Contest - How important is friendship in Human lives?

স্টিমিটের সহযোদ্ধারা,

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। প্রতিযোগিতার বিষয়টি অনেক চমৎকার এবং এই প্রতিযোগিতার বিষয়টি আমাদের বাস্তবিক জীবনে অনেক প্রভাব ফেলে। এত চমৎকার একটি বিষয় নির্বাচন করার জন্য স্টিম ফর বাংলাদেশের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি এই প্রতিযোগিতার আমার অংশগ্রহন মূলক পোস্ট।

1000030997.png
[ক্যানভা দিয়ে তৈরি]

বন্ধু মানে কাছের মানুষ, বন্ধু মানে দুষ্টু মিষ্টি খেলার সাথী, বন্ধু মানে মনের কথা খোলামেলাভাবে প্রকাশ করার শামিল, বন্ধু মানে সহযোগিতার হাত, বন্ধু মানে মান-অভিমানের খেলা, বন্ধু মানে হাসি-ঠাট্টার অন্তরায়, বন্ধু মানে মারপিট করার পর আবার মিলেমিশে একাকার। বন্ধু কথাটা খুব ছোট হলেও এর প্রসার কিন্তু ব্যাপক। আসলে যদি এই বন্ধু সম্পর্কে লিখতে যাই তাহলে কিন্তু লিখে শেষ করতে পারবো না। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যে সম্পর্ক একটা মানুষের বন্ধুত্ব শুরু থেকে সারাটি জীবন থেকে যায়, হ্যাঁ সময়ের ব্যবধানে অথবা জীবন যুদ্ধ সংগ্রামে চলতে গিয়ে অনেক সময় একটু দূরত্ব বেড়ে যায়। তারপরেও একটা সময় সেই বন্ধুত্ব টানে কখনো না কখনো দেখা হয়ে যায় কথা হয়ে যায় আবার সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। ওই সময়টায় আমরা যদি কোন ঘনিষ্ঠজনকে হারিয়ে ফেলি আমাদের অন্তরের ভিতর যেরকম ফিলিং হবে তাকে ফিরে পাওয়ার পর ঠিক বন্ধুত্বটাও এমন দীর্ঘ ব্যবধানের পর যখন আবার আমরা একজন একজনকে দেখতে পাই বা কাছে পাই তখন একই ফিলিং কাজ করে।

1000030998.jpg
[আমিও আমার কয়েকজন বন্ধু]

বন্ধুত্ব আমার জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ জীবন সংগ্রামে চলার পথে বন্ধু ছাড়া কোন বিকল্প নাই। হ্যাঁ এই ক্ষেত্রে আত্মীয়-স্বজনেরও অনেক অবদান রয়েছে। তবে আমি মনে করি তার চেয়ে বেশি অবদান হচ্ছে একজন ভালো বন্ধুত্বের যদি ভালো বন্ধুত্ব হয়ে থাকে তাহলে এই বন্ধন কখনোই ছিন্ন হবার নয়। সারা জীবন একজন আরেকজনকে বিপদে-আপদে সহযোগিতা করে যাবে এটা আমি নিশ্চিত। যদিও বন্ধুত্বে বন্ধুত্বে ও ফিলিংটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সেটা অবশ্য নির্ভর করে কতটা ঘনিষ্ঠতা একজন আরেকজনের সাথে তার উপরে। বন্ধুত্ব কেন আমার জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে আপনাদের মাঝে একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন চাকরি করতাম তখন আমার দিনগুলো ভালই যাচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে হাসিখুশি দিন যাপন করছি। একটা সময় সংসারে অনেক অভাব অনটন ছিল কিন্তু আস্তে আস্তে সেইখান থেকে বের হয়ে আসতে পেরেছি। যদিও সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। দিনকাল ভালোই যাচ্ছিল হঠাৎ আমার একটা বিশেষ কারণে চাকরি চলে যায়, তো অনেক বিপদে পড়ে যাই। তখন পুরো ফ্যামিলি নিয়ে শহরে থাকি যদিও চেষ্টা করছি সব দিক থেকে চেষ্টা চলছে চাকরির জন্য কিন্তু অনেক সময় ধরে চেষ্টা করেও চাকরি পাচ্ছিলাম না। কাছের দূরের নিকট আত্মীয়সহ সকল বন্ধুদের বিষয়টি জানালাম তারাও তাদের মত করে চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছিলই না। বিষয়টি আমাকে অনেক ভাবিয়ে তোলে। সবাইকে এক এক করে বলেও কোন কাজ হচ্ছিল না।

কিন্তু আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি এই বিষয়টা বলিনি, না বলারও একটা কারণ ছিল কারণ হলো সে দেশের বাইরে ছিল দেশের বাইরে থাকার পরেও তার সাথে সব সময় যোগাযোগ থাকত তবে আগের মতো ছিল না ওই যে বলেছিলাম একটু দূরত্ব বাড়ার সাথে সাথে বা জীবন যুদ্ধের কারণে কিছুটা দূরে চলে যেতে হয় তো সেজন্যই বলা হয়ে ওঠেনি। কিন্তু সে আমার আরেক বন্ধুর মাধ্যমে জানতে পারে যে আমার এই মুহূর্তে চাকরি নেই। হঠাৎ সে আমাকে ফোন দিয়ে আমার সাথে এতটা রাগারাগি শুরু করে আমি বুঝতেই পারিনি। আমার এই ব্যবহারের সে অনেকটা কষ্ট পায় এটাই সে বুঝাতে চেয়েছে, তারপর অনেকটা রাগ হয়ে লাইনটা কেটে দেয়। আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনভাবেই যোগাযোগ করতে পারছি না সে আমার ফোনই ধরছে না। ২-৩ দিন পর হঠাৎ একটা ফোন আসলো আমার ওই বন্ধুর আমি ফোন ধরতে ই সে আমাকে বলল তোর সিভিটা নিয়ে এই ঠিকানায় চলে যা, আমার বিশ্বাস চাকরিটা হয়ে যাবে। আমি তো রীতিমতো বন্ধুর কথা শুনে অবাক। এরপর ওর দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম সত্যি সত্যি সেখানে আমার জবটা হয়ে গেল। আমি কিভাবে যে এই সহযোগিতার জন্য ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব ভাষায় খুঁজে পাচ্ছিলাম। না যাই হোক পরবর্তীতে ওর সাথে কথা বলে বিষয়টিকে সহজ করে নিলাম। তো এই ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি বন্ধুত্ব আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ।

প্রত্যেকটা মানুষের এই জীবনে চলার পথে বন্ধুর প্রয়োজন আছে বন্ধু ছাড়া জীবনটাকে সেভাবে উপভোগ করা যায় না। এই ধরেন আপনি যদি কোথাও ঘুরতে যান প্রথমত যদি একা একা যান তাহলে কোনভাবেই কোন কিছুই আপনার ভালো লাগবে না। আর যদি পরিবার নিয়ে যান সেটা একরকম ভালোলাগা তবে সেখানে কিছু বাধা থাকবে এমন কি কিছু দিকনির্দেশনা ও থাকবে এটা করা যাবে না ওইটা করা যাবে না এখানে থাকা যাবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বেশ কয়েকজন বন্ধু একসাথে হয়ে কোথাও ঘুরতে যান তাহলে এর চেয়ে আনন্দ বা এর চেয়ে মজা আমার মনে হয় আর কোনটাতে পাওয়া যাবে না। কারণ আপনি আপনার সবকিছু মন খুলে করতে পারবেন কোন বাধা থাকবেনা। একেবারে স্বাধীনভাবে একটা মুক্ত পাখির মত সবাই সবাইকে নিয়ে ইচ্ছামত ঘুরে বেড়াতে পারবেন হাসি আনন্দ ঠাট্টা মশকরা সবকিছুই করতে পারবেন। এমনকি নিজের মনের ভিতরে থাকা সকল কষ্টদায়ক কথা যা অন্য কাউকে বলা সম্ভব না সেগুলো বলে নিজেকে হালকা করতে পারবেন। তো এইসব বিষয়ে বিচার-বিশ্লেষণ করে বলাই যায় যে বন্ধু আমাদের জীবনের সকলেরই প্রয়োজন।

আমি মনে করি একজন বন্ধুর অনেকগুলি গুণাবলী থাকা উচিত তার মধ্যে অন্যতম বন্ধুর মত বন্ধু হতে হবে, সৎ ও নিষ্ঠাবান হতে হবে, এক বন্ধু আরেক বন্ধুর সকল প্রকার বিপদ আপদ অথবা হাসি আনন্দ সবকিছুর মধ্যেই তাকে মন খুলে সহযোগিতা করতে হবে। এছাড়াও মন থাকতে হবে উদার প্রকৃতির, কোন হিংসা অহংকার থাকতে পারবেনা। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বন্ধু আরেকজন বন্ধু জন্য তার জীবন বাঁজি রাখার ক্ষমতা থাকতে হবে। সর্বশেষে বলবো ভালো মানুষের মত মানুষ হতে হবে। তবে এক্ষেত্রে শুধু একজনের থাকলেই চলবে না প্রত্যেক বন্ধুরই প্রত্যেকের জন্য এসবগুলো গুণাবলী থাকা প্রয়োজন তাহলেই বন্ধুত্ব থাকবে আজীবন অটল।

1000030999.jpg
[আমার ছেলে ও তার বন্ধু]

প্রতিযোগিতার পোস্টে আপনি ঠিকই লিখেছেন যে আমরা মনে করি সে ছোটবেলা থেকেই যে বন্ধুগুলো তৈরি হয় তারাই আমাদের বন্ধু, আসলে এটা একদম ঠিক নয় আমাদের যেকোনো সময় যে কোন মুহূর্তে যেকোনো কারোর সাথে বন্ধুত্ব তৈরি হতে পারে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে যার উঠা, বসা, থাকা ও খাওয়া তার সাথে যে কোন মুহূর্তে হয়ে যায়। সেটা কখনোও বলে কয়ে হয় না, কখন যে হয়ে যায় তা আমরা নিজেরাও টের পাই না। আমি মনে করি আমাদের পরিবারের মধ্যে প্রত্যেকেই সবচেয়ে ভালো এবং কাছের বন্ধু হচ্ছে আমাদের নিজেদের বাবা-মা এবং তারপরে হচ্ছে আমাদের পুরো পরিবার। আসলে পরিবার থেকে আমরা আমাদের যেই সহযোগিতাগুলো পাই তা অন্য কোথাও পাওয়া যাবে না। পরিবারে আমরা আমাদের সবকিছুই পেয়ে থাকি খুব সহজেই যা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এজন্য আমি মনে করি বাবা মা এবং পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। এরপরে আমাদের সহপাঠী, সহযোগী ও কলিগ থেকে শুরু করে সর্ব পর্যায়ে আমাদের বন্ধুত্ব তৈরি হয়ে থাকে। এদের থেকে তৈরি হওয়া ভালো বন্ধুত্ব আমাদের জীবনকে করে তোলে আরো সুন্দর সুশৃংখল ও আনন্দময়। তবে এই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো মনের ও গুণান্বিত বন্ধুত্ব হওয়া প্রয়োজন।

তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার পোস্টটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পোস্টটি পড়ে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা অবিরাম।

Invited friends
@rahnumanurdisha @isratmim @razuahmed

ধন্যবাদান্ত
@alauddinpabel
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments