Better life with steem.. the diary game..30/10/2023.. busy day.

center>

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।

আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমি আমার দাঁত ব্রাশ করি । তারপর হাত মুখ ধুয়ে নেই। সকালের কিছু খাবার খেয়ে আমি আমার কৃষি ক্ষেতে কাজ করার জন্য চলে যাই।

GridArt_20231030_190601112.jpg
বাড়ি থেকে আমার ক্ষেতের দিকে রওনা করি। বাড়ি থেকে আমার সেই ক্ষেতে যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১২ মিনিট। হেঁটে হেঁটে গিয়ে ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করলাম।

20231030_074717.jpg

20231030_074656.jpg
এই ড্রেন পরিষ্কার করার কাজ মোটামুটি অনেক কষ্টকর। মরিচের চারা গুলোতে পানি দেওয়ার জন্য এই ড্রেনটি পরিষ্কার করতে হচ্ছে। সকাল সকাল এই কাজটি করছি কারণ দিনের তাপমাত্রা বাড়লে এই কাজ করতে কষ্ট আরো বেড়ে যায়। যার কারণে সকাল সকালে কাজটি শেষ করতে চাচ্ছি। প্রথমে ড্রেনের দুই সাইট টা হালকা করে কোদাল দিয়ে কেটে নিলাম। তারপর মাঝখান থেকে ঘাস ও মাটি উপরে তুলে ফেললাম। দুপাশ থেকে ঘাস কেটে ফেলার কারণ হচ্ছে কিছুদিন পর ড্রেনের মধ্যে পানি চলাচল খুবই ব্যাহত হয় সেজন্য ঘাস গুলো কেটে উপরে তুলে ফেলতে হয়। ড্রেন সম্পূর্ণ পরিষ্কার করে তৈরি করতে তিন ঘণ্টার মতো সময় লাগে আমার। সকাল ১১ টার দিকে আবারো খাবার খেয়ে নেই। তারপর মেশিন স্টার্ট করে পানি দেওয়া শুরু করলাম।

20231030_114054.jpg

20231030_114044.jpg
পানি ক্ষেতের মধ্যে ছেড়ে দুই সাইডে খুব ভালো করে খেয়াল করতে হয়। পানি যেন অন্য ক্ষেতের মধ্যে না যায় সেজন্য খেয়াল করে দেখতে হয়। ক্ষেতের মধ্যে যেখানে উঁচু সেখানে পানি উঠে না সেখানে একটা বাতি দিয়ে পানি সেঁচে সেচে দিতে হয়। এভাবে পানি দেওয়া শুরু হয়ে গেল। ক্ষেতের মাঝে মাঝে সেচ দিলাম। যেখানে স্বাভাবিক পানি না পৌঁছায় সেখানে একটা বাটির মাধ্যমে পানিগুলো নিয়ে সেখানে ভিজিয়ে দিলাম। যে ক্ষেতটা ঢালু সেটার মাঝে মাঝে নতুন করে আইল বাতোর বেঁধে দিলাম যাতে পানি সম্পূর্ণ খেতে ভালোভাবে হয়। দুপুর আড়াইটার দিকে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর পানি দেওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর আমি গাজীপুর আসার জন্য তৈরি হলাম।

20231030_170514.jpg
বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে একটা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো রিক্সা আসলো। তারপর অটোর মাধ্যমে বাসস্ট্যান্ডে চলে আসলাম। বাসস্ট্যান্ডে এসে বাসের মধ্যে উঠে পড়লাম।

20231030_180800.jpg
বাসের মধ্যে উঠে আমি আমার আসনে বসে পড়লাম। তারপর সাড়ে চার ঘণ্টা জার্নি করার পর বাসায় চলে আসলাম। হোটেল থেকে রাতের খাবার খেয়ে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে নেই। তারপর কিছুক্ষণ রুমমেটদের সাথে আলাপ আলোচনা করি। রাত সাড়ে ১১ টার দিকে ঘুমাতে চলে যাই। এই ছিল আজকে আমার সারাদিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সবার প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ।

আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments