A very special day || by @ismotara||

আসসালামু আলাইকুম আমার স্টিমিট বন্ধুরা। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
বন্ধুরা আজকে আমার জীবনের একটি বিশেষ দিন।আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। নারী জীবন হয়ত পুর্ণতা পায় মাতৃত্ব দিয়ে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই আমাকে মা হওয়ার তৌফিক দান করছেন।

Untitled design (2).png
made by canva


বন্ধুরা রুপকথার গল্পে আমরা পড়েছিলাম জাদুর কাঠির ছোঁয়ায় সব দুঃখ কস্ট চলে যায় আর নতুন জীবনের শুভ সূচনা হয়।বাস্তবে এমন জাদুর কাঠি আছে কিনা আমার জানা নেই।তবে আমার কোলে যেদিন আমার সন্তান এলো সেদিন যেনো তার ছোঁয়ায় জাদুর কাঠির মতো আমার জীবনের সব দুঃখ কস্ট হারিয়ে গেলো।


বন্ধুরা সবার আগে মা ডাক ই ফুটেছিল আমার ছেলের মুখে। যখন সে একটু একটু কথা বলত তখন তার সেই আধো বুলিগুলো এখনো কানে ভেসে আসে।


বন্ধুরা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। মনে হয় এইত সেদিন কোলে ছিল।মা বাবার কাছে সন্তান কখনই বড় হয় না।
বন্ধুরা আমার ছেলের নাম মীর আরিফিন মুগ্ধ। সে মাদ্রাসায় হাফেজিয়া পড়তেছে।সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।
তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।


arifin.png
made by canva


Untitled design (3).png
made by canva

বন্ধুরা আসলে তেমন ঘটা করে কোন আয়োজন করা হয় না বাবুর জন্মদিনে।ছোট মানুষ তাই ওর খুশির জন্য একটু ঘরোয়া আয়োজন করি। ও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। আসলে দেই না আমি। তো ঘরেই কেক বানালাম আর বিরিয়ানি রান্না করলাম।অনেক পছন্দ ওর বিরিয়ানি।


artistic thoughts.png
made by canva

প্রিয় আরিফিন, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল।জীবনে অনেক বড় হও, মানুষের মত মানুষ হও এই দোয়া রইল।আমাদের জীবনে এসে তুমি আমাদের পুর্ণ করেছ। শুভ জন্মদিন বাবা।


artistic thoughts (1).png
made by canva


আসলে প্রতিটা বাবা মাই তাদের সন্তান কে অনেক ভালোবাসে। সন্তানের জন্য ই বাবা মা সারাজীবন কস্ট করেন।তাদের মানুষের মত মানুষ তৈরি করতে যথাসাধ্য চেষ্টা করেন। তেমনি আমিও আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন।


আমার পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

@ismotara
from @Bangladesh

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpeyJ4Ejn2a2VeLy9ru49whv8fjasqPdAWMeNNRMCeX4PVxz3iVJZyaC82t4QH5bfnnxGmVonNPV6sKdQ.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments