একটি চমৎকার প্রাকৃতিক দৃশ্য অঙ্কন।

আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশ থেকে farjana123 আশা করি আল্লাহর সবাই অনেক ভালো এবং হাসিখুশি আছেন এবং আমিও মোটামুটি ভালো আছি।কিছুদিন যাবৎ আমার শরীর বেশি ভালো না সেই কারণ আমি নিয়মিত পোস্ট করতে পারছি না। এর জন্য আমি আন্তরিভাবে দুঃখিত। আজকে আমি সবার মাঝে একটি চিত্রাঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। এটি গ্রামের একটি বাড়ির চারপাশের দৃশ্য।আশা করছি আমার আজকের এই পোস্টটি সবার কাছে অনেক ভালো লাগবে।

IMG20230531104725_BURST000_COVER.jpg

অঙ্কনের উপাদানসমূহ
  • আর্ট পেপার
  • পেনসিল
  • রাবার
  • স্কেল
  • আকাশী রং পেনসিল
  • কমলা রং পেনসিল
  • সাদা রং পেনসিল
  • বাদামী রং পেনসিল
  • হালকা সবুজ এবং গাঢ় সবুজ রং পেনসিল ইত্যাদি।
ধাপ ১,

সবার প্রথমে একটি আর্ট পেপারের বাম বাশে একটি চিত্র এঁকেছি। ঘরটির অর্ধেকটার চিত্র এঁকেছি।

IMG20230528174815.jpg

ধাপ ২,

এরপর ঘরের বারান্দায় একটি পাখির খাঁচা এঁকেছি এবং ঘরটির পাশে আরও একটি ঘর এঁকেছি।

IMG20230528175207.jpg

ধাপ ৩,

৩য় ধাপে আমি বাড়িটির পেছনে একটি গাছের অঙ্কন করেছি এবং বাড়িটির সামনে ছোট একটি রাস্তা এঁকেছি। পেছন দিকে জঙ্গলের দৃশ্য একেছি।অঙ্কনের কাজ শেষ করে আমি সবার প্রথমে আকাশের রং করেছি। এর জন্য আমি ব্যবহার করেছি হালকা আকাশীরং।

IMG20230528180753.jpg

ধাপ ৪,

এরপর আমি পেছনের জঙ্গলের রং করেছি তার জন্য আমি ব্যবহার করেছি হালকা আকাশীরং এবং সবুজ রং ব্যবহার করেছি ও সাদা রং দ্বারা মিশিয়ে নিয়েছি।তারপর গাছের রং করেছি হালকা সবুজ,গাঢ় সবুজ এবং হলুদ রং দ্বারা। গাছটির গায়ের অংশ করেছি গাঢ় বাদামী এবং হালকা বাদামী রং দ্বারা।

IMG20230528181735.jpg

ধাপ ৫,

৫ম ধাপে আমি ছোট ঘরটিতে রং করেছি। ঘরটির চালের অংশের নিচের দিকে করেছি গাঢ় বাদামী রং এবং বাকি অংশ কমলা রং করেছি। দেওয়ালে হালকা লেমন হলুদ গ্রে এবং সাদা রং দিয়ে মিশিয়ে দিয়েছি। দরজা জানালা কালো, বাদামী এবং হলুদ রং করেছি।

IMG20230528191146.jpg

ধাপ ৬,

একইভাবে আমি সামনের বড় ঘরটিতে রং করেছি। এরপর আমি উঠানের রং করার জন্য প্রথমে হালকা হলুদ রং দিয়ে তার উপর জলপাই এবং গাঢ় সবুজ রংটি ব্যবহার করেছি। কলসিতে করেছি কমলা রং এবং সবশেষে রাস্তাটিতে হালকা হলুদ ও তার উপর দিয়ে গাঢ় বাদামী রং মিশিয়ে নিয়ে এক পাশ গাঢ় রেখেছি। এভাবে আমি সম্পূর্ণ ছবিটি রং করেছি।

IMG20230531104725_BURST000_COVER.jpg

এই হলো অঙ্কনটির সঙ্গে আমার সেল্ফি।আশা করছি সবার কাছে ভালো লাগবে

IMG20230531111104.jpg

আল্লাহ হাফেজ

AB
PhotographerMe
DeviceRealme Narzo 50
H2
H3
H4
3 columns
2 columns
1 column
11 Comments