Better life with steem. The diary game. 22/11/2023.. the busy day.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20231122_073755.jpg

আজকে সকাল ৬ টা ৪০ মিনিটে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নেই। সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা শুরু করি। আমাদের অফিসের কার্যক্রম সকাল আটটা থেকে শুরু হয়। সেজন্য ৭:৪০ বা ৭:৪৫ মিনিটের মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হয়।

20231122_133711.jpg

বাসা থেকে বের হয়ে অফিসের দিকে হাঁটতে শুরু করলাম। ৭ থেকে ৯ মিনিটের মত হেঁটে অফিসের মধ্যে প্রবেশ করলাম। অফিসের মধ্যে ঢুকে ফেস পাঞ্চ করে নিলাম। এই সিস্টেমে আমাদের হাজিরা গণনা করা হয়ে থাকে।

20231122_135347.jpg
অফিসের মধ্যে প্রবেশ করে শুরুতেই আমি আমার মেশিন পরিষ্কার করে নিলাম। তারপর বসার চেয়ারটাও পরিষ্কার করলাম। তারপর কাজে মনোযোগী হলাম। সকাল থেকে কাজ খুবই মনোযোগ সহকারে করতে হচ্ছে। কারণ কাজগুলো কবি কঠিন এবং সময় সাপেক্ষ।

20231122_135356.jpg
একটানা দুপুর একটা পর্যন্ত কাজ করে দুপুরের খাবার খেতে বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে পুনরায় অফিসের মধ্যে চলে গেলাম। দুপুর দুইটার কিছুক্ষণ আগেই অফিসের মধ্যে প্রবেশ করেছি। আমাদের ফ্লোরে তখনো বৈদ্যুতিক লাইন দেওয়া হয়নি। যার কারণে ফ্লোর এর মধ্যে অনেক অন্ধকার দেখাচ্ছে। একটা ৫৫ মিনিটে বৈদ্যুতিক লাইন দিয়ে দেওয়া হলো। তারপর সবাই কাজ করা শুরু করলো।

20231122_145006.jpg
তিনটার দিকে আমার একটা আঙ্গুল কেটে গিয়েছে। কাটা জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মেশিনে এসে ধীরে ধীরে কাজ করতে শুরু করলাম। আমাদের মেশিনের নিডেলগুলো খুবই দারালো হয়ে থাকে। মেশিনের নিডেল দিয়েই আমার হাত কেটে গিয়েছে। যারা সোয়েটার সম্পর্কে জানাশোনা আছে তারাই বলতে পারবে এই মেশিনগুলোর নিডেল কতটা ধারালো।

20231122_153439.jpg
আমার হাতের আঙ্গুল কেটে যাওয়ার কারণে আমার খুবই অসুবিধা হচ্ছে। সেজন্য আমি আমার মেশিন থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। একটা সময়ে আমি আমাদের অটো সাইট মারা মেশিনগুলোতে এসে বসলাম। সেখানে এক অপারেটর সাইট জয়েন্ট এর কাজ করিতেছে। সেই অপারেটরের নাম মোঃ রাজু মিয়া। তার সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর মেশিনে এসে কাজ করা শুরু করলাম।

20231122_201431.jpg
আমি কাজ চেক করাইবার জন্য ইনস্পেকশন টেবিলে কাজ দেখে আসছিলাম। কাজ যে করে ইন্সপেক্টর সাহেব আমাকে ডেকে নিয়ে আসলো। ছবিতে যে লোককে দেখতে পারছেন সে আমাদের ইনস্পেকশন। তার কাছ থেকে কাজগুলো বুঝে নিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে জমা দিয়ে আসলাম। তারপর আমি আমার মেশিনে চলে আসলাম।

20231122_230452.jpg

অফিসের কাজ শেষ হলে বাসায় এসে হাতমুখ ধুয়ে নেই। তারপর রান্নার কাজ শুরু করি। রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। রাত বারোটার দিকে বিছানায় ঘুমাতে চলে গেলাম। এ ছিল আজকে আমার সারা দিন।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments