সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।

সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি সূর্যাস্ত ফটোগ্রাফি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আপনাদের সাথে সূর্যাস্তের ফটোগ্রাফি পোস্ট করলাম।

IMG_20231130_220258.jpg

আমি আজকে যখন আমাদের জমিতে কাজ শেষ করে বাড়ির দিকে আসছি। তখন সূর্যাস্তের ফটোগ্রাফিগুলোর ছবি তুলি এবং মনে মনে ভাবি আজকে আমি এই সূর্যাস্তের ফটোগ্রাফির পোস্ট টা করব। তাই আজকে আমি সূর্যাস্তের ফটোগ্রাফির পোস্ট টা করলাম আশা করি আপনাদের সকলের পোস্ট টা ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি সূর্য এমন একটা নক্ষত্র যা আল্লাহর নির্দেশে উঠে এবং আল্লাহর নির্দেশে ডুবে যায়। আল্লাহ তায়ালা সূর্যকে সৃষ্টি করেছেন যাতে সমগ্র পৃথিবী আলোকিত হতে পারে এবং পৃথিবীর সকল মানুষ সূর্যের আলোয় যেন একটি নতুন দিন পায়।

IMG_20231130_220241.jpg

এবং তারা যেন দিনে কঠোর পরিশ্রম করে এবং রাতে যেন বিশ্রাম করে এবং নামাজ আদায় করে। সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। সকালে পূর্ব আকাশে সূর্য উঠলে লাল চাকার মতো দেখায় এবং পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে লাল চাকার মতো দেখায়।

IMG_20231130_220224.jpg

সূর্য কি আসলে ঘোরে নাকি পৃথিবী ঘোরে? যার গবেষণা অনুযায়ী সূর্য তার জায়গায় অবস্থান করে এবং পৃথিবী ঘোরে। আল্লাহ তায়ালার কি অসীম রহমত ও রহমত একটি মাত্র সূর্য পৃথিবীর সমস্ত প্রান্তকে আলোকিত করে কখনও এক দেশে কখনও দিনে আবার কখনও অন্য দেশে রাত।

আমাদের বাংলাদেশের নিয়ম হলো সকাল হলেই কৃষকরা মাঠে কাজ করতে নেমে পড়েন। এবং অনেকে জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়ে কাজে চলে যান।অথবা জোহরের নামাজ না পড়ে কাজে ব্যস্ত থাকেন। উভয় দলের মধ্যে তারাই উত্তম যারা নামাজ পড়ে এবং মাঠে কাজ করতে যায়।

IMG_20231130_220156.jpg

সূর্যাস্তের ফটোগ্রাফি সবাই পছন্দ করে এবং দেখতে খুব সুন্দর। সূর্য আল্লাহর অনেক বড় নেয়ামত।যদি আল্লাহ চাইলে সূর্যকে প্রয়োজনীয় অন্ধকার করে দিতেন।তাহলে আমরা কিভাবে চলতাম? অবশ্যই, আমরা কষ্ট পেতাম।

তাই আল্লাহ তায়ালা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই আসুন আমরা আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আল্লাহ তায়ালার আদেশ অনুসরণ করি এবং আল্লাহ তায়ালা যা আদেশ করেছেন তা পূরণ করি।আমি আশাকরি আপনারা এই পোস্ট পড়ে ভালো কিছু জানতে পারছেন।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকে আর লিখবো না। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
TQ.png

DeviceName
AndroidRedmi Note 7S
CameraDual 48+5 Megapixel
LocationBangladesh 🇧🇩
Short by@emdadul12
H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments