Contest-"The Three Desire I Want To Fulfill

Contest-"The Three Desire I Want To Fulfill "

প্রিয় বন্ধুরা আস্সালামুআলাইকুম,আমি @aparajitoalamin
আমি বাংলাদেশ থেকে লিখছি

Orange Watercolor Illustrated Squirrel Warm Wishes Canvas Print.png
Made by Canva

ইচ্ছে হলো একটা মায়াজাল। যার মায়ায় পড়ে মানুষ একটা জালের ভেতরে থেকে মোহাচ্ছন্নভাকে লক্ষ্যপূর্নের জন্যে কাজ করতে থাকে।আজ আমি সুন্দর এই প্রতিযোগীতায় আমার তিনটি ইচ্ছের কথা লিখছি। @enamul17 কে ধন্যবাদ এতো সুন্দর একটি প্রতিযোগীতা আয়োজনের জন্যে

If the Steemit Team gave you three desire, which three desire would you wish for?


pexels-紅-心-16518438.jpg
pexels

যদি স্টিমিট টিম আমাকে তিনটি ইচ্ছা পূরন করবে বলে জানায় তাহলে তাহলে আমার তিনটা ইচ্ছা হবে।

১. আমি পৃথিবীর সেরা স্টিমিটিয়ান হবো
২. স্টিম এর মূল্য হাজার ডলার করে পৌছানো
৩.নতুনদের জন্যে একটি অনলাইন লার্নিং সেন্টার খোলা।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Why did you choose these three desire? Share with us about this.


pexels-magda-ehlers-1329297.jpg
pexels

আমি এই তিনটা ইচ্ছা করার কারন হচ্ছে সবারই নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত। আমি এই প্লাটফর্মে নতুন এসেছি। এখানে অনেক অনেক ভালো ইউজার আছে যাদের স্টিম পাওয়ার অসাধারন ভাবে বেশি। আমারও ইচ্ছে তাদের কাতারে নিজের নামটি দেখা এবং পারলে সবার উপরে নিজের অবস্থান তৈরি করা। এতে সুনাম সম্মানের পাশাপাশি একটা আত্বতৃপ্তি আমার অর্জন হবে।

এর পাশাপাশি প্রতিটা কাজেরই একটা ভালো ফলাফল থাকা উচিৎ।স্টিমিটে কাজ করলে পুরস্কার হিসেবে স্টিম পাওয়া যায়। বর্তমানে আমার দেশের মূল্যমান হিসেবে প্রতিটি স্টিমের মূল্য ১৯-২২ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু যদি স্টিম এর মূল্য একহাজার ডলার প্রতিটি হয় তবে তা আমার দেশি টাকায় এক লক্ষ টাকা হবে প্রতিটির মূল্য। যা আর্থিকভাবে খুবই সহায়ক এবং সকল স্টিমিটিয়ানদের উন্নতি হবে এবং এই প্লাটফর্মটি সর্বাধিক জনপ্রিয় ও প্রচুর ব্যবহারকারী অর্জন করবে। স্টিম অর্জন এখনই বেশ শ্রমসাধ্য বিষয় তখন প্রতিযোগীতাটা আরো বাড়বে এবং লড়াই করে জেতার যে আনন্দ তা বহুগুনে বেড়ে যাবে।

আর পৃথিবীতে অনেক মানুষই আছে যারা অনলাইন জগতে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজেকে সীমাবদ্ধ রেখেছে। তারা যদি জানতো তাদের মাঝের সুপ্তপ্রতিভা বিকশিত করে আয় করা সম্ভব ও বাস্তবজীবনের কঠোর পরিশ্রমের পাশাপাশি ভার্চুয়াল জগতেও পরিশ্রম করলে নিজের একটা শক্তিশালী অববস্থান তৈরি হবে তবে তারা অবশ্যই অনলাইনে কাজ করতে উৎসাহী হতো। তবে তাদের ও সঠিক গাইডলাইনের প্রয়োজন। আমি একটি অনলাইন লার্নিং সেন্টার খুলে পৃথিবীর সেই সকল মানুষের সহযোগীতা করতে চাই যারা বাস্তব জীবনে হতাশ।তাদের কর্মক্ষেত্র তাদের মানসিক শান্তি দিচ্ছে না। অথচ মেধাশ্রমের মাধ্যমে তারা নিজেদের মুক্তির পথ খুজে পেতে পারে। তাদের শিখিয়ে পড়িয়ে নিজেকে নতুনভাবে বাঁচতে শেখার আত্ববিশ্বাস দেয়ার ইচ্ছেটা আমার বহুদিনের।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


If you were given one extra desire which steemain would you dedicate it to? And why?


pexels-liza-summer-6348104.jpg
pexels

আমার যদি আরো একটি ইচ্ছা পূরনের ক্ষমতা থাকতো তবে আমি সেটা @msharif স্যারকে উপহার দিতাম। কারন তিনি ব্যাক্তিজীবনে সফলতার পাশাপাশি তার দেশের মানুষের উন্নতির জন্যে কাজ করছেন। তিনি বাংলাদেশের কমিউনিটিতে কাজ করে বাংলার মানুষ যাতে দুটো পয়সা আয়ের পাশাপাশি নিজের স্কিলকে কাজে লাগিয়ে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে নিতে পারে তাই দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

আমার মতন অনেক নতুনদের জন্যে তিনি অনেক সহযোগীতা মূলক কাজ করছেন। বাংলাদেশের মানুষকে শেখাচ্ছে কিভাবে স্টিমিট প্লাটফর্মে ভালো করতে হয়,ভালো মানের কাজ করে ভালো ফলাফল আনতে হয়। এই মহৎ হৃদয়ের মানুষটার মনের ইচ্ছাও যে মহৎ সেটা তার কাজ দেখলেই বুঝা যায়। তাই আমার একটি ইচ্ছা পূরনের সুযোগ তাকে দিলে অবশ্যই সবার জন্যে ভালো হবে এমন কিছুই তিনি চিন্তা করবেন যা চিন্তা করার ক্ষমতা হয়তো এখনও আমি অর্জন করিনি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


If you were given one extra desire which steemain would you dedicate it to? And why?


pexels-muhammadtaha-ibrahim-7277590.jpg
pexels

আমার তিনটি ইচ্ছে পুরন হয়ে যাবার পর আমার পরবর্তী পদক্ষেপ হবে ইচ্ছে পূরনের মাধ্যমে পাওয়া শক্তিগুলো মানুষের উন্নয়নে ব্যায় করা। যেমন বড় স্টিমিটিয়ান হলে আমি নতুন ও ছোটদের সহযোগীতা করবো তাদের উন্নত করার চেষ্টা করবো। স্টিমের দাম আমার ইচ্ছে ছুয়ে গেলে আমি তার লাভ থেকে মাদ্রাসা স্থাপন সহ পৃথিবীব্যাপী মাদ্রাসা শিক্ষার প্রসার করবো এবং worldsmile প্রজেক্টের মতন কিছু প্রজেক্ট খুলবো দরিদ্রমানুষদের ও শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে সহযোগীতা করার জন্যে। আর আমার অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হলে আমি য জানি তা সবাইকে শেখাবো পাশাপাশি যারা সেরাদের সেরা তাদের মাধ্যমেও মানুষের জ্ঞান বিকশিত করবো।এগুলোই আমার পরিকল্পনা।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমি আমন্ত্রন জানাচ্ছি @aditi993 & @tasrin94 & @mahadisalim কে অংশগ্রহন করার জন্য।


এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন



আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


--- @aparajitoalamin

H2
H3
H4
3 columns
2 columns
1 column
11 Comments