I like to go for a walk in the mountains the most


"আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
ওই পাহাড়ের ঝর্ণা আমি ঘরে নাহি রই"

কবি কাজী নজরুল ইসলামের এই গানটি যখন আমি ছোটবেলায় শিখেছিলাম , তখন থেকেই পাহাড়ের প্রতি আমার একটা ভালোলাগা সৃষ্টি হয়। @msharif ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কনটেস্ট দেখার জন্য। আমার কোনটা পছন্দ পাহাড় না সাগর ?

আমিঃ @hasina78
দেশঃ @bangladesh

Contest Which one do you like the most, the sea or the mountains.png
image made by canva

Which one do you prefer between the sea and the mountains and why?

পাহাড় ও সাগরের মাঝে বেছে নিতে বললে আমি পাহাড়কে বেছে নিব অনায়াসে। আমার সব সময় পাহাড় ভাল লাগে। আমার পরিবারের সদস্য আমরা চারজন, আমি, আমার হাসবেন্ড ও আমার দুই ছেলে। তাদের বাবা আর ছেলেদের সমুদ্র খুব পছন্দের। বছরে একবার তাদের সমুদ্রের কাছে না গেলে ভালো লাগেনা। কিন্তু সমুদ্র আমাকে সেভাবে টানে না আমার ভালো লাগে পাহাড়।

mountain.png
image made by canva

আমার পাহাড় ভালো লাগে কারণ পাহাড়ের সুবিশাল উচ্চতা , তার বিশালতার সামনে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় মনে। হয় কি বিশাল এই পাহাড় কি সু দৃড়ভাবে দাঁড়িয়ে আছে। তার বুকে বাস করছে মানুষ, পশুপাখি, জীবজন্তু। দুহাত উজাড় করে সে সবাইকে আশ্রয় দিয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্য সে তো ভুবন ভুলানো । চারিদিকে এত সবুজের সমাহার দৃষ্টি ফেরানো যায় না।

Where have you been to the sea and the mountains the most? If not, when and where to go?

যেহেতু আমার ছেলে ও ছেলেদের বাবা সমুদ্র পছন্দ, তাই সমুদ্রেই আমার বেশি যাওয়া হয়েছে। কিন্তু পাহাড়েও আমরা মাঝে মাঝে বেড়াতে যাই।

আমার হাজবেন্ডের চাকরির সুবাদে আমি সাত মাস বান্দরবান ছিলাম । বান্দরবান পোস্টিং হলে মানুষ খুব হতাশ হয়ে যায়, মন খারাপ করে থাকে। কিন্তু আমার বান্দরবানের সাত মাস জীবনের শ্রেষ্ঠ সময় গুলোর মধ্যে অন্যতম। আমি যখনই বাইরে বের হতাম পাহাড়ের পথ ধরে, যখন চলতাম এত ভালো লাগতো! দুই পাশে সবুজ আর সবুজ আর নানারকম ফুলের মেলা পাহাড়ের গায়ে। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা দিয়ে পানি বয়ে চলছে অপরূপ সে সৌন্দর্য।

4.jpg
পাহাড়ের মাঝে চলে গেছে পথ

Share your best memories with us.

"নীলগিরি" ও "সাজেক" বাংলাদেশের সুপরিচিত পর্যটন কেন্দ্র। আমি দুজায়গাতেই বেড়াতে গিয়েছি। কিন্তু "নীলগিড়ি" আমার বেশী ভাল লেগেছে। আমার বেশ কয়েকবার নীলগিরিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে । তবে এখানে আমি আমার প্রথম নীলগিরিতে যাওয়ার অভিজ্ঞতা টাই বর্ণনা করবো ।

8.jpg
অপরূপ নীলগিরি

আমি প্রথম যখন "নীলগিরি" যাই, তখন সময়টা ছিল বর্ষাকালের পরে । আমার মনে আছে যখন নীলগিরিতে যেয়ে পৌঁছাই । পাহাড়ের চূড়া থেকে চারিপাশ শুধু সবুজ আর সবুজ । মনে হচ্ছিল পুরো পাহাড়টা যেন সবুজের কার্পেট দিয়ে ঘিরে রেখেছে কেউ। মাঝে মাঝে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল । পাহাড়ের গায়ে সারি সারি গাছ খুব ভালো লাগছিল দেখতে। আমরা সারাদিন পাহাড়ের এদিক সেদিক ঘুরে বেড়ালাম। নিরাপত্তা জনিত কারণে আমাদের খুব বেশি দূরে যেতে দেয়নি। সন্ধ্যায় আমরা কটেজের বারান্দায় বসে পাহাড়ে গায়ের জোছনার খেলা দেখলাম সন্ধ্যায়।

6.jpg
কটেজের ভিতরে

নীলগিরির সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছিল আমার, ওদের ডাইনিং হলটা পাহাড়ের চূড়ায়। ডাইনিং হলের চারপাশ গ্লাস দিয়ে ঘেরা। সমস্ত গেস্টদের একসাথে ডাইনিং এসে খেতে হবে । কোন রুম সার্ভিসের ব্যবস্থা নেই । আমরা ডাইনিং থেকে পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। আমরা অনেক মানুষ একসাথে খাবার খাচ্ছিলাম। যে যার মত গল্প করছিল, কেউ কাউকে চিনি না কিন্তু সবার গল্পগুলো শুনতে ভালো লাগছিল।

3.jpg
দূরে দেখা যাচ্ছে ডাইনিং হল


5.jpg
নীলগিরির বিখ্যাত বিন্নি চালের খিচুড়ি

আমরা অনেক রাত পযর্ন্ত বারান্দায় বসে ছিলাম। হঠাত দেখলাম পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘের মত এসে জমা হচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গিয়েছিলাম। মাঝরাতে উঠি দেখি সাদা মেঘগুলো এমন ভাবে পাহাড়ের মাঝে এসে জমেছে , যেন মনে হচ্ছে পাহাড়ের মাঝে সাদা নদী বয়ে চলছে।

আমরা অনেক ভোরে কটেজ থেকে বাইরে বেরিয়ে দেখলাম এক অপূর্ব দৃশ্য। চারিপাশ সাদা মেঘ দিয়ে ঢেকে গিয়েছে তার উপর সূর্যের আলো খেলা করছে। মনে হচ্ছিল যেন সাদা এক মেঘের সমুদ্রের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝা যাবে না।

2.jpg
আমার স্পাইডার ম্যান ছেলের পেছনে মেঘের সমুদ্র

নীলগিরিতে আরো একটি মজার জিনিস দেখা যায়। সেটা হচ্ছে যদি কখনো বর্ষার সময় সেখানে যান, তবে দেখবেন আপনার আশেপাশে কালো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আপনি হাত বাড়ালেই আপনার হাতটা ভিজে। যাবে সে অপূর্ব অনুভূতি।

7.jpg
বর্ষার মেঘের মেলা

যারা পাহাড় পছন্দ করেন তারা তো নীলগিরিতে বেড়াতে যাবেনই। কিন্তু যারা সমুদ্র বেশি পছন্দ করেন আমি তাদের অনুরোধ করবো তারা একবার হলেও পাহাড়ে ঘুরে আসবেন। বলা যায় না আপনার পছন্দ পাল্টে যেতেও পারে।

@ripon0630, @ismotara, @memamun, @enamul17, @mahadisalim, @aditi993 আপনাদের কার কি পছন্দ বলে যান।

ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
11 Comments