Better life with steem. the diary game.3/1/2024/. My busy day.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

20240103_144934.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি। তারপর সকালের খাবার খাই।

20240103_103659.jpg

20240103_103536.jpg
সকালের খাবার খেয়ে আমি আমারই জমিগুলো আজকেও দেখতে চলে গেলাম। সেই সাথে মরিচ তোলার জন্য কিছু শ্রমিক নিতে হবে সেই শ্রমিকদের সাথে কথা বলতেও চলে গেলাম। আজকেও সকালে বেশ ভালো ঠান্ডা পড়েছে। সকাল সকাল জমিগুলোর মধ্যে হাটতে খুবই ঠান্ডা অনুভূত হলো। শ্রমিকদের সাথে কথা বলা শেষ করে পুনরায় আমি আমার বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বসে রইলাম। তারপর দুপুর দুইটার দিকে গোসল করে নিলাম।

20240103_144934.jpg

20240103_141842.jpg

গোসল করা শেষ হলে দুপুরের খাবার খেয়ে আমি আমার বাজারের উদ্দেশ্যে রওনা করলাম। বাজারে এসে একটা হোটেলে কিছু খাবার কিনে নিলাম। খাবারগুলো বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপর একটা দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা শেষে আমি জামালপুর শহরের উদ্দেশ্যে রওনা করলাম।

20240103_153512.jpg

জামালপুর শহরে এসে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করতে হলো। এসব ক্রয় করে এটিএম বুথে গিয়ে ব্যবসার জন্য ৫০০০০ টাকা উঠিয়ে নিলাম। তারপর আর একটা অটো রিক্সার মাধ্যমে জামালপুর শহর থেকে আমাদের বাজারে চলে আসলাম।

20240103_184142.jpg

20240103_184133.jpg
বাজারে এসে প্রতিদিনের মতো আজকেও মরিচ ক্রয় করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। মরিচ ক্রয়ের মধ্যে ক্রেতাদের সাথে বিক্রেতাদের অনেক কথা কাটাকাটি হয়ে থাকে। মাঝেমধ্যে ঝগড়া পর্যায়ে চলে যায়। সেগুলোকে নিয়ন্ত্রণ করেই বাজারে মরিচ ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।

20240103_202400.jpg

20240103_184152.jpg

20240103_184142.jpg
মরিচগুলো ট্রাকের মধ্যে ভরা শুরু হয়ে গেল। রাত আটটার মধ্যে মরিচগুলো ট্রাকের মধ্যে ভরে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেল। তারপর আমরা আমাদের আজকের চূড়ান্ত হিসেবে বসে পড়লাম। সকল হিসাব শেষ করে রাত দশটা আটচল্লিশ মিনিটে বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে রাত 11 টার দিকে রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলকে আবারও সালাম জানিয়ে আজকের মত এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments