SEC-S6W5 : "A memorable day with my friends"

হ্যালো,

এটি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন 6-এর পঞ্চম-সপ্তাহের প্রতিযোগিতা। আমার এই সপ্তাহের প্রতিযোগিতাটা খুবই ভালো লেগেছে। কারণ বন্ধুত্বের বাঁধন সবসময় অটর হয়ে থাকে।।। বন্ধুত্ব ছাড়া জীবন অচলিন।বন্ধুত্ব আছে বলেই ভালোবাসা আছে
আমাদের সকলের বন্ধুদের সাথে বিশেষ স্মৃতি রয়েছে যা আমরা কখনই ভুলব না। বন্ধু মানে সুখের ভাগীএবং বন্ধু মানে দুঃখের ভাগী। বন্ধুত্ব আছে বলে মানুষ একে অপরের কথা শেয়ার করতে পারে বন্ধু ছাড়া মানুষ ভালোভাবে বাসতে পারে না বন্ধুত্বের পরে মানসিক শান্তি দিতে এবং সুখ দিতে। তো বন্ধুরা আজকের প্রতিযোগিতা খুবই আনন্দময় এবং উৎসাহিত। আশা করি সবাই অংশগ্রহণ করবেন। আমি। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন 6-এর পঞ্চম-সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। monirm selina1 fz5 !!! আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।

দিনটিকে অতিরিক্ত বিশেষ করে তুলতে আপনি কী করেছেন? এবং আপনি সেদিন আপনার বন্ধুদের সাথে সবচেয়ে স্মরণীয় কার্যকলাপ করেছেন?

উত্তর : দিনটিকে অতিরিক্ত বিশেষ করে তুলতে আমি আমার এক ফ্রেন্ডের মেয়ের জন্মদিনে যাই। সেখানে সেদিন আমার আরও কয়েক বান্ধবী আসছিল। জন্মদিনের দাওয়াত খেতে। সেখানে আমি প্রথমে উপস্থিত হয়।

IMG-20221222-WA0007.jpg

তারপর আমার আরো কিছু ফ্রেন্ড আসে তাদের দেখে আমি আরও বেশি উৎসাহিত হলাম এবং খুবই ভালো লাগলো। অনেকদিন ধরে দেখি না হঠাৎ দেখে মনটা ভরে গেল।

একসাথে থাকার সময় আপনি কোন মজার মুহুর্তগুলি অনুভব করেছিলেন?

উওর :সবচেয়ে বড় কথা হলো এইটা আমি আমার বান্ধবীদের অনেকদিন পরে দেখে সবচেয়ে আনন্দ অনুভব করেছি।কারন আমরা সবাই একসাথে একই স্কুলে লেখাপড়া করে বড় হয়েছি।ছোট বেলার ভালোবাসা ডলার নিঃস্বার্থ ভালোবাসা। এ ভালবাসা কি কখনো ভুলা যায়। বন্ধুত্বের ভালোবাসা কখনো ভুলা যায় না। বন্ধু আছে বলে বন্ধুত্বের ভালোবাসা দিন দিন বেড়ে উঠেছে। বন্ধুত্বের আরেক নাম হলো জীবন। আমি আমার আশ্চর্যজনক বান্ধবীদের দেখে তো। অবাক।কারণটা হলো আমি জানতামই না ওদেরও ইনভাইট করা হয়েছে। আমি আমার বান্ধবীদের বাসায় যাওয়ার পর। ১৫ থেকে ২০ মিনিট পর ওরাও চলে আসলো।সত্যি বলতে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না।ওদের সাথে দেখা করাটা আমাকে এত মুগ্ধ করেছে। এভাবে বেঁচে থাকুক হাজার ও বন্ধুত্বের ভালোবাসা।।

একসাথে সময় কাটানো থেকে আপনি আপনার বন্ধুদের সম্পর্কে কী শিখেছেন

উত্তর : আমি একসাথে সময় কাটানো থেকে শেখিছি বন্ধুত্ব কি জিনিস। বন্ধুত্ব এমন একটা জিনিস যা আমরা ছোটবেলায় কেউ বুঝতাম না। তবে জ্ঞান-বুদ্ধি হওয়ার পর বুঝি বন্ধুত্ব কি। বন্ধু মানে একসাথে পথ চলার একটি লক্ষণ। অনেক দিন দেখা হয় না।হঠাৎ আমরা সবাই সবাই কে পেয়ে কি যে একটা খুশি লাগছিলো।সেটা আসলে বলে বুঝানোর ভাষা আমার কাছে নেই।ওদের সাথে আমি অনেক ভালো সময় কাটাতে পেড়ে আমি খুবই আনন্দিত।এবং এটা ভালো করেই বুঝতে পারলাম। একজন অসুস্থ মানুষ তার প্রিয় বন্ধু বান্ধব কাছে পেলে একটু হলেও সুস্থ হবে।কারন বন্ধুত্ব মানুষিক শক্তি জাগিয়ে তোলে।

সারাদিনে ঘটে যাওয়া সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটি কী ছিল?

উত্তর : সারাদিন এ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা না ছিল।আমি আমার আরও দুই বান্ধুবি কে নিয়ে আমরা আনন্দ উল্লাসে ছাদে যাই। ছাদে যাওয়ার পর আমার আরও দুই বান্ধুবি ও আমি আমরা এতটাই মজা করলাম যে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। আমার দুই বান্ধুবি এদিকে মজা করতে করতে ওদের মনে হয় জিবনটাই বের হয়ে যাবে এই অবস্থা। এদিক এ ওদের অভিনয় দেখে হাসতে হাসতে আমার পেট ব্যাথা।

IMG-20221222-WA0006(1).jpg

ওরা খুব ভালো ফান অভিনয় করতে পারে। যে কান্ড গুলো দেখলে মানুষ না হেসে পারবে।না।প্রায় দুই ঘন্টার মতো হাজারো মজার ও ভুলে না যাওয়ার মতো কাহিনি।ভালো থাকুক সবসময় আমার প্রিয় বন্ধু গুলো।

আপনি যদি এটি আবার ফিরে পান তবে দিনটি আরও ভাল করে কী করবে?

উত্তর : এই দিনটি যদি আমি আবার ও ফিরে পেতাম। সত্যি বলতে ওদের আমার বাসায় থেকে যেতাম না।যাদের সাথে সেই ছোট বেলার আত্মার সম্পর্ক তাদের স্থান সব সময় উপরে। আমি মনে করি আমি আমরা বন্ধু বান্ধব গুলো আবার একদিন এই রকম সময় বা সুযোগ হলে।আমি তাদের সাথে সুখের ভাগ টা আগে করে নিবো।এবং সারাদিন ওদের সাথে দিব্বি দিনটি মজার মাধ্যমে কাটিয়ে নিবো।এভাবে বেঁচে থাকুক হাজার ও বন্ধুত্বের ভালোবাসা।

আপনি কিভাবে মনে করেন দিনটি আপনার বন্ধুত্বকে প্রভাবিত করেছে? সেদিন আপনার বন্ধুদের সাথে আপনার সবচেয়ে অর্থপূর্ণ
কথোপকথন কী ছিল?

উত্তর : আমি মনে করি। আমার মনে যদি বন্ধু দেখে মনটা উল্লাসিত হয়ে থাকে। তাহলে ওদের ও আমাদের বন্ধুত্বের কথা মনে করতে হবে। কারণ বন্ধুত্বের ভালোবাসা কখনো একতরফা থেকে হয় না। বন্ধুত্ব ভালোবাসা হয় দুই তরফ থেকে।

IMG-20221222-WA0008.jpg

তাই আমি মনে করি আমার যদি দিনটি অনেক আনন্দে কাটে ইনশাআল্লাহ তাহলে ওদের ও ভালো কেটেছে। সেদিন আমার বন্ধুদের আমার সবচেয়ে কথোপকথন ছিল। ওদের পছন্দ আগের মতো আছে কি না।তারপর কার কি খেতে ভালো লাগে। যেমন বিরিয়ানি আমার খুব পছন্দ। আমার এক বান্ধুবির নাকি পোলাও আর গোশত খেতে বেশি ভালো লাগে। এই গুলো সবার কথা সবাই সেয়ার করলাম। এবং আগের পছন্দ গুলো ঠিক আছে কিনা সেটাও জেনে নিলাম। তারপর আরও কিছু সময় কাটালাম সবাই বসে এক সাথে ফুসকা খেয়ে নিলাম। এটা সেটা করে বার্থডে কেক কাটার পর খেয়ে খেয়ে বাসায় চলে গেলাম। এই ছিল আমাদের বন্ধুত্বের নরমাল কাহিনি।
তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন
ধন্যবাদ

From# Bangladesh
@afrinn

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments