেম পর্যায় গান ।তাল : দাদরা
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
শুনি যেন তার চরণের ধ্বনি
আমার পিয়াসী বাসনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধা-চোর আসে
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি আলোকে হেরি তারে থির বিজুলী-উজল অভিরাম
বিজুলী-উজল অভিরাম
আমারি রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারি গলে দোলে হায়
Source
He has written all kinds of songs, poems, and novels about love, hatred, religion, and rebellion.
Many people like me like this song. Due to the busyness of family work, music is not practiced anymore. But I want my daughter to be a musician. She learned her first song from me. Now she sings songs very well. My daughter sings my favorite song for' The STEEM for Better Life' community.
Please visit my youtube link.
Everyone will like the song. Everyone will bless my daughter and she will become a good singer.
Conclusion
It is difficult to find a person who does not love music. As we listen to music in joy, we also listen to music in sadness. Music is our life partner. Finally, I want to say. love music, listen and sing a lot. May all be well and keep all the family well. Ending here today.
◦•●◉✿ Have a nice day ✿◉●•◦
I invite my friends @md rabbe @SHULY @Hasna Hena
Device Description
Smartphone oppo
Smartphone Model oppo A83(2018)
Photographer @muktaseo
Thank You So Much For Reading My Blog 📖
🌺My Achievement Link🌺
কাজী নজরুল ইসলাম
প্রেম পর্যায় গান ।তাল : দাদরা
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
শুনি যেন তার চরণের ধ্বনি
আমার পিয়াসী বাসনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধা-চোর আসে
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি আলোকে হেরি তারে থির বিজুলী-উজল অভিরাম
বিজুলী-উজল অভিরাম
আমারি রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারি গলে দোলে হায়
Source
He has written all kinds of songs, poems, and novels about love, hatred, religion, and rebellion.
Please visit my youtube link.
Conclusion
It is difficult to find a person who does not love music. As we listen to music in joy, we also listen to music in sadness. Music is our life partner. Finally, I want to say. love music, listen and sing a lot. May all be well and keep all the family well. Ending here today.
◦•●◉✿ Have a nice day ✿◉●•◦
I invite my friends | @md rabbe | @SHULY | @Hasna Hena |
---|
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |