A few words about my work and where I live

"বিসমিল্লাহির রহমানির রহিম"


আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহু।


steemit ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে।


20230707_063707.jpg

আমার কাজ


আমার কাজ হচ্ছে এই জায়গায় আমি প্রতিদিন ভাত পাক করি। আমার প্রতিদিন ভাত পাক করতে হয় প্রায় 200 থেকে ৩৫০ কেজি। সকাল আটটা বাজে কাজে গিয়ে। ১১০ কেজি ভাত পাকানো লাগে। তারপর কাজ থেকে চলে আসি সাড়ে এগারোটা বাজে। আবার কাজে যায় দুপুর ২ টা ৫০ মিনিটে। দুপুর বেলার সেম ১১০ কেজির ভাত পাকাতে হয় আমার। তারপরে কাজ শেষ করে রুমে আসে সন্ধ্যা ছয়টা বাজে। আমার আবার রাতের 9 টা বাজে কাজে যাওয়া লাগে। নয়টা বাজে আমি ষাট কেজি ভাত বানাই। আজকে পুরা দিনে ভাত বানাইছি টোটাল ২৮০ কেজি। আবার সাইডে যদি পার্সেল যায় আমাদের ভাত বেশি বানানো লাগে। তখন সাইডে পার্সেল গেলে আমাদের 350 এর উপরে ভাত পাকানো লাগে। এটাই হচ্ছে আমার পুরা দিনের কাজ।


20230725_161050.jpg

আমি যে জায়গায় থাকি


আমি বর্তমান আছি সৌদি আরবে। জেদ্দা ডিস্ট্রিক্ট থেকে ১২০ কিলোমিটার দূরে। শৈবা ডিসটিক এর নাম আমি ওই জায়গায় আছি। বর্তমানে এত গরম পড়তেছে সৌদি আরবে যা বলার মতো না। এত গরম পড়ছে এজন্য গভর্মেন্ট থেকে চিঠি এসেছে। যেকোনো জায়গায় বারোটা থেকে তিনটা পর্যন্ত কাজ করা যাবে না। বিশেষ করে আমি যে জায়গায় থাকি এই জায়গায় প্রচণ্ড গরম। আমার এ জায়গা আগে দুইটা জেনারেটর আছে বড়। এতে গরম মাঝেমধ্যে জেনেটার বন্ধ হয়ে যায়। তাই আমার কোম্পানির কালকে আরো দুইটা জেনাটার নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আজকে জেনাটার বন্ধ হয়নি আমরা সুখে আছি।


20230725_045518.jpg

এটা হচ্ছে লেবার ম্যাচ

আমার কোম্পানি যে কোম্পানির সাথে কন্টাক করেছিল এআরসিসি। এআরসিসি কোম্পানির যত শ্রমিক আছে সব শ্রমিক এর জায়গায় বসে খানা খায় একসাথে। বর্তমানে আমাদের এ জায়গায় এয়ারসিসি লেবার আছে ৮০০ । আমাদের এই জায়গায় একটা সিনিয়র ম্যাচ আছে আরেকটা জুনিয়র ম্যাচ আছে। জুনিয়র ম্যাচের খাবার খায় লোক ১৮০ জন। সিনিয়র ম্যাচে খাবার খায় পঞ্চাশ জন সিনিয়র আছে। টোটাল আমরা খাওয়ার বানায় ১০৬০ জন। অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments