"If a novel were written about my life, that would be the name of the novel - "অপরাজিতের সফরনামা""

"If a novel were written about my life, that would be the name of the novel - "অপরাজিতের সফরনামা""

Blue and Green Soft Elegant Watercolor Love Romance Book Cover.png
Made by Canva

প্রিয় বন্ধুরা আস্সালামুআলাইকুম,আমি @aparajitoalamin
আমি বাংলাদেশ থেকে লিখছি

আসলে স্টিমিটে অনেকগুলো প্রতিযোগীতায় আমি অংশ গ্রহন করেছি। তবুও নিজেকে নিয়ে কথাবলার মতন এতো সুন্দর প্রতিযোগীতা আমি আর পাইনি। আমার দেখা সবচেয়ে সুন্দর বিষয়ের প্রতিযোগীতায় আমার লেখা শুরু করছি।

What will be the name of the novel written about your life and why did you choice this name?


vika-strawberrika-0qiob8jH6mw-unsplash.jpg
unsplash

মানৃুষের জীবন এক গভীর জটিল রহস্যে ভরা একটা গল্প। সেখানে জন্ম মৃত্যু, হাসি কান্না, উন্নতি- পতন, প্রেম ধোকা,ভালোবাসা - ঘৃনা, আনন্দ- হতাশা সবকিছুর মেলানো একটা জটিল ধাধা ও তার সমাধানের গল্প। উপন্যাসগুলো অনেক সময় বাস্তবজীবনের গল্প নিয়েই লেখা হয়। আমার জীবন নিয়ে যদি একটা উপন্যাস লিখি তার নাম আমি দিবো "অপরাজিতের সফরনামা"

এই নামটা দেয়ার কারন হলো আমার দীর্ঘ ৩৫ বছরের জীবনে আমি অর্ধেরকটাই ভ্রমন করে কাটিয়েছি। জীবনে নিম্নবিত্ত পরিবারে জন্মানোর ফলাফল অর্থ কষ্ট। আর তার থেকেই জীবিকার সন্ধানে অল্প বয়সেই ঘরছাড়া পাখি আমি। শুরুটা করেছিলাম কুমিল্লা থেকে একটা ছোট্ট চাকুরির মাধ্যমে। প্রতিদিন ১৫-২০ কিলোমিটার হেটে হেটে দোকানে দোকানে অর্ডার সংগ্রহের কাজ। তারপর তার সাথে পড়াশুনা চালিয়ে যাওয়া।
জীবনে আর পিছনে ফিরে তাকানোর সময় হয়নি। জীবনের দৌড় প্রতিযোগীতায় কেবল দৌড়ে গিয়েছি। দেখেছি ছোট থেকে বড় অনেক দর্শনীয় স্থান। সকালে একজেলা থেকে কাজ করতে করতে রাতে আরেক জেলাতে। আমার এই জীবনদর্শন ও ভ্রমন নিয়েই আমার জীবনটা সাজানো। স্বাভাবিক জীবন যাপন হয়তো ছিলোনা কিন্তু সুখ দুঃখ কষ্ট আনন্দ সবই ছিলো। তাই আমার জীবনের গল্পের নাম - অপরাজিতের সফরনামা। জীবনে হার না মেনে ছুটে চলার গল্প।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Which part of the novel do you think everyone will like and which part will be bad for everyone?


steffi-pereira-czjMNwmYlYg-unsplash.jpg
unsplash

আমার জীবনের গল্পের যে দিকটি সবারই ভালো লাগার কথা সেটা হলো ভ্রমনের বর্ননা। প্রতিটা জায়গার সূক্ষথেকে সূক্ষ বিবরন আমার মনে আছে এবং তা আমি লিপিবদ্ধ করবো। প্রকৃতির সাথে মিশে যাওয়া ও প্রকৃতির বর্ননা সবারই ভালো লাগবে বলেই আমার ধারনা। আর অফিসের প্রেশার, নিরলস ছুটে চলা, প্রতিনিয়ত চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহসের গল্প জীবনে কোনো কিছুর কাছে মাথা নত না করার মানসিকতাইতো মানুষকে অপরাজিত করে গড়ে তোলে। আমার ধারনা এটাই সবচেয়ে ভালো লাগার কথা। আর খারাপ লাগতে পারে অনেক কিছুই।

অনেকটা সময় কেমন অন্যকে সহযোগীতা করার ইচ্ছা থাকা ও সুযোগ থাকা সত্বেও তা এড়িয়ে যেতে বাধ্য হওয়া। পরিবার পরিজনহীন ভাবে জীবনের বেশিরভাগ সময় পার করা এমনকি ঈদের দিনগুলোতেও পরিবার থেকে দুরে থাকতে বাধ্য হওয়ার মর্মান্তিক অনুভূতির বর্ননা পাঠককে দুঃখিত করতে পারে তার মন খারাপ লাগতে পারে। হতাশার উর্ধে কেউ নয়। তা গল্পের মাধ্যমে পাঠককেও ছুয়ে যেতে পারে। তবে বাকি অংশটুকু তাকে অনুপ্রানিতও করতে পারে বলে আমি বিশ্বাস করি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


How do you think the novel will end? And what do you think others can learn from this novel?


annie-spratt-qtUAV-_yWZc-unsplash.jpg
unsplash

আমার গল্প আসলে আমার সাথেই শেষ হবার কথা। আমার স্বপ্ন আমি একজন মিলিওনিয়ার হবো এবং দেশ বিদেশে আরো ঘুরে বেড়াবো এবং স্টিমিট প্লাটফর্মে একটা ভালো অবস্থান তৈরি করবো যাকে অনেক মানুষ আদর্শ হিসেবে মানবে। বাংলাদেশের একজন আদর্শ ও গর্বিত স্টিমিটিয়ান হবো। এবং শেষ জীবনে শেষ সময়টুকু পর্যন্ত কাজ করে যাবো সময়ের কাছে হার না মেনে। এভাবেই আমার গল্পটা শেষ হবে।

আর পাঠক এক হার নামা মানসিকতার সাথে পরিচিত হয়ে লড়াকু মানসিকতা কিভাবে অর্জন করতে হয় ও তা কাজে লাগিয়ে ধরে রেখে কিভাবে সফল হতে হয় তা শিখবে। স্টিমিটের গুরুত্ব ও বাংলাদেশীরাও ভালোকিছু করতে পারে তার বিশ্ববাসীকে জানাতে পারে সেই মনোবল পাঠক লাভ করবে বলেই আমি বিশ্বাস করি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমি আমন্ত্রন জানাচ্ছি @hasina78 & @tasrin94 & @memamun কে অংশগ্রহন করার জন্য।


এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন



আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


--- @aparajitoalamin

H2
H3
H4
3 columns
2 columns
1 column
20 Comments