Better life with steem.the diary game. 26/05/2023.simple day .

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230527_132842907.jpg
আজকে সকাল ৫ টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি। তারপর আমার হাত মুখ ধুই। হাত মুখ ধোয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করি। তারপর কিছু সকালে খাবার খাই। আজকে আমার ধান মাড়াই করার কিছু কাজ ছিল। তাই সকালেই বাড়ি থেকে তার মাড়াই করার জন্য বের হয়ে যায়। আজকে ধান মাড়াই করলে এই বছরের মধ্যে আর ধান মাড়াই করার কোন কাজ নেই। তাই একরকম খুশি নিয়ে কাজ করতে গেলাম। আজকে কাজ করলেই কাজ আর নেই তাই ভেবে মনে মনে খুশি হলাম। তারপর ধান মাড়াই করা শুরু করলাম। অল্প কিছু ধান মাড়াই করার বাকি ছিল সেগুলো শেষ করলাম। ধান মাড়াই শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। আজকে কোন বৃষ্টি হয়নি। সূর্যের তাপও বেশ ভাল ছিল। তাই বিশ্রাম নেওয়ার পরে পানি পান করে নিলাম। পানি পান করার কিছুক্ষণ পর কিছু খাবার খেয়ে নিলাম।

20230526_110149.jpg
খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম । তারপর ধানগুলোকে আবর্জনা মুক্ত করার কাজে লেগে গেলাম। দিনের তাপমাত্রা থাকলেও তাপের সাথে বাতাস ও ছিল। বাতাসে মধ্যে ধানগুলো আবর্জনা পরিষ্কার করে নিলাম। এ কাজ করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছিল। তারপর গানগুলোকে রোদে শুকাতে দিয়ে আবার বাড়িতে আসলাম।

20230526_145113.jpg

20230526_145103.jpg
বাড়ির পাশের রাস্তা দিয়ে আমার কাকার খড় মহিষের গাড়ি দিয়ে নিয়ে আসতেছে। তারপর গাড়িটি সাথে ধরে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এনে খড় গুলো গাড়ি থেকে নামিয়ে রাখলাম। আজকে যেহেতু শুক্রবার তাই গোসল করে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিলাম। ১২ঃ৪০ এর দিকে মসজিদে গেলাম।

20230526_144839.jpg

20230526_144744.jpg
মসজিদ থেকে এসে দুপুরের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ কাকার সাথে খড়ের পালা দেওয়ার কাজ করলাম। খড়ের পালা দেওয়া খুব একটা কঠিন কাজ। খড় গুলো ধরতে খুবই বিরক্তি লাগে। তারপরেও কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে করতেই হয়। বাঁশ দিয়ে খড়গুলো আমার কাকা পালার উপরে তুলে দেয়। তারপর আমি আমার ধান শুকাতে দেওয়ার জায়গায় চলে গেলাম।

20230526_145956.jpg
ধান গুলো পা দিয়ে ওলটপালট করে দিয়ে একটা গাছের নিচে বসে রইলাম। সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। তারপর ধানগুলোকে জড়ো করলাম। ধানগুলোকে একত্রিত করার পর ধানগুলোকে বস্তার মধ্যে উঠালাম। তারপর সকল বস্তার মুখগুলো রশি দিয়ে বেঁধে নিলাম যাতে কোন ধান পড়ে না যায়।

20230526_162548.jpg
ধানগুলো বস্তার মধ্যে ওঠাবার পর বস্তাগুলোকে মাথায় করে বাড়িতে নিয়ে আসা শুরু করলাম। বাড়ির সাথে ধানের ক্ষেত ছিল বিধায় ধানগুলোকে মাথায় করে বাড়িতে নিয়ে আসা গেল। কিছুক্ষণ ধানের বস্তা গুলোকে বাড়িতে নিয়ে আসলাম। তারপর গোসল করে নিলাম। গোসল করার পর আবারো কিছু খেয়ে নিলাম।

20230526_184734.jpg

20230526_184716.jpg
কিছু খাওয়া-দাওয়ার পর বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে কিছু বাজার করলাম। আমার সাথে আমার চাচাতো ভাই মোঃ শাহিনুর রহমান এবং আরেক ভাই মোঃ মোতালেব হোসেন ভাইয়ের দেখা হয়ে গেল। পরে তিন ভাই মিলে কিছু বাজার করলাম। বাজার করতে করতে মোহাম্মদ ইকবাল হোসেন কাকার সাথে দেখা হল। তারপর তাদের সাথে কিছু ছবি তুললাম। সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাতমুখ ধুলাম। রাত নয়টার দিকে রাতের খাবার। এই ছিল আমার সারাদিনের কার্যক্রম।

আমার পোস্টটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments