প্লাসটিকের বোতল দিয়ে তৈরি ফুলদানি ||09-12-2023

তারিখ :09-12-2023

রোজ : শনিবার
@evaakther

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

ওরাহমাতুল্লাহিওয়াবারাকাতুহ ,

সবাই কেমন আছেন?

আশা করি সবাই অনেক ভালো আছেন,আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি. স্টিমিটে আমার একটি নতুন পোস্ট এ আপনাদের সবাইকে স্বাগতম , আজকে আমি খুবই প্রয়োজনীয় একটি জিনিস তৈরী করে দেখাবো জানি না কেমন হবে তবে চেষ্টা করব যতটা সম্ভব ভালো করার। একটি প্লাস্টিকের বোতল যেটি কম বেশি সবাই বাসাতেই থাকে এবং এটি ব্যবহারের পরে ফেলে দি। কিন্তু এই ফেলে দেওয়া বোতল দিয়েই একটি ফুলদানি তৈরি করে দেখাব .

IMG_20231209_193025~2.jpg

তাইলে শুরু করা যাক,

ফুলদানি তৈরিতে প্রথমে যে সকল জিনিস গুলো দরকার সেগুলো হলো :-

IMG_20231209_185257.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
1প্লাস্টিকের একটি বোতলএক লিটার
2ছোট একটি বোতল250 মিলি
3হোয়াইট সিমেন্টআধা কেজি
4সাদা কসটেপএকটি
5কেচিএকটি
6পুরানো কাপড়ের টুকরা6 পিস
7অ্যান্টি কাটারএকটি
8জলরংতিনটি
9পেন্সিলএকটি
10সেন্ট পেপারএক পিস
11ব্রাশদুই পিস
ফাস্ট স্টেপ :
IMG_20231205_112240.jpgIMG_20231205_112501.jpgIMG_20231205_112533.jpg

প্রথমে বড় বোতলটির নিচের অংশ কেটে নিতে হবে, এর পর একটি কেচির সাহায্য মাঝ বরাবর কেটে উপরের চার আঙ্গুল রেখে কাটতে হবে।

দ্বিতীয় স্টেপ :-

IMG_20231205_113210.jpg

ছোট বোতলটির শুধু উপরের অংশটি কাটতে হবে ।

তৃতীয় স্টেপ :-
IMG_20231205_113128_Burst04.jpgIMG_20231205_113054.jpgIMG_20231205_112932.jpg

এবার প্রথমে কেটে রাখা দুটি অংশ একসাথে লাগিয়ে সাদা কসটেপ দিয়ে জোরা লাগাতে হবে । দুটি অংশ জোরা লাগানোর পর এর উপরে লাল প্লাসটিক টি কেটে দিতে হবে।

চতুর্থ স্টেপ :-
IMG_20231205_113604.jpgIMG_20231205_113510.jpgIMG_20231205_113654.jpg

এর পর বোতলের যে বাকি অংশ আছে সেটা দিয়ে একটি রোলের মতো করে কসটেপ দিয়ে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে প্রথম বোতলের উপর দিয়ে ছোট বোতলের কাটা অংশ টি দিতে হবে ।

পঞ্চম স্টেপ :-
IMG_20231205_115651.jpgIMG_20231205_114843.jpgIMG_20231205_114811.jpgIMG_20231205_114644_Burst01.jpgIMG_20231205_114603.jpg

এর পর একটি বাটিতে পরিমান মত হোয়াইট সিমেন্ট নিয়ে অল্প করে পানি দিয়ে একটু পাতলা করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে কাপরের টুকরো গুলোকে ভিজিয়ে বোতলের গায়ে লাগাতে হবে। সম্পূর্ণ লাগানো হয়ে গেলে 10 -15 মিনিটের মত রেখে দিতে হবে .

ষষ্ঠ স্টেপ :-

IMG_20231205_115703.jpg
আবার একটি বাটিতে হোয়াইট সিমেন্ট নিয়ে 2-3 চামচ পানি দিয়ে ঘন করে মেশাতে হবে,

IMG_20231205_134038.jpgIMG_20231205_115910.jpg

মেশানো হয়ে গেলে সেই বোতলের উপর একই ভাবে একটি চামচ দিয়ে প্রলেপ দিতে হবে।এবং একটি ব্রাশ দিয়ে সুন্দরভাবে টবের পুরোটা গায়ে দিয়ে দিতে হবে পুরোটাতে প্রলেপ দেয়ার পর 2-3 ঘন্টা শুকিয়ে নিতে হবে।

সপ্তম স্টেপ :-

IMG_20231208_084514.jpg
শুকানো হয়ে গেলে এদিকে আমি খুব সুন্দর ভাবে সেন্ড পেপার দিয়ে ঘষে ফিনিশিং করে নিব, এবার দেখতে অনেকটাই সুন্দর লাগছে।

IMG_20231208_085008.jpgতারপর আমি একটি পেন্সিলের সাহায্যে নিজের মতো করে একটু একে নিলাম।

IMG_20231208_132921.jpgIMG_20231208_090618.jpg

আঁকা হলে আমি ফুলদানির পুরোটা তে আমি পেন্সিলের সাহায্যে আগে ফুল এঁকে নিয়েছিলাম এরপর দুটি জল রং দিয়ে এটাকে রং করি। আমি আমার মত করে ডিজাইন টি করার চেষ্টা করেছি।

IMG_20231208_143758.jpgIMG_20231208_143727.jpg

এইতো আমার সম্পূর্ণপ্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ফুলদানিটি রেডি হয়ে গেল..

IMG_20231209_191911.jpg
ধাপে ধাপে আমি আমার ফুলদানিটি বানানো টা শেষ করলাম, চেষ্টা করেছি সম্পূর্ণ কাজটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আশা করছি সবার অনেক ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।

পোষ্ট টি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments