চায়ের কাপে আড্ডায় দুই বন্ধু আটকিয়ে পরলাম ।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, এবং সুস্থ আছেন । আমিও আল্লাহ্ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজ আপনাদের মাঝে চা নিয়ে আলোচনা করবো। এতোটুকু আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং আমার পোস্ট টি পড়ে আনন্দ উপভোগ করবেন।

1669996612988.jpg

আজ আজ বিকেল বেলা দুই বন্ধু অনেকক্ষণ একসঙ্গে ঘোরাফেরা করলাম। এবং বিকেল বেলা দুই বন্ধু একসঙ্গে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগছিল এবং দুজন মিলে অনেক আনন্দ করলাম। আর দুজন মিলে অনেক পুরনো কথা নিয়ে আলোচনা করলাম । সেই সময়টা অনেক ভালোই কেটে গেল। আর পুরনো কথা মনে হয় নিজের কাছে একটু কষ্ট লাগছিল আমার যে সময়টা পার করছি অনেক আগে আর হয়তোবা সেই সময়টা পাবো না।

দুই বন্ধু মিলে আমরা যখন আগে একসঙ্গে ছিলাম তখন অনেক আনন্দ করছি। দুজন মিলে এবং মাঝে সাজে দুজন মিলে ঘোরাফেরা করতাম আর একসঙ্গে চায়ের আড্ডায় যোগ দিতাম। এতে আমাদের অনেক ভালো লাগতো এবং অনেক আনন্দ উপভোগ করতাম। দুই বন্ধু মিলে একসঙ্গে দুজন দুজনার সুখ দুঃখের গল্প করতাম আর জীবন কাহিনী নিয়ে আলোচনা করতাম। এতে দুজনার একটু খারাপ লাগলেও সেই সময় গুলো মনে করতাম। সেই সময়টা অনেক কিছু মনে করে দেয় আমাকে এবং সেই দিনগুলো মাঝে কোনগুলো আমি ভুল করছি সেগুলো বুঝতে পারি। আমি যে ভুলগুলো করছি সেগুলো আর যেন না হয় সেদিকে খেয়াল রাখি এবং সেই ভাবে চলাফেরা করি।

1669997574758.jpg

বন্ধুকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম। আর তাকে বললাম যেন মাঝে সাজে আমাদের সঙ্গে দেখা করতে। আর বন্ধুকে বললাম যেন মাঝের সাজে দেখা করলে অনেক ভালো লাগবে । এবং আনন্দ উপভোগ করতে পারবো সবাই মিলে। আর চায়ের আড্ডায় যোগ দিতে পারব আমরা সবাই মিলে খুশিতে মোজতে পারবো।

1669997681569.jpg

আমি বাসার পথে আসতে দেখি রাস্তার পাশে ধনী ভাজা আর বড়া বিক্রয় করছে। খেতে ইচ্ছে করলো আমার অনেকদিন থেকে ভাজাপোড়া খাওয়া হয়নি সেখানে গিয়ে ধনী ভাজা আর বড়া খেলাম। সেগুলো খেতে অনেক চমৎকার লাগলো। আসলে ভাজাপোড়া খেতে কম বেশি অনেক মানুষ পছন্দ করে।

1669997749360.jpg

আজ সকাল বেলা কিছুক্ষণ বাসার আশেপাশে ঘোরাফেরা করলাম। কিছুক্ষণ পরে একটি পুকুরের পাড়ে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর পদ্মফুল একটি পুকুরে অনেকগুলো ফুটে আছে। এবং ফুলগুলো কাছে গেলাম সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করলাম। ফুল গুলো দেখতে অনেক সুন্দর ছিল। পদ্ম ফুল অনেকদিন পর দেখলাম এবং সেগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আমাদের সামনে পদ্ম ফুল চোখে পড়ে না হঠাৎ সেই পদ্ম ফুল গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো।

এবং সেই পুকুরে আরেকটি চমৎকার জিনিস দেখতে পেলাম এবং সেগুলো দেখে আমি মুগ্ধ হয়ে পড়ি। যে পুকুরে পাতিহাঁস চলাফেরা করছে সেগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এত সুন্দর দৃশ্য আমাদের গ্রামীণ পরিবেশে দেখা মেলে। যেসব মানুষগুলো গ্রামীণ পরিবেশে চলাফেরা করছে তারাই শুধু বুঝতে পারবে , যে গুলো কত সুন্দর একটি পরিবেশ রক্ষা করে। পাতিহাঁস গ্রামীণ পরিবেশে কমবেশি সবার বাড়িতে থাকে এবং সবাই সেগুলো লালন পালন করে।

IMG_20221202_183355.jpg

IMG_20221202_165903.jpg

IMG_20221202_165850.jpg

IMG_20221202_165845.jpg

IMG_20221202_183331.jpg

Gallery_1669971997562.jpg

Gallery_1669957867634.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScUjRcYTFVYzHfPaEdcHVKiu9mJBStwLNwRGMCV8wENapRabLVtUwFdh17ZX6EjxmJXWo5NecC74c2uuFHE4TgK6vtpRvsiWvsk4Ba5q6rTQ.png

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
deviceVivo
model20y
locationdhaka, bangladesh

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/flames.puncture.district

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment