Better life with steem.. the diary game..09/11/2023.. the simple day..

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। আজকে ৯ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

GridArt_20231109_223516416.jpg

আজকে সকাল ৮:৪০ মিনিটে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুই। আজকে অফিস বিশেষ কারণবশত বন্ধ থাকাই অলসভাবে বাসায় বসে ছিলাম। সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে সকালের খাবার খাই।

20231109_115200.jpg

20231109_115150.jpg

সকালে হোটেল থেকে খাবার খেয়ে বাসায় এসে পড়ি। বাসায় এসে কিছুক্ষণ গল্প করি। তারপর বাসায় একজন কবুতর পালন করে সেখানে গিয়ে ভিতরের কিছু ছবি উঠিয়ে নিলাম। কবুতর শান্তির প্রতীক হওয়ায় এ পাখিটি খুবই ভালো লাগে।

20231109_142935.jpg

20231109_142910.jpg

বাসায় কিছুক্ষণ বসে থাকার পর রুমটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর কাপড় গুলো গুড়া সাবান দিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর কাপড় গুলো ধুয়ে দিলাম। কাপড় গুলো ধুয়ে পাশে ছাদে গিয়ে রোদে শুকাতে দিলাম। আজকে রোদের পরিমাণ অনেক ভালো। সে সাথে হালকা বাতাস রয়েছে। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে আশপাশের কিছু ছবি উঠিয়ে নিলাম। উপর থেকে আশপাশের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগলো।

20231109_143121.jpg

ছাদের পাশেই একটা জায়গায় সিম গাছের জাংলা দেওয়া হয়েছে। কিছু বাঁশ দিয়ে এক ধরনের উঁচু মাচাকেই আমাদের আঞ্চলিক ভাষায় জাংলা বলা হয় উপরে লাউ গাছ বা সিম গাছ অন্যান্য শাকসবজি কাজগুলো উঠিয়ে দেওয়া হয়। শিম গাছ গুলোতে এখন ফুল আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফলন শুরু হয়ে যাবে। সিম গাছের কিছু ছবি তোলার পর আমি আবারো আমার রুমে চলে আসলাম।

20231109_133651.jpg
রাস্তায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমাদের সাথেই কাজ করে মোঃ বাদশা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে তার মাথার চুল কাটার জন্য সেলুনের সামনে দাঁড়িয়ে রয়েছে। ছবিতে যে লোকের ছবি দেখতে পারছেন তার নাম মুহাম্মদ বাদশা মিয়া। তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আমি আমার বাসায় চলে আসলাম।

20231109_162911.jpg
আজকে অফিস বন্ধ থাকায় সারাদিন বাসায় বসে ছিলাম। বিকেল দিকে আমরা কয়েকজনে মিলে ফাঁকা মাঠে ঘুরতে গেলাম। যাওয়ার পথে দেখতে পেলাম এখানে ঈদগাহ মাঠে স্থানীয় কিছু পোলাপান ফুটবল খেলতেছে। ফুটবল খেলা দেখে ফুটবল খেলতে ইচ্ছে করল। কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় ফুটবল খেলা হলো না।

20231109_164756.jpg

ফুটবল খেলা দেখতে দেখতে আমরা পাশের একটা মাঠে গিয়ে বসলাম। সেখানে বসে আমরা সবাই খোশ গল্প শুরু করলাম। সবাই খুব হাসাহাসিতে ভক্ত ছিলাম।

20231109_165523.jpg
বসে থাকতে থাকতে একজনে বাদাম কিনে নিয়ে আসলো। তারপর সবাই মিলে বসে বাদাম খেলাম। বাদাম খেয়ে সেখানে বেশ কিছুক্ষণ সময় বসে ছিলাম। অনেকদিন পর বিকেল বেলা খোলা মাঠে বসতে পেরে সবারই খুবই ভালো লাগলো। সন্ধ্যা হলে আমরা সবাই মাঠ থেকে চলে আসি। রাত আটটার দিকে রাতের খাবার খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার সারা দিন।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment