সরিষা ক্ষেত পরিদর্শনের সময় ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে বিকেল বেলা বন্ধুদের সাথে কিছু ঘোড়ার ফটোগ্রাফি নিয়ে উপস্থিতি হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাতে পারব। সবার কাছে দোওয়া এবং ভালোবাসা চেয়ে এবং আশা-আকাঙ্ক্ষা রেখে আমি আমার কাজকাম শুরু করলাম।

1673011632938.jpg

আজ আমাদের অফিস ছুটি ছিল। সেজন্য বিকেলবেলা ঘোর ার আমাদের সময় হলো। অনেকদিন পর বন্ধুদের সাথে ঘোরাফেরা করার এবং বিনোদন করার সময় পেয়েছি। ফ্রি সময় বিকেল বেলা ঘোরাফেরা করলাম এবং ঘোরার সময় অনেক আনন্দ হল। আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম এমন সময় আমাদের চোখে পড়ল সরিষা ফুলের ক্ষেত সরিষা ফুলের ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সূর্যের ফুলের ক্ষেত দেখে আর থাকতে পারলাম না সেখানে আমরা সবাই গেলাম যাওয়ার পর সেখান থেকে আমরা ফটোগ্রাফি করি।

IMG_20230106_162920.jpg

স্থান : রাস্তার পাশে সরিষা ফুলের ক্ষেত।
তারিখ :০৬ : জানুয়ারি ২০২৩ ।
সময়:০৪:৩৫
লোকেশন: গাজীপুর ঢাকা ।

IMG_20230106_163034.jpg

আসলে আমাদের চোখে সরিষা ক্ষেত দেখা মেলে না। আমরা অনেক আগে আমাদের গ্রাম এলাকাতে সরিষা ক্ষেত দেখা গেছে। কিন্তু আজ আমাদের চোখে সরিষা ক্ষেত দেখা মিললো ঢাকা গাজীপুর। এখানে সরিষা ক্ষেত দেখে আমার কাছে অনেক ভালো লাগলো সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে। এবং আমরা একটি দৃশ্য দেখতে পেলাম যে অনেক মানুষ সেই সরিষা ফুলের খেতে গিয়ে ফুলের ফটোগ্রাফি করছে। এখানকার সরিষা ফুলের ক্ষেত দেখে আমি আমার গ্রামের কথা মনে পড়ে যায়। আমিও একসময় সরিষা ফুলের চাষাবাদ করেছি। কিন্তু সেই সময়টা আর আমার কাছে হয় না।

IMG_20230106_162704.jpg

স্থান : রাস্তার পাশে সরিষা ফুলের ক্ষেত ।
তারিখ:০6 জানুয়ারি ২০২৩ ।
সময়:০৪:৩৫ ।
লোকেশন: গাজীপুর ঢাকা ।

IMG_20230106_162407.jpg

অনেকদিন পর বন্ধুর সাথে ঘুরতে বেড়ে অনেক আনন্দিত এবং গর্বিত হয়েছিলাম। এবং সরিষা ফুল ক্ষেত পরিদর্শন করতে পেরে অনেক খুশি। কারণ আমাদের সব সময় ঘোরাফেরা করার সময় হয় না। আজ অনেকদিন পর আল্লাহর রহমতে একসঙ্গে ঘুরতে পেরেছি। এবং সরিষা ফুলের ক্ষেতে গিয়ে অনেক ফটোগ্রাফি করেছি।

IMG_20230106_163321.jpg

IMG_20230106_163108.jpg

IMG_20230106_162837.jpg

photographyoriginal
Photo@yasin
deviceVivo
model20y
locationgajipur, bangladesh

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/bullion.rocked.devotion

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments