Profession I would be in now if my childhood dream came true - A lawyer..

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজকের যে প্রতিযোগিতা তার নাম হচ্ছে শৈশবের স্বপ্ন সত্যি হলে আমি যে পেশায় নিয়োজিত থাকতাম। আমি একজন আইনজীবী হতে চেয়েছিলাম। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও। তখন আমি বলেছিলাম আমি বড় হয়ে একজন আইনজীবী হব। আজকের এই প্রতিযোগিতা আয়োজন করেছেন @msharif sir.

lawyer-g1005ee6db_1920.jpgsource pixaby

আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন আমার এক স্যার ক্লাসের সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা বড় হয়ে কে কি হতে চাও। কেউ বলল ডাক্তার হবে আবার কেউ বলল পুলিশ হবে আবার অনেকে বললেন ক্রিকেটার হবেন। জিজ্ঞেস করতে করতে শিক্ষক যখন আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি বড় হয়ে কি হবা তখন আমি স্যারকে বলেছিলাম আমি বড় হয়ে একজন আইনজীবী হব। আমাদের শ্রেণীতে তখন মোট প্রায় ২৫ থেকে ৩০ জন বালক বালিকা ছিল। তখন আমার রোল নং ছিল কত তা আমার এখন মনে নেই। অনেকের অনেক কিছু হবার শখ থাকে। সেই শখ বা ইচ্ছা থেকেই আমার ইচ্ছা ছিল আমি একজন আইনজীবী হব।

শৈশবে যে পেশায় যোগ দিতে চেয়েছিলাম এবং কেন?

শৈশবে আমি আইনজীবী পেশার যোগ দিতে চেয়েছিলাম কারণ আমার কাছে খুব ভালো লাগতো। আমাদের গ্রামে কোন আইনজীবী ছিল না। কেউ যখন কোন সমস্যায় পড়তেন তখন তারা শহরে চলে যেতেন। জমি নিয়ে যখন কোনো সমস্যায় পড়তেন তখন আইনজীবীর কাছে চলে যেতেন। আমি যখন মোটামুটি বুঝতে শিখলাম তখন দেখি আমাদের একটা জমি নিয়ে সমস্যায় পড়লো। তখন আমার বাবা চাচা এবং দাদা মিলে শহরে এক আইনজীবীর কাছে সমস্যা সমাধানের জন্য বুঝতে চলে গেলেন। এভাবে কয়েকদিন আইনজীবীদের কাছে গিয়ে বুঝেশুনে সমস্যার সমাধান করেন। গ্রামের মধ্যে যখন কোন মারামারি হত হওয়ার পর যখন মামলা মোকদ্দমা হতো তখনো আইনজীবীর কাছে যেত। আইনজীবী হওয়ার অন্যতম কারণ হচ্ছে আইনজীবী যখন কোন সমস্যার জন্য কোন এক জায়গায় যেত বা আমাদের পাড়ার মধ্যে আসতো তখন খুব সুন্দর গুছিয়ে কথা বলতেন। এবং অনেক উদাহরণ দেখিয়ে কথা বলতেন যা আমাকে আইনজীবী হতে অনুপ্রাণিত করেছে। এসব কারণে আমি একজন আইনজীবী হতে চেয়েছিলাম।

সেই স্বপ্ন পূরণ না হওয়ার পিছনে কারণ গুলো কি? আর স্বপ্ন পূরণ হলে এখন আমি কি আমার স্বপ্নের পেশায় জড়িত?

শৈশবের স্বপ্নের পেশায় আমি নিয়োজিত হতে পারিনি। অনেক বাধা বিপত্তির মধ্যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারেনি। শৈশবের স্বপ্ন পূরণ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত কারণ হচ্ছে আমি যখন প্রাইমারি শেষ করে উচ্চ বিদ্যালয়ে যাই তখন থেকেই আমি অনিয়মিত ছাত্র হয়ে পড়ি। অনিয়মিত ছাত্র হওয়ার পিছনে কিছু কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ হলো সংসারের কাজকর্ম করা। আমার বাবা একজন ছোট ব্যবসায়ী ছিলেন। যার কারণে আমার বাবা সংসারের কাজ করতেন না। আমার কোন বড় ভাই ছিল না। যার কারণে আমাকে অনেক কাজকর্ম করতে হতো। যেমন শ্রমিক নিলে শ্রমিকদের খাবার নিয়ে যাওয়া। এবং কোন ক্ষেতে কখন শ্রমিক নিতে হবে এইসব দেখা। জমিতে হাল চাষ করা। জমিতে চারা রোপন করা। এবং জমিতে আগাছা তুলে ফেলার কাজ করতে হতো। এসব কারণে আমি নিয়মিত বিদ্যালয়ে যেতে পারতাম না। যার কারণে দিন দিন খুব খারাপ ছাত্রের তালিকায় নাম উঠতে থাকলো। যার কারনে পড়াশোনা টাও ভালোভাবে করতে পারিনি। পড়াশোনা ভালোভাবে না করতে পারায় আমি আমার স্বপ্নের পেশায় নিয়োজিত হতে পারলাম না।

আমার বর্তমান পেশা এবং শৈশবের স্বপ্নের পেশার মধ্যে পার্থক্য কি?

আমার বর্তমান পেশা এবং শৈশবের স্বপ্নের পেশার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। বর্তমানে আমি একজন গার্মেন্টস কর্মী এবং কৃষক। আমি সোয়েটারের কাজ করে থাকি। আমি প্রায় ১২ বছর যাবত সোয়েটারে একজন লিংকিং অপারেটর হিসেবে নিয়োজিত ছিলাম। সেখানে কাজ করার ফাঁকে ফাঁকে বাড়িতে এসে সংসারের কাজও করতাম। সোয়েটারের ছয় থেকে সাত মাস ভালো কাজ থাকে। ৪ থেকে ৫মাস কাজের পরিমাণ অনেকই কমে যায়। তখন বাড়িতে এসে সংসারের কাজ করতে হত। সোয়েটারের কাজ অনেক পরিশ্রমের হয়ে থাকে। সকাল আটটা থেকে অফিসের কাজ শুরু হলে শেষ হয় প্রায় রাতের দশটা বা বারোটা। কিছু কিছু রাতে সারা রাতে কাজ করতে হয়। এবং ছুটির দিনেও কাজ করতে হতো। যা খুবই কষ্টকর ছিল। এখন বছরে চার থেকে পাঁচ মাস আমি সোয়েটারে চাকরি করি। বাকি সময় আমি সংসারের কাজ করি। যা আমার স্বপ্নের পেশার মধ্যে অনেক পার্থক্য। একজন আইনজীবীর কাজ এবং একজন গার্মেন্টস কর্মী বা কৃষকের কাজ আকাশ-পাতাল পার্থক্য। একজন গার্মেন্টস কর্মীর সকাল শুরু হয় সকাল আটটা থেকে আর একজন আইনজীবীর সকাল শুরু হয় সকাল 9 টা থেকে। একজন গার্মেন্টস কর্মীর অফিসের কাজ শেষ হয় রাত দশটা বা বারোটার সময়। আর একজন আইনজীবীর অফিসের কাজ শেষ হয় বিকেল চারটা বা পাঁচটার মধ্যে। অনেক চেষ্টার পরেও যখন স্বপ্নের পেশায় নিয়োজিত হতে পারিনি তাই বর্তমানে যে পেশায় আছি এটাকেই ভালো মনে করে করতে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন। আমি আমার এই বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@radoan @monirm @rabeya1 @sheponpal.

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments