Better life with steem. The diary game. 08/11/2023.. the busy day.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

FunPic_20231108_214721318.jpg

আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।
তারপর সকালের খাবার খাই।

20231108_072731.jpg

সকালের খাবার খেয়ে আমি অফিসের দিকে রওনা করি। আমার বাসা থেকে হেঁটে হেঁটে অফিসের কাছে যেতে হয়। হেঁটে যেতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে। সকাল সাতটা ৪৩ মিনিটে অফিসের মধ্যে প্রবেশ করি।

20231108_074638.jpg

20231108_074631.jpg

নির্ধারিত সময়ের ১৫ থেকে ১৮ মিনিট আগে অফিসের মধ্যে প্রবেশ করায় অফিস খুব ফাঁকা ফাঁকা লাগলো। হাতেগোনা কয়েকজন লোক এসেছে অফিসের মধ্যে। অফিসের মধ্যে প্রবেশ করে আমার মেশিনের কাছে চলে আসলাম। প্রতিদিনের মতো মেশিন ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আশপাশের ময়লাগুলো পরিষ্কার করে আমি আমার চেয়ারে বসে পড়লাম। বসে দুই তিনটা ছবি উঠিয়ে নিলাম। তারপর আমি আমার কাজে মনোযোগী হলাম। এই কাজগুলো খুবই কঠিন কাজ। এই সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতে হয়। আমি যে সেকশনে কাজ করি সেই সেকশনের নাম লিংকিং সেকশন। এখানে আমি বেশ কয়েক বছর যাবত কাজ করে আসছি। বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪৫ লক্ষ লোক কাজ করে আসছে। বাংলাদেশের মোট তিনটি খাত কবি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে কৃষি খাত দ্বিতীয়ত হচ্ছে প্রবাসীদের পাঠানো টাকা এবং তৃতীয়ত হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। এই তিনটির উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই এদেশে এই তিন বিষয়ে সরকার খুবই সহনশীল অবস্থায় রয়েছে।

20231108_131343.jpg

দুপুর একটার সময় আমাদের দুপুরের খাবার খেতে সময় দেওয়া হয়। দুপুর একটা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুপুরের খাবারের সময়। দুপুরের খাবার খেতে অফিসের বাহিরে চলে আসলাম। হোটেলে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর একটা দোকানে গিয়ে বসলাম। দোকানের সামনে এখানকার একজন স্থানীয় লোক তার আবাদি শাক-সবজি বিক্রি করছে। সে কত কয়েকদিন যাবত এখানে বসে শাকসবজি বিক্রি করে আসছে। তার উৎপাদিত শাকসবজি কাঁচা বাজার গুলো খুবই ভালো হয়। আমাদের অফিসের অনেক এখান থেকে টাটকা শাকসবজি ফুলকপি কাঁচা মরিচ লাউ কিনে থাকে। সুস্থ থাকতে হলে শাক-সবজি খাওয়াটাও জরুরি। তাই বেশিরভাগ লোক তার কাছ থেকে শাকসবজি ক্রয় করে থাকে। সে দুপুর একটা থেকে দুইটার মধ্যে তার সমস্ত শাকসবজি এবং অন্যান্য কাঁচা তরকারি বিক্রি করা শেষ করে থাকে।

20231108_131713.jpg
একটা ৩০ মিনিটের দিকে আমি অফিসের মধ্যে প্রবেশ করলাম। অফিসের মধ্যে প্রবেশ করে জানালার কাছে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। জালানা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি বিদ্যুৎ বিভাগের লোক এসে এখানকার বৈদ্যুতিক ট্রান্সফর্মার গুলো মেরামত করছে। এগুলো দেখে আমি আমার কাজের জায়গায় চলে আসলাম।

20231108_152508.jpg

20231108_151608.jpg
দুপুর দুইটা থেকে কাজ করতে করতে বিকেল সাড়ে তিনটা বেজে গেল। হঠাৎই শুনতে পেলাম আমাদের পার্শ্ববর্তী অফিস গুলোর মধ্যে ছুটি ঘোষণা করা হচ্ছে। ছুটি দেওয়ার কারণ হচ্ছে বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন যাবত অস্থিরতা বিরাজ করছে। তাই আমাদের অফিসেও ছুটি ঘোষণা করে দিল। ছবিতে যে দেখতে পারছেন তারা আমাদের অফিসের লোক সবাই যার যার গন্তব্য পেয়ে চলে যাচ্ছে। আমিও আমার গন্তব্যের দিকে চলে আসলাম।

20231108_200843.jpg

20231108_200740.jpg
রাত আটটার দিকে আমি রাতের খাবার খেয়ে নিলাম। তারপর একটা দোকানে গিয়ে আমি জনি ভাই এবং নজরুল ভাই মিলে তিনজনে রং চা খেয়ে নিলাম। সেখানে বসে কিছুক্ষণ গল্প করলাম। আগামীকাল কি আমাদের অফিসে কিরকম অবস্থা বিরাজ করবে তা নিয়ে কথা বলে নিলাম। অবশেষে জানতে পারলাম আমাদের অফিস আগামীকালকে ছুটি ঘোষণা করা হয়েছে। অফিসের মধ্যে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্যই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এসব কথা শেষ করে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে নিলাম।

20231108_194027.jpg

আমাদের বাসার পাশের বাসায় গত তিনদিন যাবত এই লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। সেখানে কারো একজনের বিবাহর অনুষ্ঠান হবে। সেজন্য খুব সুন্দর করে ডেকোরেটিং করা হয়েছে। এই ছিল আজকে আমার সারাদিন।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment