Better life with steem.the diary game.16/07/2023. simple day..

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230717_151810996.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি। তারপর গোসল করি। তারপর সকালের খাবার খাই। খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা করি। আমার অফিস কিছুটা দূরে হওয়ায় প্রতিদিনের মতো একটা অটো রিক্সার মাধ্যমে যেতে হয়। অফিসের মধ্যে ঢুকে কিছু লোকের সাথে কুশলাদি বিনিময় করলাম। আজকে অফিসের মধ্যে কোন কাজ কাম নাই। দুই তিন দিন কাজ খুবই কম থাকবে।

20230715_110015.jpg
কাজ না থাকায় কয়েকজন মিলে একসাথে বসে গল্প শুরু করলাম। সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম। সবার পারিবারিক অবস্থা কেমন চলতেছে তা নিয়ে আলোচনা করলাম। তারপর বেলা 11 টার দিকে অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে নিলাম। বাড়িতে কিছু কাজ আছে সেজন্য দুপুর একটা দিকে বাসা থেকে বের হয়ে রওনা দিলাম।

20230715_144746.jpg
গাজীপুর চৌরাস্তা থেকে বাসের মাধ্যমে প্রথমে ময়মনসিংহ জেলার ভালুক এলাকায় গিয়ে পৌঁছালাম। সেখানে কিছু কাজ আছে সেজন্য ভালুকায় নেমে সে কাজের উদ্দেশ্যে চলে গেলাম।

20230715_153844.jpg
ভালুকা পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডে নেমে পড়লাম। সেখান থেকে একটা অটো রিক্সার মাধ্যমে আমার গন্তব্যে চলে গেলাম। গন্তব্যস্থানে গিয়ে কাজগুলো সেরে নিলাম। তারপর আর একটা অটো রিক্সার মাধ্যমে আবারো মেইন রোডের পাশে আসলাম। সেখান থেকে আর একটা বাসের মাধ্যমে জামালপুরের দিকে রওনা করলাম।

20230715_173402.jpg
ঢাকা থেকে ময়মনসিংহ রোড দিয়ে জামালপুরে রাজিব বাস চলাচল করে বেশি। আধা ঘন্টা পর পর একটা করে বাস পাওয়া যায়। তারপর একটা রাজিব পাশের মধ্যে উঠে আমি আমার এলাকায় চলে আসলাম। ভালুকা থেকে জামালপুরের বাস ভাড়া ২০০ টাকা। জামালপুর বাসস্ট্যান্ডে এসে বাস থেকে নেমে পড়লাম। তারপর আরেকটা অটো রিক্সার মাধ্যমে জামালপুর শহর থেকে বাড়ির দিকে রওনা করলাম। রাজিব বাস স্ট্যান্ড থেকে বাড়িতে আসতে অটো ভাড়া প্রায় ৩০ টাকা লেগে গেল। বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম।

20230715_192250.jpg
খাওয়া-দাওয়া শেষ করে একটা কাজের জন্য আবারো জামালপুর শহরে চলে গেলাম। সেখানে গিয়ে কাজগুলো করে নিলাম। কাজগুলো শেষ করে আবারো বাড়ির দিকে রওনা হলাম। রাত ৯ টার দিকে বাড়িতে এসে পৌছালাম। বাড়িতে এসে আবারো হাতমুখ ধুয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। খাবার শেষ করে সবার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম। আলাপ শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর ঘুমাতে চলে গেলাম। এ ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মত এখানে ই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments