Contest - Write a letter to whom you want to say Thank you or Sorry.

আসসালামুয়ালাইকুম। শুভ সন্ধ্যা বন্ধুরা


আমার সবাই জীবনে কাউকে না কাউকে ধন্যবাদ অথবা সরি বলার প্রয়োজন বোধ করি। তেমনি আমারও একজন কে সরি বলা টা খুব জরুরী। কিন্তু কিভাবে বলব তাই ভেবে পাচ্ছিলাম না। এই কন্টেস্ট আমাকে সেই সুযোগ করে দিলো। @ripon0630 ভাই কে অনেক অনেক ধন্যবাদ এমন একটা মন ছুঁয়ে যাওয়া কনসেপ্ট দেবার জন্য।

Contest Write a letter to whom you want to say Thank you or Sorry.png
Image made by Canva

Write a letter of at least 300 words to whom you want to say Thank you or Sorry

প্রিয় বাবা

তুমি কেমন আছো ? আকাশ যখন মেঘে ঢেকে যায়, সূর্য যখন মেঘের কোলে মূখ লুকায় আমর মন টা ভীষণ খারাপ হয়ে যায় জানো। খুব মনে পরে তোমার কথা। মনে পরে যায় ছোটবেলায় তোমার হাত ধরে ঘুরতে যাওয়ার কথা, আমার পছন্দের খাবার খাওয়ার কথা। কতকিছু যে মনে পরে যায়। কেন যেন কিছুতেই মনে করতে পারিনা তুমি আমাকে কখনো বকা দিয়েছো কিনা।


আমার জন্য তোমার ভালবাসা বরাবরই বেশী ছিলো। বড় সন্তান বলে কথা। আমি যে তোমার হুবুহু কার্বন কপি দেখতে এটা যখন কেউ বলতো এতো ভাল লাগতো। মনে হতো আমি আসলেই তোমার রাজকন্যা। তোমার রাজকন্যার উপর কি তোমার কোন অভিমান আছে বাবা? আমাকে ঘিরে কোন দূঃখ ?


আমি অনেক খুঁজে অনেক ভেবে একটি কারন বের করেছি যার জন্য আমি তোমাকে সরি বলিনি এখনো। আজ এই চিঠির মাধ্যমে আমি তোমাকে আমার সেই না বলা সরি টি বলতে চাই।


আমি সবসময় তোমার খুব বাধ্য মেয়ে ছিলাম। কিন্তু কোথা থেকে কিভাবে যে আমি একজনের সাথে জরিয়ে গেলাম। তোমার আমার জগৎ এ আরেক জনের আবির্ভাব হলো। কিন্তু বিশ্বাস করো আমি ভুল মানুষকে পছন্দ করিনি। আমি জানি বাবা হিসেবে তুমি আমার জন্য কখনই খারাপ কিছু চাইবে না। কিন্তু আমিও যে তাকে কথা দিয়েছি। আমিতো তোমার মেয়ে বাবা, কথার বরখেলাপ কিভাবে করি বলো?


আমার বিয়ে নিয়ে তোমার মনে কষ্ট ছিলো। তারপরও তুমি তোমার দায়িত্বে কোন অবহেলা করোনি। আমার বিয়ের সব কাজ সুন্দর ভাবে সম্পন্ন করেছো। কিন্তু আমি জানি তোমার মনের গভীরে দূঃখ রয়ে গিয়েছিলো।


তোমাকে দুঃখ দেবার জন্য আমি তোমাকে সরি বলিনি। কেমন স্বার্থপর হয়ে গেলাম বিয়ের পর তাইনা বাবা? তুমি কি আমার উপর মন খারাপ করে আছো এখনো বাবা? তুমি কি উপর থেকে দেখতে পাচ্ছো আমি খুব ভালো আছি ,আলহামদুলিল্লাহ্। আমার উপর কোন রাগ বা দুঃখ মনে রেখোনা। তুমি যে আমার পৃথিবীর শ্রেষ্ট বাবা। তুমি কি জানো শুধু একবার তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই আমি তোমার মনে কষ্ট দেবার জন্য খুব সরি আর আমি তোমাকে ভীষণ ভালবাসি। তুমি কি আমার মনের কথা টি বুঝতে পারো বাবা?


প্রায় ১৬ বছর তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে আমার যে অনেক কথা বলা বাকী ছিলো। কেন এমন হঠাত করে চলে গেলে? আমার কথাগুলো যে তোমার আর শোনা হলো না বাবা? এতোই কি অভিমান ছিলো বাবা?


আমি খুব চাই তোমার সাথে যেন আমার আবার দেখা হয় ওপারে। তখন যেন আমি আমার না বলা কথা গুলো তোমাকে বলতে পারি। তোমাকে জড়িয়ে ধরে বলতে পারি আমি তোমাকে খুব খুব ভালবাসি বাবা!!!!সেদিন যেন অভিমান করে থেকো না। তোমার জন্য আমি সবসময় দোয়া করি। আল্লাহ্‌ যেন তোমাকে খুব খুব ভালো রাখেন।


ইতি
তোমার রাজকন্যা

"রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা"

What is your relationship with the person you are writing the letter to?

আমার মরহুম বাবাকে আমি এই চিঠি টি লিখেছি। যে আমার দুনিয়া কে আঁধার করে অনেক দূরে , আমার ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে।

Are you willing to tell the person directly what you wrote in the letter?

আমি খুব চাই এই চিঠির কথা গুলো আমার বাবাকে সরাসরি বলতে কিন্তু আমার পক্ষে তা কোনদিনই আর সম্ভব নয়। উনি আমাকে ছেড়ে প্রায় ১৬ বছর আগে আকাশের তারা হয়ে গেছেন।

Do you think it will have a positive effect on your relationship?

যদি উনি বেঁচে থাকতেন তবে অবশ্যই উনি আমার এই এপোলজি গ্রহন করতেন বলে আমার বিশ্বাস। কারন আমি যে উনার রাজকন্যা।


@enmul17
@jannatmou
@ismotara

আপনারা এই কন্টেস্ট এ অংশ গ্রহন করলে আমি খুশী হব।

ধন্যবাদ আমার পোষ্ট টি পড়ার জন্য

@hasina78
From @bangladesh

H2
H3
H4
3 columns
2 columns
1 column
10 Comments