আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি 🌼🌼🌼

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। বন্ধুরা প্রতিদিনের মত আজকেও আমি ও আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি সব সময় নতুন নতুন কিছু করতে পছন্দ করি। সেটা হোক আর্ট রান্না অথবা অন্য কিছু। আজকে আমি কিছু ফটোগ্রাফি করেছি।
কেউ শখের বশে ফটোগ্রাফি করে অথবা কেউ প্রফেশনালি করে। আমি শখের বশে মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি করি। এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব।আজকে আমি নতুন একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হবো।।ফটোগ্রাফি করাটা যেন আমার একটি শখ।। যখন যে জায়গায় যাই তখন সেটা ফটোগ্রাফি হোক সেটা ফুল বা অন্য কিছু আজকে আমি কিছু ফুলে ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনাদের সকলের ই অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি। আজকের ফুল গুলো খুবই সুন্দর। কিছু ফুল চেনা আবার কিছু ফুল অচেনা।

ফটোগ্রাফি ১

IMG_20230104_152944_906.jpg

এটা হলো খুবই চেনা একটি ফুল। এই ফুলটি কম বেশি সবাই চিনে। এই ফুলটি হলো কুমরোর ফুল।কুমরো আমরা সবজি হিসাবে ব্যবহার করি। এবং কুমরো সবজি টি খেতেই বেশ মজার।হঠাৎ দেখতে পেলাম এই কুমরোর ফুল তাই আর দেরি ফটোগ্রাফি করে নিলাম।

ফটোগ্রাফি ২

IMG_20230104_153912_525.jpg

এটা হলো গোলাপ ফুল এর কলি।সত্যি বলতে ফুল ফুটার চেয়ে গোলাপ ফুল এর কলি আমার বেশি পছন্দ। ফুলের কলির দিকে তাকালেই যেন মায়া লাগে। অন্যরকম। এই ফুলটি আমার অনেক ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের মাঝে সেয়ার করি।

ফটোগ্রাফি ৩

IMG_20230104_151837_095.jpg

এটা হলো বেগুন এর ফুল।কালারটি কিন্তু বেশ সুন্দর।সবজি সাথে কিন্তু সবজির ফুল কালার টা অনেক টা মিল আছে আমরা যারা গ্রামে থাকি না।তাদের উদ্দেশ্য এই ফুল টি কিন্তু আমাদের চোখ এ খুবই কম পরে।আর যারা গ্রামে থাকি অনেক এ খেয়াল করে আবার কেউ করে না।আমি বেগুন গাছের সেই ছোট চারা টি এনে বুনেছিলাম। সেই বেগুন গাছের ফুল এর একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে সেয়ার করলাম

ফটোগ্রাফি ৪

IMG_20230104_154430_815.jpg

এটা হলো কাঁচা হলুদ গাদা ফুল। আমি একদিন আমার বাবার বাড়ি থেকে আসার সময়। এই ফুলগাছ চারা আমি কিনে আনলাম। তারপর বাড়িতে এসে ফুল গাছ টি বুনে দিলাম। তারপর আমি সেই গাছটিকে পানি দিয়ে বড় করে তুললাম।সেই ছোট গাছ টি এখন বড় হয়ে মাত্র একটা ফুল দিয়েছে।সেই ফুলটাকে আমি ফটোগ্রাফি করে নিলাম।

তো বন্ধুরা অবশেষে আমি একটা কথা বলতে চাই যাদের কাছে আমার পোস্ট টি ভালো লাগবে তারা যেন অবশ্যই ভোট বা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাই কে।

From# Bangladesh
@afrinn

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments