Contest - Share with us a tour of yours that didn't cost you a penny.| A great moment my life ❤️❤️

ঘোরাঘুরি করতে পছন্দ করেনা এমন ব্যক্তি খুবই কম খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষ ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি হয় খুবই দর্শনীয় একটি স্থান তাহলে তো আর কোন কথাই থাকে না।

তেমনি একটি দর্শনীয় স্থানে আমি ঘুরতে গিয়েছিলাম অনেক বছর আগে সালটি ছিল 2009 সাল। তখন আমি জীবিকার তাগিদে ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং ইন্ডিয়াতে আমি মুম্বাই য়ে কাজ করতাম।

fall-g914229049_1920.jpg
This picture taken by pixabay.com

তখনই আসলে ওখানকার কিছু স্থানীয় ছেলে মেয়েদের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্কের জেরে আমি খুবই সুন্দর একটি দর্শনীয় স্থানে তাদের সাথে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম।

আর সেই গল্পটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং আপনাদের ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় একটা সেটা হল এটা অনেক বছর আগের একটি ঘটনা যার জন্য আমার কাছে সত্যিকার অর্থে কোন ছবি ওঠানো নেই তাই আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাইহোক আজকে আমি এই কনটেস্ট টি তে পার্টিসিপেট করছি এবং আমি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা যেটা আমি ঘুরতে গিয়ে অনুভব করেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর ধন্যবাদ জানাই Steemit travel community কে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

যাই হোক আমি মূল ঘটনায় চলে যাই বেশি কথা না বাড়িয়ে কারণ অনেক কিছুই লিখতে হবে অনেক ঘটনা আপনাদের সামনে একে একে তুলে ধরতে হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

Who paid for the tour? Where was the tour, and who went with you?

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

আমি এই ঘুরতে যাওয়া জায়গাটিতে একেবারেই নতুন আর আমি একেবারে বিনা পয়সাতে গিয়েছিলাম বললেই চলে আমার তেমন কোন খরজ হয়নি আমার সকল খরচ এক প্রকার আমার ওই মুম্বাইয়ের স্থানীয় ফ্রেন্ডরা দিয়েছিল।

তারা কেন আমাকে এই পুরো ঘুরতে যাওয়ার খরচ দিল এটা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে কারণটা হয়েছিল এমন আমরা সবাই জানি হিন্দু ধর্মের ভিতরে অনেক প্রকার আনন্দ উৎসব রয়েছে এবং তেমনি একটি উৎসব মুম্বাইয়ে খুব জোরসুরভাবে পালন করা হয়।

beach-gcb00f573a_1920.jpg
This picture taken by pixabay.com

যেটা আসলে সাধারণত আমরা দহি হান্ডি বলে জানি কিন্তু এটার আরো অনেক নাম রয়েছে যেখানে সারিবদ্ধ ভাবে মানুষ দাঁড়িয়ে উপরে দড়িতে টাঙ্গানো একটা হাড়ি ভাঙ্গে আর এটাতে অনেক আনন্দ পায় আর আমিও আমার ওই মুম্বাইয়ের বন্ধুদের সাথে এই খেলাটাই অংশগ্রহণ করেছিলাম।

আর আমরা সেই খেলাটাই বিজয়ী হয়েছিলাম, যার জন্য ওখান থেকে আমরা বেশ কিছু টাকা পুরস্কার হিসেবে পেয়েছিলাম কিন্তু সেটা আমার পকেটে আসেনি আমাদের যে মূল দায়িত্ব ছিল তার কাছে মূলত সেই টাকাগুলো গচ্ছিত ছিল।

একদিন তারা আমাকে হঠাৎ করে বলল তুমি কি টাকা নিবা নাকি আমরা একটি সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি তুমি সেখানে ঘুরতে যাবা আমি কোন কথা না বলেই এক কথায় রাজি হয়ে গেলাম আমি কোন টাকা পয়সা চাইনা আপনাদের সাথে আমি ঘুরতে যাব।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

তারপর তারা তাদের পূর্ব পুরুষের একটি গ্রামে আমাদের নিয়ে যায় টানা ২৪ ঘন্টা বাসে আমরা জার্নি করি আরে জানি এটা অনেক মধুময় ছিল কারণ আপনারা জানেন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে আর সেই পাহাড়ের মাঝে বয়ে চলেছে অনেক সুন্দর সুন্দর রাস্তা চারিদিকে শুধু সবুজের সমাহো অনেক ধরনের বিচিত্র গাছ-গাছালি এবং দর্শনীয় কিছু স্থান।

এক পর্যায়ে আমরা টানা ২৪ ঘন্টা জার্নির পরে আমরা আমাদের মূল গন্তব্য স্থানে গিয়ে পৌঁছায় এবং আমরা অনেক সুন্দর কিছু জিনিস দেখি যেগুলোর ভিতরে সর্বপ্রথম বলতে হয় ব্রিটিশ আমলে গড়ে যাওয়া সেই রাজমহল যেগুলো আসলে দেখাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল।

আরো অনেক জায়গায় গিয়েছিলাম যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমরা সমুদ্রের তীরে গিয়েছিলাম সমুদ্রের তীরে গিয়ে অনেক খেলাধুলা করলাম বন্ধুদের সাথে আড্ডা দিলাম পানিতে সাঁতার কাটলাম সাগরের পানিতে।

এক কথায় আমরা টোটাল তিনদিন সেখানে অবস্থান করেছিলাম আর এই তিন দিনে অনেক টাকায় একপর্যায়ে খরচ হয়েছে কিন্তু তার বেশিরভাগই বহন করেছিল আমার সেই বন্ধুরা।

What challenges did you face while touring without any money?

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

সবচাইতে গুরুতর চ্যালেঞ্জের মুখে আমি পড়েছিলাম তখনই যখনই আমার কাছে খুবই কম পরিমাণ টাকা ছিল এক কথায় বলা যায় সেটা শুধুমাত্র আমি হাত খরসার জন্য নিয়েছিলাম কিন্তু আমি জানতামই না যে এত পরিমাণ টাকা খরচ হতে পারে আমার এই ঘুরতে যাওয়া স্থানে গিয়ে।

সবচাইতে খারাপ লেগেছিল তখন আসলে যেহেতু আমি একজন বাঙালি আর তারা অবাঙালি কিন্তু তারপরও তারা আমার সাথে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করছে কিন্তু আমার যেটা পছন্দ আমি সেটা টাকা দিয়ে কিনে খেতে পারছি না কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই যার জন্য ইচ্ছে থাকলেও আমি সেটা খাইতে পারছি না।

beach-g4726878b8_1920.jpg
This picture taken by pixabay.com

কি আর করার বন্ধুরা তাদের মনের ইচ্ছা মত কেনাকাটা করছে সেই ঘুরতে যাওয়ার স্থান থেকে কারণ যেহেতু সেটা একটা পিকনিক সেন্টার সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে সেখানে তো জাঁকজমক দোকানপাট আছেই এখন আমার যেটা পছন্দ হচ্ছে আমি সেটা কিনতে পারছি না তখনই আসলে খুবই খারাপ লাগলো নিজের কাছে নিয়ে যেতে পারতাম।

টাকার মর্ম তখনই বোঝা যায় যখন কোন দরকারে আপনি টাকা খরচ না করতে পারেন যখন আপনার কাছে টাকা থাকে না কিন্তু আপনার ইচ্ছা থাকে আসলে এটাই আমার এই ঘুরতে যাওয়া সময়টাতে খুব চ্যালেঞ্জের ছিল।

What were the best and worst experiences of the tour?

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আমার এই সফরে সবচেয়ে সেরা মোমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি এই দূর পাড়াগাঁয়ের একজন অবুঝ ছেলে আজকে কোথা থেকে কোথায় এসে পৌঁছেছি অবাঙালিদের সাথে।

আর সেটাও তাদের নিজেদের গ্রাম যেখানে কেউ আমার নিজের ভাষাতে কথা বলে না সবাই তাদের ভাষাতেই কথা বলে আর মানুষের মুখের কথা শুনে এক কথায় অনেক ভালই লাগছে কারণ সেখানে নিজের বলতে আমি একাই।

আর সবচেয়ে বেশি সেরা কমেন্ট যেটা ছিল আমরা যখন গাড়ি থেকে নেমে একটা বাড়িতে যাই যে বাড়িতে আমাদের আসলে সকালবেলার চা রাস্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে যখন উঠি তখন গিয়ে দেখি সবাই হিন্দু ধর্মে অবলিত মানুষ যারা সবাই হিন্দু ধর্ম পালন করে কিন্তু আমি একমাত্র মুসলিম যেটা কিনা তারা কেউ জানতো না।

কিন্তু আমার সাথে থাকা বন্ধুরা বন্ধুদের ভেতর বেশ কয়েকজনই জানতো যে আমি একজন মুসলিম। আর যখন তারা খেতে বসলো সকালের নাস্তা তখন সবাইকে যে নাস্তা দিচ্ছে আমাকেও সেই নাস্তা দেওয়ার জন্য এগিয়ে আসলো বাড়ির সেই ভদ্রমহিলাটি।

আর যখন আমার কাছে আসলো আমাকে নাস্তা দেবে তখনই আমার পাশে থাকা এক বন্ধু ওই মহিলাটিকে ডেকে বলল আসলে ওই ছেলেটি হিন্দু নয় ওই ছেলেটি মুসলিম ওকে অন্য কোন শুকনো খাদ্য দেও যেটা সে খেতে পারে।

আর এটা আমার ওই বন্ধুর মুখ থেকে শুনে আসলে আমি অনেক প্রভাবিত হয়ে পড়ি যে না আসলে এরা মানুষের কদর বোঝে একটা কথা কি মানুষ তো মানুষের জন্য মানুষ যদি মানুষের সমস্যার বাস্তবতা না বুঝে তাহলে কে বুঝবে।

এটাই আমার সবচাইতে ভালো লেগেছিল আমার এই সফরের যেটা আমি কখনোই ভুলবো না যে আমি একজন ভিন্ন ধর্মী মানুষ হয়েও কতটা আদর যত্ন পেয়েছিলাম অন্য এক ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে।।।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

ভালোর ভিতরে খারাপ তো থাকবেই আর আমাদের সাথেও খারাপ এমনটা কিছু ঘটেছিল যেটা আসলে হওয়ার কথা ছিল না তারপরও যেটা হবে সেটাকে তো কেউ আটকাতে পারবেনা তাইনা।

আমরা যখন আমাদের সফর শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হঠাৎ করেই মাঝ রাস্তায় এসে আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়া বলতে কি গাড়ির ইঞ্জিনে কি একটা যেন ডিস্টার্ব দিয়েছে যেটার কারণে গাড়ি একেবারেই অচল হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার সাইডে।

van-gf55d592fc_1920.jpg
This picture taken by pixabay.com

সেই সময় রাস্তা দিয়ে যাওয়া হাজারো গাড়ি আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমরা কি বিপদে পড়েছি আসলে টানা 1 ঘন্টা আমরা ওই রাস্তার ধারে অপেক্ষা করছিলাম কখন গাড়ি ঠিক করবে অতঃপর এক ঘন্টা পরে মিস্ত্রি এসে সেই গাড়ি ঠিক করে।

এটা ছিল আসলে সবচাইতে খারাপ একটা মোমেন্ট যেটা আমাদের এই সফরে না হলে আরো ভালো হতো যাই হোক ভালোর ভিতরে খারাপ থাকবে এটাই বাস্তবতা।

What advice would you give to someone going on a tour without spending any money for the first time?

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আমি শুধুমাত্র একটি কথাই বলবো আপনাকে যতই আপনার পুরো খরচ দিয়ে আপনার কোন বন্ধু বা কোন আত্মীয় কোন জায়গায় ঘুরতে নিয়ে যাক না কেন তারপরও নিজের কাছে নিজের বল হিসেবে অন্তত এমন কিছু টাকা রাখবেন যেটা আপনার বিপদের সময় কাজে লাগে।

এমনটা কখনোই করবেন না সম্পূর্ণ অন্যের উপর ভরসা করে কোন এক অচেনা জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন কারণ সেই অচেনা জায়গায় আপনার সাথে কি ঘটবে আপনি সেটা তো জানেন না তার জন্য আমি চাইবো আমি বলব অবশ্যই কাছে ব্যাকআপের জন্য কিছু রাখবেন যেটা আপনার ওই বিপদের সময় কাজে লাগে।

যাইহোক বন্ধুরা আপনাদের সামনে মোটামুটি আমার একটা সফরের কিছু গল্প শেয়ার করলাম আমি জানি পুরোপুরি কোন জায়গার নাম আমি মেনশন করতে পারলাম না কিন্তু একটা কথা কি অনেক আগের ঘটনা যার জন্য ঠিকমতো আমার সেই জায়গাগুলোর নাম মনে নেই।

তারপরও চেষ্টা করেছি ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের ভালো লাগে।

আমি আমার তিনজন বন্ধুকে ইনভাইট করছি যাতে তারাও এই সুন্দর কনটেস্ট টি তে পার্টিসিপেট করতে পারে তাদের মধ্যে @nadeesew @ahlawat @nevlu123

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png

যাইহোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আল্লাহ হাফেজ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
9 Comments