স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির সবার জন্যে স্টিমিট কার্যক্রম !

আসসালামু আলাইকুম আমি আল-আমিন।আজ আমি আমার দেখা একটি সুন্দর কার্যক্রম আমি আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি সবার ভালোলাগবে।

Orange Yellow and Green Illustrated Kids Growth Activity Instagram Post.png
[made by canva

সবার জন্যে স্টিমিট!

স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে একটি নিয়মিত কার্যক্রম হচ্ছে সবার জন্যে স্টিমিট। আসলে বর্তমানে সবচাইতে যে জিনিসটার অভাব মানুষ বোধ করে সেটা হলো সঠিক গাইড লাইনের অভাব।আমাদের মতন অনেকেই স্টিমিটে যোগদেয়। বুঝে নাবুঝে অনেকেই অনেক ভাবে এই প্লাটফর্মে আসে। ব্যবহারকারীদের জন্যে সঠিক গাইডলাইন পাওয়াটা তখন খুবই প্রয়োজনীয় হয়ে দাড়ায়। আমরা স্টিমিটের অনেক সদ্স্যের কাছে কৃতজ্ঞ যে তারা তাদের মতন করে সুন্দর সুন্দর অনেকগুলো গাইড লাইন আমাদের জন্যে লিখে রেখেছেন কিন্তু একজন নতুন আসা ব্যবহারকারীকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দেয়া হয় যে এই লেখাটা পড়লে আপনি স্টিমিটের সঠিক নিয়মনীতি জানতে পারবেন ও শুদ্ধ ভাবে ব্যবহার করতে পারবেন ততক্ষন ওই লেখাগুলোর সুফল নতুন ব্যবহারকারী জানতেও পারেনা । আসলে ভাষাগত সমস্যা একটা বিষয়। নতুন আসার কারনে তারা সাহসের অভাবে বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে তার কি করা উচিৎ। অনেক গুলো কমিউনিটিতেই কিছুনা কিছু গাইডলাইন রয়েছে তবে স্টিম ফর বাংলাদেশের কমিউনিটির বর্তমান উদ্যোগটা একেবারেই অসাধারন।

Orange Yellow and Green Illustrated Kids Growth Activity Instagram Post.gif
Made by canva

উদ্যোগের শুরু - সবার প্রথমে আমি কমিউনিটির মডারেটর মোস্তফা জামান স্যারের কথা দিয়ে শুরু করতে চাই। তিনি সর্বপ্রথম উদ্যোগ নেন যে বাংলাদেশী কমিউনিটির লেখকদের সাধারন ভুলভ্রান্তি দুর করে কিভাবে তাদের জ্ঞান বাড়িয়ে একটি দক্ষ ব্যবহারকারীর কমিউনিটিতে রুপান্তর করা যায়। অবশ্যই এটি একটি মহৎ উদ্যোগ। কারন আমি নিজেই অনেক ছোট বড় বিষয় জানতাম না। আমি burnsteem25 সহ মার্কডাউন, বেনিফিশিয়ারী শেয়ার, হ্যাসট্যাগের প্রকৃত অর্থ ও ব্যবহার, RC ইত্যাদি জিনিস আমি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির ডিসকর্ড এর শিক্ষাকার্যক্রমের মাধ্যমে জানতে পেরেছি। বর্তমানে আরেকজন মডারেটর এনামুল স্যারও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের জ্ঞান বাড়ানোর জন্যে সঠিক গাইড লাইন দিয়ে সহযোগীতা করছেন।

Blue Modern Kids Holiday Club Flyer.png
made by Canva

আজকে আমরা ক্লাব সম্পর্কে ও কিভাবে ক্লাবে থাকতে হয় তা সম্পর্কে রিভিশন দিয়েছি। পাশাপাশি পোস্টের কোয়ালিটি ভালো ও সুদৃশ্য করার জন্যে আমরা স্টাইলিং কোডিং বা মার্ক ডাউন শিখেছি। লেখার রং নিয়ে আলোচনা থেকে রং করা শিখেছি। কিউরেশন এর সময় ও তার মাঝে কতোটুকু সময় পরপর ও দিনে কয়টা ভোট কয়টা কমেন্ট করা একাউন্টের জন্যে ভালো সেটা দুই জন স্যারের কাছ থেকে জেনেছি। এনগেজমেন্ট বাড়ানোর সহজ উপায় গুলো তারা আজ আলোচনা করেছেন। ডায়েরী গেম, এচিভমেন্টগুলো কতোটা গুরুত্বপূর্ন, কমিউনিটিগুলোতে ভেরিফিকেশন পাওয়ার পদ্ধতি আজ আমরা জানতে পেরেছি। সবচেয়ে বড়কথা কারো লেখা বা ছবি কপি করা যাবে না এই মূলমন্ত্র আজকে বারবার উচ্চারিত হওয়ায় তা আত্বস্থ করে নিয়েছি।

WhatsApp Image 2023-05-01 at 23.19.28.jpg
Screenshot Taken by-@aparajitoalamin

কঠোর পরিশ্রম ও লেগে থাকা ছাড়া কোনো কিছুতেই ভালো করা সম্ভব না। স্টিমিটে ভালো করতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য ধরে কাজ করতে হবে।এটাই আজ পুনরায় আলোচনা শেষে একটা সুন্দর বন্ধুত্ব পূর্ন পরিবেশে মোস্তফা জামান স্যারের গানশুনে আজকে সবার জন্যে স্টিমিট এর সেশনটা শেষ করেছি আমরা কয়েকজন।

আসলে জিনিসটা অনেক উপভোগ্য ও শিক্ষনীয়। দেশপ্রেম বোধ হয় একেই বলে। দেশের মানুষ ভুলভ্রান্তি যাতে কম করে এবং তারা যাতে স্টিমিটে ভালো কিছু করতে পারে তার জন্যে বিনাপরিশ্রমিকে নিজের মূল্যবান সময় ব্যায় করে সবার জন্যে স্টিম ফর বাংলাদেশের এডমিন মডারেটররা যে পরিমান শ্রম দিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও সাধুবাদ জানাই

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


--- @aparajitoalamin

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments