Contest - What role does friendship play in your life?

বন্ধুত্ব আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধু ছাড়া জীবন অচল। একজন ভাল বন্ধু আমাদেরকে বিভিন্ন ভাবে জীবনের বিভিন্ন সময়ে সহায়তা করে, বিভিন্ন কাজের উৎসাহ দেয়। বিপদে পাশা থাকে। ভাল পরামর্শ দেয়।

জীবনে ভাল বন্ধু পাওয়া দুষ্কর। তাই ভাল বন্ধু গুলোর সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি।

  • যদি কখনো দূরে চলে যায় তারপরও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। আমার এমন অনেক বন্ধু আছে তাদের সাথে ২-৩ বছর দেখা হয় না। কিন্তু আমি নিয়মিত যোগাযোগ রাখি।

IMG_20220516_181639.jpg

  • বন্ধুদের ভাল কাজ গুলোতে উৎসাহ দিতে দেওয়া। তাদের জীবনের বিভিন্ন ভাল খারাপ দিক প্রসঙ্গে আলোচনা করা।

  • সময় সুযোগ হলে বন্ধুদের সাথে সময় কাটানো।

বন্ধুত্ব বিষয়টা এমন এটা হয়ে যায়। দুইজনের চিন্তা ভাবনার মিল থাকলে বন্ধুত্ব হয়ে যায়।

তবে ভাল বন্ধু পাওয়াটা অনেক কঠিন। কিছু বন্ধু থাকে সুসময়ে বন্ধু। কোন বিপদে তাদের পাওয়া যায় না। বন্ধু নির্বাচনের সময় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।
কোন বন্ধু খারাপ কাজে উতসাহ দিচ্ছে নাকি ভাল কাজের পরামর্শ দিচ্ছে সেটা খেয়াল রাখতে হবে।
আপনার ভাল উদ্যোগ গুলোতে তার আগ্রহ আছে কিনা?
আপনি কোন বিষয় শেয়ার করলে সেটা গোপন রাখে কিনা? এই বিষয় গুলো খেয়াল রেখে বন্ধু নির্বাচন করতে হবে।

অনেক সময় আমাদের বন্ধুদের বিভিন্ন কথা বা আচার-আচরণে আমরা আঘাত পেয়ে থাকি। অনেকেই এটা ফানের বসে করে থাকে, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে যায়। এ ধরনের কোন কিছু ঘটলে সাধারণত আমি যেটা করি বা আমাদের যেটা করা উচিত এই বিষয়টা নিয়ে বন্ধুদের সাথে খোলামেলা আলোচনা করা। যাতে করে এটার আবৃত্তি আর না হয়। আর কেউ যদি ফান করে বা মজার ছলে করে থাকে তখন সেটাকে মজা ভেবে সহজ ভাবে গ্রহণ করা বা গ্রহণ করি।

IMG-20230326-WA0012.jpg

প্রতিটা মানুষের জীবনে কোন না কোন সময় কঠিন কিছু সময় পার করতে হয়। সে সময় একজন ভালো বন্ধু পারে এই কঠিন সময়টা পার করতে সাহায্য করতে। আমারও এরকম বেশ কিছু বন্ধু রয়েছে যারা বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। যদি দু একজনের নাম বলতে হয় তাইলে বলতে পারি রুম্মান, রাশেদ, কান্তা, আইরিন সুলতানা এবং আমার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা।

IMG_20170113_073823.jpg

@rumman @dodoim @lucky2015 এই ৩ জনকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালাম।

Thank you for Reading

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZwNLnLc4LoEZursb6ZFVuZQfHaMYmnkb4sXHETvWHfx845eNH8Z1R5dQtVPRd...fYgpxKamHSmp5ePxsZeFVNiQSGxG54RbfJK9YGrzmt9wT4UKNrp2YFQD6h1nCiLkiTgro5Y1rvSCmpDjdVH6ScyJPjFvUfXQcTkZDTbzTVAjeii1BYwnBZdAP8.png

20221005_204407_0000.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments