ব্লেন্ডারের মধ্যে একটি বিড়াল।

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন প্রত্যেকে?আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো এবং হাসিখুশি আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি ভিন্ন ধরনের একটি চিত্রাঙ্কন আপনাদের মাঝে উপস্থাপন করছি।চিত্রাঙ্কনটি হলো একটি বেলেন্ডারের মধ্যে একটি বিড়ালছানা।

বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি খুবই জঘন্যতম ভিডিও ভাইরাল হয়। একটি বিড়ালছানাকে কোন একজন ব্যক্তি একটি বেলেন্ডারের মধ্যে রেখে ব্লেন্ড করছে আর সেটি ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে। ভিডিও দেখার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি আর ভাবছি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে এমন অমানুষের মতো কাজ করতে পারে।আমি পশুপাখিদের অনেক ভালো বাসি। আর বিড়াল সবচেয়ে পছন্দের একটি প্রাণী আমার কাছে। এমন কিছু দেখে খুবই কষ্ট হয়েছে।

মানুষ পশুপাখিদের বিভিন্ন ভাবে কষ্ট দেয় এবং দিতে দেখেছি। কিন্তু এমন জঘন্যভাবে কষ্ট দিতে জীবনে প্রথমবার দেখেছি।এমন জঘন্যভাবে প্রাণীদের কষ্ট দেওয়া অমানুষদের কঠিন শাস্তি হওয়া উচিত।আজকে আমি বিড়ালের এমন মুহূর্তের চিত্র সবার সাথে শেয়ার করছি।

IMG20230619113325.jpg

অঙ্কনের উপাদানসমূহ
  • আর্ট পেপার
  • পেনসিল
  • রাবার
  • স্কেল
  • লাল সিগনেচার
  • কালো রং পেনছিল।
ধাপ ১,

প্রথমে একটি আর্টপেপারে আমি একটি বেলেন্ডারের চিত্র অঙ্কন করেছি।

IMG20230619105418.jpg

ধাপ ২,

এরপর সেই বেলেন্ডারের ভেতর একছি বিড়ালছানার চিত্র অঙ্কন করেছি।

IMG20230619110327.jpg

ধাপ ৩,

পরবর্তী ধাপে আমি বেলেন্ডারের নিচের অংশের চিত্র অঙ্কন করেছি এবং বেলেন্ডারটির সুইচ চাপা অবস্থায় একজন মানুষের হাতের অঙ্কন করেছি। এরপর চারপাশে পেন্সিলের সাহায্যে বর্ডার করে নিয়েছি। এভাবে অঙ্কনের কাজ শেষ করেছি।

IMG20230619111008.jpg

ধাপ ৪,

এটি ছিলো শেষ ধাপ। এই ধাপে আমি রং করেছি সম্পূর্ণ অংশে। পেন্সিলের সাহায্যে বিড়াল এবং কালো রংপেন্সিলের সাহায্যে বেলেন্ডারটি রং করেছি। আর বেলেন্ডার টির নিচের অংশে লাল রং করেছি। সর্বশেষে বেলেন্ডারটির মধ্যে বিড়ালটিকে বেলেন্ড করার সময় যে রক্ত ঝড়ছে বিড়ালের শরীর থেকে সেটি লাল সিগনেচারের সাহায্যে করে নিয়েছি।

IMG20230619113325.jpg

এটি ছিলো আমার আজকের অঙ্কনটি

IMG20230620112538.jpg

ধন্যবাদ সবাইকে

ফটোগ্রাফারআমি
ডিভাইসRealme Narzo 50
H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments