Contest: Have you protected your Steemit ID password?

স্টিমিটের সহযোদ্ধারা,

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে ভালো আছি। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন মডারেটর @enamul17 ভাই, এজন্য আমি এনামুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর মাধ্যমে যারা এই ব্যাপারে অসচেতন এবং এ ব্যাপারে যাদের জানা নেই তারা বিষয়টি জানতে পারবে এবং খুব সহজেই তারা তাদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখতে পারবে।

Contest Have you protected your Steemit ID password_20231122_132037_0000.png
Made it Canva

আমরা যারা স্টিমিট প্লাটফর্মে কাজ করি বা অন্য যেই কোন প্লাটফর্মেই হোক না কেন আমাদের জন্য পাসওয়ার্ড সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পাসওয়ার্ড আমাদের একাউন্টকে সুরক্ষিত রাখার মাধ্যমে আমাদের কষ্টার্জিত সকল অ্যাসেটকে রক্ষা করে। আমরা যখন নতুন অবস্থায় কোনো প্লাটফর্মে কাজ করি তখন হয়তো এই সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা থাকে না তো এই প্রতিযোগিতাটি আমাদের নতুন হোক বা পুরাতন হোক সকল ব্যবহারকারীর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুনরা যেমন এ সম্পর্কে তেমন কোন ধারণা রাখে না ঠিক পুরাতনরাও একটা সময় গিয়ে এর গুরুত্বটা হারিয়ে ফেলে, যার কারণে এই পাসওয়ার্ডটিকে যে কোন জায়গায় সংরক্ষণ করে অনেক বড় বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনায় পড়ে যায়। তাই আমাদের সকলকে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডটিগুলো সম্পূর্ণ নিরাপদ ভাবে সংরক্ষণ করা উচিত যাতে করে আমরা আমাদের সমস্ত কষ্টার্জিত অ্যাসেট গুলোকে রক্ষা করতে পারি।

আমরা হয়তো এই জিনিসটা সকলেই ভুলে যাই যে এই কষ্টার্জিত অ্যসেট গুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা এই পাসওয়ার্ড সংরক্ষণের বেলায় অনেকটা উদাসীন হয়ে যাই। কিন্তু এটা আমরা সকলেই জানি যখন নিজের সম্পদ গুলো আমাদের থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে হারিয়ে যায় তখন কতটা না কষ্ট আমরা পেয়ে থাকি সেই সাথে আমরা আর্থিকভাবেও অনেকটা দুর্বল হয়ে পড়ি। তাই এই কষ্ট পাওয়ার হাত থেকে আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের পাসওয়ার্ড গুলো সঠিক ও নিরাপদ সংরক্ষণ করা অত্যাবশ্যকীয়। আরেকটা বিষয় না বললেই নয় আমরা যখন কোন বিপদের সম্মুখীন হই তখনই কেবল ওই বিষয়টা সম্পর্কে খুবই সজাগ থাকি তার আগে এই ব্যাপারে আমরা খুবই উদাসীন হয়ে যাই। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যাতে কষ্টার্জিত সম্পদ গুলো হারিয়ে না যায় বা অন্য কেউ নিয়ে না যায়।

অবশ্যই আমি আমার স্টিমিট একাউন্টের পাসওয়ার্ডটিগুলো খুবই নিরাপদ জায়গায় সংরক্ষণ করেছি। কারণ আমি জানি এই স্টিমিট আইডির পাসওয়ার্ডটিগুলো আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই স্টিমিট আইডির পাসওয়ার্ডটিগুলো আমি যখন প্রথম একাউন্ট করি বিশেষ করে যে আমাকে প্রথম এই স্টিমিট আইডির সাথে পরিচয় করিয়ে দেয় যার মাধ্যমে আমার স্টিমিট প্ল্যাটফর্মের আগমন সে আমাকে এই বিষয়টি খুব সুন্দর ও নিখুঁতভাবে বুঝিয়ে দেয়, তখন থেকে আমি আমার স্টিমিট আইডিকে সংরক্ষণ করে আসছি। আমি যার হাত ধরে এই স্টিমিট প্ল্যাটফর্মে আগমন করেছি তার আইডি হচ্ছে @radoan , আর এই জন্যে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ যে তার হাত ধরে আমি এই প্লাটফর্মকে জানতে পেরেছি এবং এ প্লাটফর্মের পাসওয়ার্ড সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি এবং নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা সুযোগ পেয়েছি। আমি আমার স্টিমিট আইডি সহ সকল অনলাইন একাউন্টের পাসওয়ার্ডটিগুলো প্রিন্ট করে বা হাতে লিখে আমি আমার ব্যক্তিগত ডায়েরিতে সংরক্ষণ করেছি। সে সাথে অনলাইনে কাজের সুবিধার্থে আমি আমার এই পাসওয়ার্ডগুলো গুগল ড্রাইভেও একটা কপি সংরক্ষণ করে রেখেছি, এছাড়াও আমি আমার নিজের পেনড্রাইভেও একটি কপি সংরক্ষণ করে রেখেছি। আমি মনে করি এভাবে সংরক্ষণ করে রাখলে এই পাসওয়ার্ডগুলো হ্যাক হওয়ার মতো কোনো সুযোগ থাকে না। তাই আমি সম্পন্ন স্বস্তির সাথে এবং সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে কাজ করে যাচ্ছি। তাছাড়া আমরা মানুষ জাতি আমাদের দুর্ঘটনা এবং মৃত্যুর কোন বিশ্বাস নেই, যে কোন মুহূর্তে যে কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারি এবং মারাও যেতে পারি তাই আমার পরিবার যাতে এই অ্যসেট গুলো পরবর্তীতে উইড্র করতে পারে সেভাবেও আমি ব্যবস্থা রেখে নিয়েছি।

আমি অনলাইন অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড সংরক্ষণ নিয়ে কোন রকম প্রতারণার শিকার হয়নি বা আমার কোন অ্যাসেট হারাতে হয়নি। তবে বাস্তব জীবনে আমি যে ব্যবসা করি আমার ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবসা রয়েছে সেই ব্যবসায় প্রথম অবস্থায় আমি বিষয়টা ভালোভাবে অবগত না হওয়ার কারণে আমি প্রতারণার শিকার হয়েছিলাম এবং সেখান থেকে আমি যথেষ্ট কষ্ট পেয়েছি এবং মানসিকভাবে ভেঙ্গেও পড়েছিলাম। কিন্তু আমার পরিবার আমাকে অনেক সাহস দিয়ে আমাকে শান্ত করেছে এবং পরবর্তীতে এর থেকে শিক্ষা নিয়ে আমি এ পর্যন্ত আর তেমন কোন প্রতারণার শিকার হয়নি। এখন এই ব্যাপারে অনেক অনেক বেশি সচেতন। তবে হ্যাঁ আমার পরিচিত একজন এরকম হ্যাকিং এর সমস্যায় পড়েছিলেন, তার স্টিমিট আইডি সে পাসওয়ার্ড যথাযথ সংরক্ষণ না করার কারণে তার একাউন্টই হ্যাক হয়েছিল এবং সেখান থেকে তাকে প্রায় এক হাজার স্টিম হারাতে হয়েছে। আমি যেরকম আমার কষ্টটা উপলব্ধি করতে পেরেছি ঠিক যে তার স্টিমিট পাসওয়ার্ডটি হারিয়েছে এবং এক হাজার স্টিম এর মত হারিয়েছে তার কষ্টটাও আমি দেখতে পেয়েছি। আসলে যখন আমরা কোন কিছু হারিয়ে ফেলি তখনই তার গুরুত্বটা অনেক বেশি অনুধাবন করতে পারি। অবশ্যই এই ঘটনাগুলোর পরেই আমি আমার অনলাইন একাউন্টগুলো সুরক্ষার জন্য অনেক বেশি প্রভাবিত হয়েছি সেই সাথে অনেক বেশি সচেতনও হয়েছি।

আসলেই অনলাইন প্লাটফর্ম গুলোর পাসওয়ার্ড সংরক্ষণের ব্যাপারে নতুন করে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই যদিও আমরা সকলেই কমবেশি এই ব্যাপারে জানি। তারপরও আমার ব্যক্তিগতভাবে সকলের জন্য পরামর্শ থাকবে এই ব্যাপারটাকে সবাই অনেক অনেক বেশি গুরুত্ব দেবেন এবং সেইসাথে আপনাদের পছন্দমত আমি বলব আমি যেভাবে করেছি হয়তো তার চেয়েও ভালো কোন পদ্ধতি থাকতে পারে সেটা জেনে বুঝে আপনারা আপনাদের পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করবেন। আসলে আমরা মানুষ জাতি খুবই অলস প্রকৃতির সেই সাথে আমি বলব অনেক বেশি কেয়ারলেস কারণ আমরা সবাই জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু তারপরও আমরা সচেতন হই না। তাই আমি বলব আমরা সবাই নিজের ব্যাপারে সচেতন হই, সেইসাথে আমাদের আশেপাশে থাকা মানুষগুলোকেও সচেতন করি কারণ আমাদের প্রত্যেকেরই সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদ রাখতে।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই অনেক বেশি বলে ফেললাম। আশা করি আমার আজকের এই পোস্টটি পড়ে আপনারা অনেকেই উপকৃত হবেন। সেই সাথে এই পোস্টের যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি সকলের জন্য শুভকামনা অবিরাম।

ধন্যবাদান্তে
@alauddinpabel
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।

My invite friends @rahnumanurdisha @rumanaafroz @radoan

Cc
@stephenkendal
@pennsif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments