Went on a trip to Green Valley Park in Natore

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ভ্রমণ গল্প নিয়ে আমি ভ্রমণ করতে গিয়েছিলাম নাটোর শহরে গ্রীন ভ্যালি পার্ক এই জায়গা সম্পর্কে তুলে ধরব আপনাদের মাঝে

IMG_20230228_161000.jpg

আমার গ্রাম থেকে আমরা শহরে ভ্রমণ করতে গিয়েছিলাম নাটোর শহরে সেখানে গ্রিন ভ্যালি নামে একটি পার্ক রয়েছে, এর আগে আমি সেখানে গিয়েছিলাম। আমারে পার্ক দেখতে অনেক ভালো লাগেছিল তাই আমি সেখানে আবার গিয়েছিলাম, আমার গ্রামের মানুষদের সঙ্গে সেখানে যাওয়ার পর প্রথমে আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছিলাম। জায়গাটি বেশ সুন্দর এবং অনেক কিছু রয়েছে মাটি দিয়ে অনেক সুন্দরভাবে গরু মানুষকে তৈরি করা হয়েছে দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম যখন মানুষ জমি চাষ করার আগে নাঙ্গল দেয় সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে দেখে খুব ভালো লাগলো তাই খুব সুন্দর করে ফটোগ্রাফি করলাম।

IMG_20230228_155857.jpg

এরপপর আমার চোখে আরো একটি দৃশ্য চোখে পরলো দিয়ে মাটি তৈরি করা হয়েছে কামারকে যখন আমরা দা বটি হাতুর যখন আমাদের এরকম কোন জিনিস প্রয়োজন হয়, তখন আমরা কামারের কাছে গিয়ে থাকি। এখানে দুটি মানুষকে তৈরি করা হয়েছে একটি মানুষ দা নিয়ে আছে আরেকটি মানুষ হাতুর দিয়ে বারি দিচ্ছে। যেভাবে এই দা বটি হাতুর কোদাল জিনিসগুলো তৈরি করা হয় যখন আমি এই পার্কে প্রবেশ করেছিলাম তখন এই দৃশ্যগুলো দেখে আমার অনেক ভাল লাগছিল।

IMG_20230228_155407.jpg

IMG_20230228_154636.jpg

মাটির তৈরি জিনিস গুলো দেখা হয়ে গেলে আমি আবার ঘুরতে শুরু করলাম, চারপাশে দৃশ্যটা অনেক সুন্দর ছবি তুলতে শুরু করলাম। এবং আমার নিজের ছবি তুলতে শুরু করলাম, এবং আমার বন্ধুরাও চারপাশে ঘুরতে শুরু করলাম জায়গাটা বেশ সুন্দর লাগতেছিল অনেক বড় ছিল।

IMG_20230228_154542.jpg

IMG_20230228_154434.jpg

IMG_20230228_154433.jpg

IMG_20230228_154407.jpg

ভিতরে ঘোরাফেরা করতে দেখলাম কত সুন্দর একটি ফুলের ছোট্ট একটি বাগান এবং তার পাশে আরো দেখলাম ঘাস লাগানো হয়েছিল সেই ঘাস সুন্দর ভাবে কেটে দিয়ে, হাতি তৈরি করা হয়েছে পার্কে এত সুন্দর দৃশ্য তৈরি করা হয়েছে। এখানে আরো সুন্দর করে ছোট একটি ঝরনা তৈরি করা হয়েছে খুব সুন্দর হাতি বানিয়েছে সিমেন্ট বালু দিয়ে। যেন আরো শহর গ্রাম এসব জায়গা থেকে যেন এই পার্কটি ভ্রমণ করতে আসে।

IMG_20230228_153624.jpg

IMG_20230228_151635.jpg

সত্যিই মুগ্ধ হয়েছি নাটোর গ্রীন ভ্যালি পার্ক এর ভ্রমণ করতে এসে আমি এদিকে আরো ঘোরাফেরা করতে দেখলাম। কত সুন্দর একটি বড় নদীর মত রয়েছে যেখানে মানুষের জন্য ব্যবস্থা রয়েছে ছোট ছোট স্প্রীডবোড এবং নৌকা। এখানে মানুষ টিকেট কাটার পর উঠার পর বেশি আনন্দ করবে এই জন্য এত সুন্দর ব্যবস্থা।

IMG_20230228_150101.jpg

পার্কে আরো বিনোদন রয়েছে যেমন আমরা গ্রামের মেলায় আনন্দ উপভোগ করে থাকি, এরকম এখানেও রয়েছে নগরদোলার আমাদের বিনোদন দেয়ার জন্য এত সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। ভ্রমণ প্রায় শেষের দিকে আমি এদিকে এসেছিলাম খুব ভালো লাগলো এই গুলো দেখে।

IMG_20230228_150042.jpg

IMG_20230228_150040.jpg

আমার বন্ধুদের কে নিয়ে আমি এখানে কিছু সময় কাটালাম এবং এগুলোর কিছু ফটোগ্রাফি করলাম। এইগুলোর কিছু ছবি উঠালাম আমার মোবাইল দিয়ে, এখানে সময় কাটানোর শেষে আমরা এ পার্ক থেকে বের হয়েছিলাম।

IMG_20230228_145026.jpg

আমার এই ভ্রমণ গল্পে কোন ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন, পরবর্তীতে আমি আবার সুন্দরভাবে আমার ভ্রমণ গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment