বাংলা ছোট মাছ রেসিপি।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে বাংলা ছোট মাছ রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভাল লাগবে এবং ভালো লাগাতে পারবো। এবং সবার কাছে আশা-আকাঙ্ক্ষা রেখে ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা রেখে আমি আমার রেসিপি পোস্ট লেখা আরম্ভ করছি।

1673664817863.jpg

ছোট মাছ রান্না করার প্রস্তুতি করোন ।

১: তেল পরিমাণ মতো
২: রসুন বাটা 2 চামচ
৩: পেঁয়াজ কাটা পরিমান মত
৪: কাঁচা মরিচ
৫ :আদা বাটা
৬: হলুদের গুড়া পরিমাণ মতো
৭: গুঁড়া মসলা পরিমাণ মতো
৮: মরিচের গুঁড়া ২ চামচ
৯: জিরা বাটা পরিমাণ মতো
১০: ধনে গুরা।

IMG_20221223_142811.jpg

আমি প্রথমত কইরাটা ছোলার উপরে বসাইয়া দিলাম ।
আমি একটু দেরি করব কারণ কইরার গরম করা লাগবে। এবং কইরাটা গরম করার পর কইরার উপরে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।

IMG_20221229_110339.jpg

এবার গরম তেলের মধ্যে রসুন বাটা পিয়াজ মরিচ আদা গুড়া মসলা এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম।

IMG_20221223_142752.jpg

তারপর আমি ছোট মাছগুলো এক জায়গায় নিয়ে সবগুলো মিশিয়ে নিলাম । কারণ আমার রান্না করতে সুবিধার কারণে আমি মাছের সঙ্গে সব মশলা পাতি মিশিয়ে নিলাম।

IMG_20221223_142818.jpg

এবার মাছগুলো কয়রা মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া না করলে সুস্বাদু বা খাতে ভালো লাগবে না। সেই জন্য আমাদের উচিত ভালোভাবে মাছগুলো নাড়াচাড়া করা।

IMG_20221223_142756.jpg

মাছগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে। এবং মাছগুলো নাড়াচড়া করতে হবে । এভাবে কিছুক্ষণ রাখার পরে মাছগুলো নামিয়ে ফেলতে হবে। তারপর সেগুলো দেখতে হবে খাওয়ার উপযোগী হয়েছে।

আজ এখানে শেষ করলাম আমার ছোট মাছ রেসিপি রান্না করার প্রস্তুতি করুন ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
deviceVivo
model20y
locationnator, bangladesh

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/bullion.rocked.devotion

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment