পেন্সিল আর্ট // একটি হরিণের আকৃতিতে গাছের চিত্রাংকন।

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।

আজকে আপনাদের সামনে আমি "স্টিম ফর বাংলাদেশ"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "একটি হরিণের আকৃতিতে গাছের চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।

আসলে এই আইডিয়াটা এসেছে আমি একবার একটি বাগানে গিয়েছিলাম তো সেখানে দেখলাম কিছু গাছ রয়েছে যেগুলোকে কেটে বিভিন্ন ডিজাইন করে রাখা হয়েছে এবং দূর থেকে দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে। তো সেখান থেকেই ধারণা নিয়ে আজকের এই চিত্রাংকনটি করার চেষ্টা করেছি। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।

চিত্রাংকনটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20231013_102812.jpg

IMG_20231013_102708.jpg

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB, 6B)
  • পেন্সিল কাটার ও
  • রাবার।

IMG_20231013_103526.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি গাছের বেশ কিছু ডালপালা অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103430.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর গাছের ডালপালাগুলোকে কেন্দ্র করে একটি হরিণের শেপ খুবই হালকা করে অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103314.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর আমি হরিণটির মাথার একাংশের শিং গুলো গাছে ডালপালা দিয়ে অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103234.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর আমি হরিণের পুরো শরীর গাছে ডালপালা দিয়ে অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103143.jpg

পঞ্চম ধাপঃ

  • এরপর আমি গাছের নিচের অংশ বা হরিণের পা গুলো গাড়ো পেন্সিল দিয়ে অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103100.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর হরিণের শিংগুলো বা গাছের ডালপালা গুলোর পাতাগুলো অঙ্কন করে নিলাম।

IMG_20231013_103028.jpg

সপ্তম ধাপঃ

  • এবার আমি হরিণের বা গাছের ডালপালার সামনের অংশটি পাতাগুলো অঙ্কন করে নিলাম।

IMG_20231013_102938.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এবার আমি গাছটি পুরোটা জুড়ে সবগুলো পাতা অংকন করে নিলাম। আর এভাবে আমি আমার আজকের চিত্রাঙ্কনটি সম্পূর্ণ করলাম।

1000031746.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ১৪-১০-২০২৩ ইং
H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments