আজকের বাজার করা মুহূর্ত ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি । আজ আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগাতে পারব। সেই আশা-আকাঙ্ক্ষা করে আমি আমার কাজ আরম্ভ করতে যাচ্ছি। ততক্ষণ সবাই আমার সাথেই থাকুন।

1682573435145.jpg

আজ কিছুদিন পর মার্কেটে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য। সেখানে গিয়ে অনেক রকম বাজার করলাম। এবং সেখান থেকে কিছু ফটোগ্রাফি করি যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর ফটোগ্রাফি আমার অনেক আগে থেকেই চমৎকার লাগে । আর আমার ভালো লাগার কাজগুলো আমি করে থাকি ।

IMG_20230427_084809.jpg

এই মেশিনটা আমাদের সবার পরিচিত এটা একটি ডিজিটাল কাটা নামে পরিচিত আমাদের এলাকায়। এটার মধ্যে কয়েক ধরনের ডিজিটাল মেশিন পাওয়া যায়। এই মেশিনগুলো ভারী কোন বা বেশি ওজনের জিনিস মাপ দেয়া যায় না । এই মেশিনটা কতো টাকা বিল আসে । মেশিনটাতে হিসাব করে দেয় ।

IMG_20230427_084914.jpg

এই লোকটি আমার চেনা জিনিসগুলো ওজন দিচ্ছে। এবং সে দাম নির্ধারিত করে দিচ্ছে। এবং আমার জিনিসগুলোর উপর একটি স্টিকার লাগিয়ে দিয়া হয় । সেখানে দাম নির্ধারিত করে দেয়ার পর চলে আসতে হয় মেইন কাউন্টারে।

IMG_20230427_085120.jpg

এটা হচ্ছে মেইন কাউন্টার এখানে বাজার করে আসার পর টাকা জমা দিতে হয়। সে যে কোন জিনিস একটা করে নেয় এবং একটা করে মেশিন লাগিয়ে চেক করে। যে কত টাকা বিল আসতে পারে এভাবে দেখার পর মোট হিসাব করে আমার কাছ থেকে টাকা নিলো ।

IMG_20230427_084618.jpg

এটা আমার রুমমেট তার সঙ্গে মার্কেটে গিয়েছিলাম বাজার করার জন্য। এবং আমি কিছু কেনাকাটা করি এবং সেও চাল তেল কাঁচামরিচ এগুলো বাজার করলো ।

IMG_20230427_084534.jpg

এখানে শুধু কাচা বাজার পাওয়া যায় । মার্কেটের মধ্যে সবকিছু আলাদা করে রাখা হয়েছে। মানুষ সহজে মার্কেটের মধ্যে প্রবেশ করলে সহজে সবকিছু পাওয়া যায়।

IMG_20230427_084613.jpg

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
DeviceVivo
model20y
locationSharjaDubai

আমার w3w লোকেশন কোড।

https://w3w.co/crafts.push.headlamps

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment