ঝাউডাংগা ঐতিহ্যেবাহি বাজার কিছু সবজি কেনাকাটা

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের মাঝে নতুন একটা কনটেন্ট নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে। আমি আপনাদের মাঝে নতুন তাই ভুল হলে বলবেন সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ,, আমাকে সাপোর্ট করবেন। এবার আমার গল্পে ফিরি।

ঝাউডাংগা বাজার : সাতক্ষীরা তে এমন কোন মানুষ নাই যে এই ঝাউডাংগা বাজারের কথা শুনিনি। অনেক আগে থেকে এই বাজার শুরু হয়েছে এখানে সপ্তাহে ২ দিন বড় বাজার হয় শুক্রবার আর সোমবার ধান পাট,সরিষা ইত্য্যদি, বড় মাছ বাজার দক্ষিন অঞ্চলের মানুষ বেশির ভাগ মাছের চাস করে লাভবান হয়েছে। এখানে প্রতি দিন নিতৃ নতুন কাচা সবজির মাছ বেচে কেনা হয় দূর দূরন্ত থেকে মানুষ এই বাজারে কেনা কাটা করতে আসে।

IMG_20231115_110728_120.jpg

মাছের বাজার : আমরা মাছে ভাতে বাঙালি তাই যে যার সাদ্ধের ভিতর দিয়ে প্রতি সাজে মাছ না হলে ভাত মুখে ওঠানে না। কিন্তু বর্তমানে যুগে মাছ কিনে খাওয়া কুব কঠিন আর মধ্যেবৃত্ত পরিবারের সামর্থ না থাকায় অনেকে সপ্তাহ পার হয়ে যায় তার পর ও মাচ মাংস কিনে খেতে পারে না।

IMG_20231115_110742_286.jpg

আমার পছন্দের মাছ: আমার পছন্দের মাছের ভিতর তেলাপিয়া খুব প্রিয় একটা মাছ খেতেও খুব মজা আর শীত কালে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে সেই মজাদার হয়। সিম আমার খুব প্রিয় একটা সবজি। পালংশাক শাক, শীত কালের এই সব সবজি কার না ভালো লাগে কিন্তু বর্তমান সময়ে আকাশ ছোয়া দাম সাবার স্বাদের ভিতর পড়ে না।

IMG_20231115_115058_785.jpg

IMG_20231114_170305_719.jpg

IMG_20231114_170252_909.jpg

গ্রামের বাজার : যারা গ্রামে বাস করে তারা কতই না শান্তিতে বসবাস করতে পারে গ্রামের মুক্ত বাতাস কোন কোলাহল নাই,, ছোট বেলায় আব্বুর সাথে বাজার করতে যেতাম আব্বু বলবে কোন সবজিটা আমার প্রিয় সেই গুলো কিনে নিয়ে আসবো পেকেট ভর্তি বাজার কত রকম খাবার আর ৩০০ টাকার ভিতর বাজারে পেকেট ভর্তি হয়ে যাবে আমি বাজারে পেকেট বাড়ি আনতে পারতাম না। সেই দিন গুলো কি আর ফিরে পাবো কখনো না সুধু মিস করা ছাড়া কতই না ভালো ছিলো সেই দিন গুলো অভাব ছিলো না অভিযোগ ছিলো না,,, আর এখন মনে অশান্তি নিয়ে জীবন যাপন করতে হয়।
আজকের মতোই এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। পাশে থাকার চেষ্টা করবেন সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments