আমার ছাত্রদেরকে প্রাইভেট পড়ানোর মূহুর্ত।

আমার ছাত্রদেরকে প্রাইভেট পড়ানোর মূহুর্ত।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।আর সেই বিষয় টার নাম হলোঃ আমার ছাত্রদেরকে প্রাইভেট পড়ানোর মূহুর্ত।

IMG_20230803_215942.jpg

আলহামদুলিল্লাহ আমি একটা হাই স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত আছি।এর পাশাপাশি আমি ছাত্রদেরকে প্রাইভেট পড়ায়। কিন্তু ইদানীং হাই স্কুলগুলো জাতীয়করণের জন্য আন্দোলন চলছে। তাই আমি হাই স্কুলের প্রাইভেট ব্যাচটা কিছুূদিন বন্ধ রাখছি।তাই এর ফাকে যেহেতু ফ্রী রয়েছি। তাই আমার এলাকার কলেজের ছাত্ররা আমাকে আইসিটি বিষয় অর্থাৎ তর্থ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রাইভেট পড়াতে বললে আমি এই বিষয়ে প্রাইভেট পড়ায়।

IMG_20230803_215642.jpg

Screenshot_2023-08-03-21-54-35-86_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

আর যেহেতু আমি কম্পিউটার ডিপার্টমেন্টের ওপর পড়াশোনা করেছি। তাই ইনশাআল্লাহ এই বিষয়ে ভালো ধারণা আছে।তাই ইনশাআল্লাহ শিক্ষকতা করার পাশাপাশি টিউশনি করি। বন্ধুরা ছবিতে দেখতে পারছেন আমি যখন ব্লাকবোর্ডে আইসিটি বিষয়ে পড়াচ্ছি তখন আমার এক ছাত্র এই ছবিগুলো তুলে রাখে। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG20230803183755.jpg

আসলে আজকে আইসিটি বিষয়ে পড়ানো হয়েছে ছবিতে দেখতে পারছেন। আজকে যে টপিক পড়ানো হয়েছে তা হলো ন্যান্ড গেট এবং ন্যান্ড গেট এর সত্যক সারণী কিভাবে তৈরি করে।এবং ন্যান্ড গেট দ্বারা অর গেট, এক্স অর গেট, এ্যান্ড গেট, নট গেট কিভাবে তৈরি করে সেই বিষয়ে। এগুলোর পাশাপাশি ডি মরগানের দুটি সূত্র রয়েছে এই সূত্র দিয়ে কিভাবে সত্যক সারণি তৈরি করা হয় তা ও ব্যাখাসহ সহজ পদ্ধতিতে করে দেখানো হয়েছে।

IMG20230803180904.jpg

আমি ব্লাকবোর্ডে অংকগুলো শেষ করে সকলকে বললাম তোমরা কি এই বিষয়ে বুঝতে পারছো।তখন সকলে বলল আমরা বুঝতে পেরেছি স্যার। তখন আমি আবার তাদের ২ টা অংক দেয়। তখন তারা প্রায় সবাই পেয়েছে। কিন্তু একটা ছাত্র বুঝতে পারেনি। তখন আমি সেই ছাত্রের খাতায় অংক বুঝে দিলাম তখন বুঝতে পারলো।

IMG_20230803_215621.jpg

আমি পুনরায় সকল ছাত্রদেরকে ব্লাকবোর্ডে বুঝিয়ে দিয়ে তাদেরকে আইসিটি বিষয়ে ২ টি হোম ওয়ার্ক করতে দিয়েছিলাম।কারন আমি যে বিষয়ে ক্লাস বা প্রাইভেট পড়ায় সেই বিষয়ে আমি বাড়ির কাজ দিয়ে থাকি।সেটা স্কুল হোক বা প্রাইভেট হোক আমি ওখানেই বাড়ির কাজ দেয়। পরের দিন যখন সেই হোম ওয়ার্ক দেখি তখন বুঝতে পারি। কারা কারা মনোযোগী ছিল।

IMG20230802172953.jpg

আসলে আমরা যারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয়। সবারই উচিত পড়াশোনা করানোর পাশাপাশি বাড়ির জন্য হোম ওয়ার্ক দেওয়া। কারন হোম ওয়ার্ক দিলে দেখা যায় যে ছাত্র পড়াশোনার প্রতি আগ্রহ নেই। সেই ছাত্র ও হোম ওয়ার্ক করার চেষ্টা করে।তাই আমি আজকে যে কথাগুলো বললাম আশাকরি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

          @hafizur46n 
H2
H3
H4
3 columns
2 columns
1 column
14 Comments