Nostalgic Eid memory || by @ismotara ||

আসসালামু আলাইকুম আমার স্টিমিট বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে দেখতে পবিত্র রমজান মাস শেষ হয়ে গেলো। একমাস রোজা রাখার পর ঈদের দিন যেন খুশির সীমা থাকে না। ঈদ মানে আনন্দ উৎসব। সব বিভেদ ভুলে সবাই একসাথে ঈদের নামাজ আদায়, কোলাকুলি করা। বড়দের থেকে সালামী নেওয়া, নতুন জামা পড়ে ঘুড়ে বেড়ানো।
ঈদ মোবারক বন্ধুরা। সবাইকে ঈদ এর অগ্রিম শুভেচ্ছা।

@ismotata.png
made by canva

তবে সময়ের সাথে সাথে ঈদের আনন্দ উৎসব এর ও যেন পরিবর্তন হয়েছে। আমার খুব মনে পড়ে সেই ছোটবেলায় ঈদের দিন আমরা কেমন আনন্দ করতাম।যা আমাদের ছেলেমেয়েরা কখনই উপভোগ করতে পারবে না।

ছোটবেলা কেটেছে আমার চট্টগ্রাম এ। কিন্তু ঈদের সময় বাড়ি চলে আসতাম। গ্রামের ঈদ আনন্দ যেন একটু বেশিই হয়। ঈদের দিন সকাল বেলা আমাদের গোসলের প্রতিযোগীতা শুরু হতো। কার আগে কে গোসল করব। তারপর নতুন জামা পড়ে সবাই একসাথে হতাম।ঈদের জামা লুকিয়ে রাখতাম, যেন কেউ দেখতে না পারে। আমাদের গ্রামে আগে ঈদের দিন মেলা বসত।ঈদগাহ মাঠের পাশেই। ছেলেমেয়ে সবাই আমরা ঈদগাহ মাঠে যেতাম।ঈদের নামাজ শেষে আব্বু,চাচাদের সাথে মেলায় ঘুরতাম। নাগরদোলায় চড়তাম, মুড়িমুড়কি খেতাম আর খেলনা কিনে আনতাম। তারপর বাড়ি এসে সালামীর জন্য অপেক্ষা করতাম।কার কত সালামী উঠলো তা নিয়ে বিশাল হিসাব কষা হতো। কি স্মৃতিময় দিন ছিল।

তখন দেখতাম ঈদের দিন যে সেমাই,পিঠা রান্না করা হত তার সবই ছিল হাতে বানানো।বাজারের কেনা জিনিস কমই ছিল তখন।নিজের ক্ষেতের চাল,পোষা মুরগী,হাস,কবুতর সবই রান্না করা হতো ঈদের দিন।

3.png
made by canva

সবাই সবার বাড়িতে খেতে যেতাম। বিকেলে ঈদের বিশেষ ছায়াছবি দেখার জন্য বিটিভি র সামনে বসে পড়তাম সবাই। দেখা গেছে একটা গ্রামে তখন ৩/৪ টার বেশি টিভি ছিল না। আমাদের বাড়িতে একটা সাদাকালো টিভি ছিল।আশেপাশের বাড়ির সবাই এসে জড়ো হত টিভি দেখতে।
সেই দিন এখন শুধুই স্মৃতি।

চট্টগ্রাম এ ও বেশ কয়েকটি ঈদ করা হয়েছে আমার। তখন তো স্মার্ট ফোন ছিল না। আমরা ঈদ কার্ডের মাধ্যমে বন্ধুদের ঈদের দাওয়াত দিতাম।আমার মনে পড়ে আমি নিজ হাতে ড্রয়িং করে ঈদ কার্ড বানাতাম।তারপর বন্ধুদের দাওয়াত দিতাম। সেখানেও ঈদের নামাজ শেষে সবাই সবার বাসায় যেতাম,খাওয়া দাওয়া করতাম।আর বিকেলে বড় ভাই বোন দের সাথে শিশুপার্কে বেড়াতে যেতাম।

@ismotata (1).png
made by canva

খুব মিস করি সেই দিনগুলো। এখন কেমন করে ঈদ আসে আর কেমন করে চলে যায় তেমন একটা টের ও পাই না। আমাদের ছেলেমেয়েরা স্মার্টফোন এ বন্দি।মেসেজ এর মাধ্যমে ই তারা তাদের শুভেচ্ছা বিনিময় করে। স্মার্টফোন মানুষকে যতটা কাছে এনেছে তার থেকেও বেশি দুরে ঠেলে দিয়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে আমরাও পরিবর্তন হয়ে গেছি। এখন আত্মীয় বাড়ি খুব একটা যাওয়া হয় না। ভিডিও কলের মাধ্যমে দেখা হয়ে যায়। আমরা আমাদের ছেলেমেয়েদের কারো বাসায় সেভাবে যোতেও দেই না।

তবে যত পরিবর্তন ই আসুক না কেন ঈদ এক অনাবিল আনন্দ নিয়ে আসে আমাদের জীবনে।যা ভাষায় বর্ননা করা কঠিন।
আপনার সবার ঈদ অনেক ভালো কাটুক।পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে ঈদ উৎযাপন করুন, এই আশা করি। পবিত্র রমজান মাসের শিক্ষা যেন সারাবছর কাজে লাগাতে পারি সেই কামনা রইল।

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আল্লাহ হাফেজ

WhatsApp Image 2023-04-09 at 22.50.28.jpg

@ismotara
From @Bangladesh

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments