অনেকদিন পর একসঙ্গে পিয়ারা খাওয়ার মুহূর্ত।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে গ্রাম বাংলা ওতিবাহী একটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম । আশা করি সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগাতে পারবো। সে আশা-আকাঙ্ক্ষা ব্যাখ্যা করে এবং সবার কাছে দোয়া প্রার্থী চেয়ে আমার আজকের পোস্ট আরম্ভ করছি।

1673921191004.jpg

আজ অনেকদিন পর যেখানে আমাদের কৈশোর এবং শৈশব লুকিয়ে আছে। সেই মাঠে গিয়েছিলাম এবং পুরো মাঠ ঘুরে ফিরে কোন চাষাবাদ ঠিক আছে কিনা আমরা তিনজন দেখাশোনা করলাম। এবং আমাদের মাঠে এক জায়গা পিয়ারা বাগান আছে। সেখানে গেলাম এবং তিনজন পেয়ারা নিয়ে খেতে আরম্ভ করলাম। এবং পেয়ারা খেতে অনেক মজা লাগলো। অনেকদিন পর এমন টাটকা পেয়ারা খেতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগলো। এবং পেয়ারা খেতে পেরে আমি খুব আনন্দিত হয়েছিলাম।

IMG_20230114_114124.jpg

আমাদের মাঠে কিছু সরকারি জায়গা পড়ে আছে। সেইসব জায়গাতে গরিবদের জন্য সরকারি পক্ষ থেকে ঘড় তৈরি করে দিচ্ছে। পুরো মাঠ ঘোরাফেরা করতে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ মাটি কেটে সেই ঘরগুলো পূরণ করছে। আমি দেখে অনেক খুশি হলাম কারণ আমাদের মাঠে গরিবদের জন্য বছর বাড়ি তৈরি করা হচ্ছে। আর তারাই শুধু এই ঘরবাড়িতে থাকতে পারবে যাদের ঘরবাড়ি নাই এবং সেইসব লোকগুলো এখানে থাকতে পারবে। এখানে মোট 18 টি দালান ঘর তৈরি করা হয়েছে। এবং এই ঘর বাড়িগুলো সরকারি পক্ষ থেকে করা হচ্ছে এবং এগুলো দেখাশোনা হচ্ছে সরকারি পক্ষ থেকে।

IMG_20230114_110751.jpg

পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু এবং চমৎকার লাগলো। আর আর তারাই শুধু বুঝতে পারবেন যে মাঠে গিয়ে পেয়ারা খেতে অনেক সুস্বাদু লাগে। আজ মাঠে যদি কোন পেয়ারার বাগান থাকে সেসব পেয়ারা বাগান থেকে পেয়ারা ছিড়ে খেতে অনেক আনন্দ উপভোগ করা যায়। আসলে এমন কাজ যারা করেছেন তারাই বুঝতে পারবেন এতে কত আনন্দ উপভোগ করা যায়।

IMG_20230114_110803.jpg

IMG_20230114_114140.jpg

IMG_20230114_114608.jpg

IMG_20230114_114604.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
deviceVivo
Model20y
locationnatore, bangladesh

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/bullion.rocked.devotion

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments