"If a novel were written about my life, that would be the name of the novel- বসন্তের অপেক্ষায়।

jpg_20230514_010519_0000.jpg
create by canva apps

আসসালামুয়ালাইকুম
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের সামনে হাজির হয়েছি আমাকে নিয়ে নিজের কল্পনায় ভেজানো উপন্যাস। স্টিম ফর বাংলাদেশের নিজেকে নিয়ে নোবেল লেখার কন্টেস্টে আমি অংশ গ্রহন করছি। সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশী। আমার জীবনকে কেন্দ্র করে নিজের লেখা উপন্যাসের নাম দিচ্ছি - "বসন্তের অপেক্ষায়"

If a novel were written about my life, that would be the name of the novel- বসন্তের অপেক্ষায়।

what will be the name of the novel written about your life and why did you choice this name?

উপন্যাসের নাম " বসন্তের অপেক্ষায় "। আমি বসন্ত পছন্দ করি তবে আমার জীবনে এখনো বসন্ত আসা বাকি তাই আমি বসন্তের অপেক্ষায় আছি। আমি উপন্যাসের নাম অনেক কিছুই দিতে পারতাম। কিন্তু সেটা বাস্তবতার সাথে মিল থাকতো না। আমি এই কন্টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমেই নিজেকে নিয়ে কিছু বলার সুযোগ পেয়েছি। তাই চাই বাস্তবতার সাথে মিল রেখে কিছু বলার। বসন্ত আসলেই ভালো লাগে চারিদিকে ফুলের শোভা ইসস কি মধুর আবহাওয়া। বসন্ত বাতাসে মোন হেলিয়ে দিয়ে লালন মনে করিয়ে দেয়,,,,

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে।

গানটা নিশ্চয়ই শুনেছেন আর না শুনলে ক্ষতি নেয় এখন শুনে নেন ভালো লাগবে। এই বসন্ত প্রত্যাসি আমি। আমার বসন্ত আসবে আমার চাকরির মাধ্যমে।আমি সেই অপেক্ষায় আছি। এই জন্য আমি এই নাম করণ করেছি। আপনাদের আমার পোস্টার কেমন লেগেছে? জানাবেন।

png_20230514_011540_0000.png
create by canva apps

which part of the novel do you think everyone will like and which part will be bad for everyone?

জগতের সব কিছু সম্পর্কে আপনার জ্ঞান না থাকতে পারে কিন্তু নিজেকে সবার মাঝে লুকিয়ে না রেখে সামনের দিকে এগিয়ে আনতে যেই জ্ঞান মেধা প্র‍য়োজন সেটা সবার অর্জন করতে হবে।আমার উপন্যাসে আমি অর্জন আর বিসর্জনের মাঝে হারিয়ে গেছি শুধু ভেবেছি পাবো কি পাবো না। আমি হয়তো কিছু পেয়েছি হয়তো আরো কিছু পাবো কন্তু সেটা কি সঠিক সময়ের মাঝে সম্ভব? জানি না।

সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বাড়তে থাকি। চাহিদা বাড়তে থাকার অন্যতম উপাদান হলো জ্ঞান অর্জন করা। আপনি শিক্ষিত আপনি জানেন সমাজে চলতে কি প্রয়োজন। আর যখনই সেটা জেনেগেছেন আপনার চাহিদা বেড়ে যাবে কিন্তু চাকরি না থাকায় চাহিদা পূরন হবে না।

সবাই পছন্দ করে বেশি খুশি আবার অনেক বেশি শোক এর মাঝা মাঝি কিছু পছন্দ করে না।তার কারন মানুষ চাই বেশি বেশি। তাই তাদের সাভাবিক সব কিছু পান্সা লাগে আর এটাই বর্তমান সমাজের জন্য সাভাবিক। আমি তাদেরই একজন নাম আতিক। আমি সময়ের কাছে পরাজিত হয়ে যাচ্ছি। আমার একটি বিষয় অনেকে পছন্দ করবে বলে আমার ধারনা সেটা হলো জীবনে টিকে থাকার কৌশল।কারন আমি এই কৌশল আয়ত্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর এই চেষ্টা হলো চাহিদা কমিয়ে ফেলা।চাহিদা যত কম হতাসা তত কম।আপনার চাহিদা আপনার পরিবারের চাহিদা আপনাকে এই মহাকালের মাঝে হারিয়ে যেতে বাধ্য করে। আমরা বাঙালি সব সময় শুধু চাই চাই আর চাই।এই চাওয়াকে যদি পাওয়াতে রুপদান করতে যাই এতে শুধু বাড়ে হতাসা আর কষ্ট। যেখানে কিছুই করার থাকে না। কবি নিরব।

আমার কিছু খারাপ দিক রয়েছে যেটা সকলেই অপছন্দ করবে বোলে আমার ধারনা। আমার মাঝে ধারাবাহিকতা খুবই কম আমি বেশি সময় টিকে থাকতে চাইলেও পারি না।শুধু ধর্যের অভাবে। এটা আমার জন্য অভিশাপ স্বরুপ। যেটা অকল্যান সেদিকে এগোনো হচ্ছে ধর্য কমে যাচ্ছে কাজের ধারাবাহিকতা হারিয়ে যাচ্ছে।আমি মাঝে বসে বিলীন হোয়ে যাচ্ছি। তবে ঘুড়ে দাঁড়ানো ট্রাই করায় যাই তবে মানোসিকতার ইনজুরিতে আমি বিদ্ধস্থ। আশা রাখি সকলের মনে যে ক্ষোপ অভিযোগ রয়েছে সেটা ধুয়ে মুছে যাবে তবে শুধুই প্রয়োজন সময়।

png_20230514_011217_0000.png
create by canva apps

How do you think the novel will end?And what do you think others can learn from this novel?

উপন্যাস একটি চলমান জীবন যেখানে জীবন ভাইব্রেট করে সুন্দর জীবনের প্রত্যাশায়। আমার উপন্যাস শেষ হবে আমার জীবনে বসন্ত আসার পরেই।তখন হবে উৎসব আর ভালোবাসা ভাগাভাগির মাহেন্দ্রক্ষণ। চাকরি চাকরি করে আমাদের সমস্যাকে আমরা বেশি ফুটিয়ে তুলি।আমাদের উচিত হবে সমস্যার সমাধান করা আর ধর্য ধারন করে সমস্যার সমাধান হাসিল করা। চাকরি মানেই নতুন জগতে প্রদার্পন।তখন অন্য রকম ভালোবাসা ভালো লাগা কাজ করবে।

আমার লেখা উপন্যাসে একটা ম্যাসেজ ছড়িয়ে দিতে চাই সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সবাই কে বিপদের সময় ধৈর্য ধারন করার কথা বলেছি। বিপদ হতে নিজেকে গুটিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না।বরং সমস্যা বেড়েই যাবে। চোখ কান খোলা রেখে এগোতে হবে। সঠিক সময়ে সঠিক ভাবে ঘোড়ার চাল দিতে হবে। যেখানে এক চালে বাজিমাত।

png_20230514_014857_0000.png
create by canva apps

conclusion

পদ্ম পাতার জলের মতো নিজেকে না ভেবে সামনের দিকে অগ্রসর হোয়ার পথ খুজে বের করা হবে বুদ্ধিমত্তা পরিচয়। বসন্তের অপেক্ষায় উপন্যাসে আপনাদের সাথে আমার গভীর সম্পর্কের মিল বন্ধন তৈরি করার চেস্টা করেছি।এখন আল্লাহ ভরসা। আপনারা আপনাদের জীবনকে গুছিয়ে নেন ভালোবাসার মাধ্যমে।হারিয়ে যাক দুক্ষের আর জয় হোক বসন্তের।

received_191348103375328.jpeg

আমি এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আমার বন্ধুদের আমন্ত্রন যানাচ্ছি,,,,
@ripon0630 @mdkamran99 @goodybest @enamul17 @mostofajaman @shiftitamanna

H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments